advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 29 June 2016

বিশ্বের সবচেয়ে দামি বাড়ি, ৫ জনের জন্য ৬০০ কর্মচারি

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তিগত বসতবাড়িটি ভারতের মুম্বাই শহরে অবস্থিত৷ শহরের দক্ষিণে পেডার রোড লাগোয়া অলমাউন্ট রোডে অবস্থিত এই বাড়িটি ২৭ তলা, উচ্চতায় ৫৬০ ফিট৷ বাড়িটির নাম ‘অ্যান্টিলিয়া’৷
নামটি এসেছে আটলান্টিকের এক অলীক দ্বীপের নাম থেকে৷ বাড়িটির স্থপতি হলেন, শিকাগো শহরের প্রখ্যাত ‘পার্কিন্স অ্যান্ড উইল’ সংস্থা৷ এবং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সংস্থাটির নাম ‘স্টারলিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্সি প্রাইভেট লিমিটেড৷
প্রায় দু-বছর ধরে বাড়িটি বানানোর পর বাড়ির মালিকের মনে হয়েছিল বাড়িটি ইঞ্জিনিয়াররা বাস্তু শাস্ত্র মেনে বানাননি৷ ফলে, ‘বাস্ত্ত কারেকশন’ করতে লেগেছিল আরও দেড় বছর৷ বিগত তিন বছর তারা এই বাড়িতেই আছেন৷ এই বাড়িটির ‘ইউএসপি’ হল, ২৭টি তলার ডিজাইন ২৭ রকম৷ এবং ২৭ রকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি৷ ফলে, কোনও তলার সঙ্গে কোনও তলার মিল নেই৷
 

চার লক্ষ বর্গফুটের এই বাড়িটিতে কী-কী আছে সেটাও বেশ মজার৷ হেলথ স্পা আছে, বিউটি সালোঁ রয়েছে, আছে বলরুম, এমনকী ৫০ আসন বিশিষ্ট একটি সিনেমা হল পর্যন্ত আছে৷ আর আছে মাল্টিপল সুইমিং পুল, ইয়োগা অ্যান্ড ডান্স স্টুডিও৷ আর আছে খুব গরম লাগলে ‘স্নো রুম’৷ সত্যি-সত্যি তুষারপাত হয় এই ঘরে৷
বাড়ির মালিকের গাড়ির খুব শখ৷ তাই প্রথম ছ’টি ফ্লোরে থাকে কেবল তার গাড়ি৷ এবং সপ্তম তলায় আছে গাড়ি সারাইয়ের ‘কার সার্ভিস স্টেশন’৷
নেবুসাডনেজারের মতো ঝুলন্ত বাগান বা হ্যাঙ্গিং গার্ডেনও আছে৷ সেই বাগান ঝোলে বাড়ির বাইরে থাকা বিমের গায়ে৷ হেলিপ্যাড বানানোর অনুমতি পাওয়া যায়নি বলে সেটি নেই৷
এতবড় বাড়িতে থাকেন ক’জন? স্বামী-স্ত্রী আর তাদের তিন সন্তান৷ মাত্র পাঁচ জন৷ তবে বাড়ি ভর্তি করার জন্য ৬০০ জন কর্মচারির ব্যবস্থা আছে৷ তাদের নানা কাজ৷ এদের মধ্যে সিকিওরিটি, বডি গার্ড, সহকারীরাও আছেন৷ তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে একটি বিশাল হল ঘর৷ এখন প্রশ্ন হল পৃথিবীর সব চেয়ে মহার্ঘ্য এই বাড়ি তৈরিতে খচর কত? হিসেব মতে ১৫০ কোটি মার্কিন ডলার৷ বাড়ির মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এর চেয়ারম্যান ভারতের মুকেশ আম্বানি৷
 

0 comments:

Post a Comment