স্টাফ রিপোর্টারঃ দেশের আট পৌরসভার তফসিল
ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পৌরসভাগুলো হলো, দিনাজপুরের ঘোড়াঘাট,
নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া,
টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া।
আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তফসিলে ঘোষিত পৌরসভাগুলোতে ভোট গ্রহণ
করা হবে আগামী ৭ আগস্ট। মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
এসব পৌরসভার ঘোষিত তফসিল অনুযায়ী-
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ জুলাই, যাচাই বাছাই ১৪ জুলাই এবং মনোনয়নপত্র
প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই।
ইসি ঘোষিতে তফসিল অনুযায়ী প্রয়োজনীয়
ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা
দিয়েছে সংস্থাটির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।
এছাড়াও কিশোরগঞ্জের কুলিয়ার চর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়র পদে আগামী ৪ আগস্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর দেশের
নবম পৌরসভা নির্বাচন সম্পন্ন করে ইসি। তবে বেশ কিছু পৌরসভার মেয়াদোত্তীর্ণ
না হওয়ায় সে সময় ভোটগ্রহণ করতে পারেনি। এরপর দু’দফায় আরও প্রায় ২০টির মতো
পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ২২৭টি, ২০১৬ সালের ২১
মার্চ ১০টি এবং ২৫ মে ৯টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
0 comments:
Post a Comment