advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 29 June 2016

মেসি না ফিরলে আর্জেন্টিনায় ফুটবল বন্ধ

মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেছেন। মেসি আর আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাতাবেন না, এমনটা কোনভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা। দেরিতে হলেও মেসির কদর বুঝতে পেরেছে আর্জেন্টিনার মানুষ। মেসিকে ফেরাতে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুধু সাধারণ মানুষই নয়, মেসি ফেরার আগ পর্যন্ত শুরু হবে না আর্জেন্টিনার ঘরোয়া লিগও।

মেসিকে ফেরাতে এক হয়ে নেমেছে আর্জেন্টিনার ঘরোয়া লিগের ফুটবলাররা। মেসিকে ফেরাতে এক ভোটের আয়োজন করে আর্জেন্টিনার ঘরোয়া লিগ কর্তৃপক্ষ। মেসি ফেরার আগ পর্যন্ত লিগের কোন ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ক্লাবগুলো। এতে কার্যত অনেকটা অচল হয়ে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল।
শুধু কি ফুটবলাররা? মঙ্গলবারই নিজের রোজারিওর বাসভবনে পৌঁছেছেন মেসি। আর তার বাসভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের সবার একটাই চাওয়া, অবসর ভেঙ্গে ফিরে আসো লিও। মানুষের এত ভালোবাসা মেসি কি পারবেন ফেলে দিতে? এটা কেবল মেসিই জানেন পরবর্তীতে তিনি কি করবেন।

0 comments:

Post a Comment