দেশের ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সময় বিভিন্ন
ধরনের আহ্বান জানিয়ে থাকেন। সেই আহ্বানে দেশের অনেকেই সাড়া দেন। কিন্তু তাই
বলে কোনো প্রেসিডেন্ট কি নগ্ন হওয়ার আহ্বান জানাবেন? আবার সেই আহ্বানে কি
এত সহজে কেউ সাড়া দেবে? সাড়া না দেওয়ারই কথা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম
ঘটনা ঘটেছে বেলারুশে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দ্রার লুকাশেনকো
সম্প্রতি এক ভাষণে নাগরিকদের পোশাক খুলে ফেলতে এবং ঘাম না ঝরা পর্যন্ত কাজ
করার আহ্বান জানান। এ সময় তিনি জাতীয় অর্থনীতিতে প্রযুক্তির গুরুত্বের কথা
তুলে ধরেন।
আলেকজান্দ্রারের
আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার নারী-পুরুষ কর্মস্থলে নগ্ন হয়ে কাজ করেছেন
এবং এসব দৃশ্যের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইনস্টাগ্রাম ও
ফেসবুকে ‘গেট নেকড অ্যাট ওয়ার্ক’ হ্যাশট্যাগ লিখে পোস্ট করেছেন।
বিবিসি জানিয়েছে, এই হ্যাশট্যাগটি পূর্ব ইউরোপসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
মেইল অনলাইনের তথ্যানুযায়ী, প্রেসিডেন্ট আলেকজান্দ্রার আশা করেননি যে,
নাগরিকরা তাঁর উপদেশ আস্থার সঙ্গে পালন করবে। রাশিয়ার পথ অনুসরণ করে
‘নিজেদের বিকশিত’ করতেই তিনি এই আহ্বান জানিয়েছেন।
Thursday, 30 June 2016
Home »
» প্রেসিডেন্টের আহ্বানে নগ্ন হয়ে কর্মস্থলে!
প্রেসিডেন্টের আহ্বানে নগ্ন হয়ে কর্মস্থলে!
Related Posts:
ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন।।যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।। ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন,যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।। বাঙালি জাতি সুবিধা প্রিয়।। বাঙালিরা সুবিধাকে একটু বেশিই পছন্দ করে।। আমিও তার … Read More
৮ উপায়ে সময়কে আরো বেশি কাজে লাগান !!! ৮ উপায়ে সময়কে আরো বেশি কাজে লাগান ড্যানিয়েল কোলি দিনটা আরেকটু বড় হলে ভাল হত, এমন চিন্তা কতবার করেছেন! জীবনে ব্যস্ততা বাড়লেও দিনের পরিধি তো আর … Read More
৩৫–এর চূড়ান্ত ফলে ২১৫৮ জনকে নিয়োগের সুপারিশ বিসিএসে এবার মেধায় নিয়োগ ৬৭ শতাংশ ৩৫–এর চূড়ান্ত ফলে ২১৫৮ জনকে নিয়োগের সুপারিশ বিসিএসে এবার মেধায় নিয়োগ ৬৭ শতাংশ শরিফুল হাসান | আপডেট: ০২:০৬, আগস্ট ১৮, ২০১৬&nb… Read More
৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি ———————- এই পোস্ট থেকে যে কোন চাকরির পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। ৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি এই পোস্ট থেকে যে কোন চাকরির পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। . === প্রকৌশলী মুজিবুর রহমান রচিত “উচ্চমাধ্যমিক তথ্য ও… Read More
» জীবনে দুঃখ কষ্ট না পেলে সুখের মর্ম বুঝা যায়না। » জীবনে দুঃখ কষ্ট না পেলে সুখের মর্ম বুঝা যায়না। ॥ » দুঃখ কষ্ট আছে বলেই সুখটাকে প্রকৃতভাবে অনুভব করা যায়। ॥ » সাধনার পর কোনো কিছুর পাওয়ার মাঝেই… Read More
0 comments:
Post a Comment