advertisement

adverisement

your javascript ads here

Tuesday, 28 June 2016

ঘোষিত হল কোপা অ্যামেরিকার সেরা একাদশ in ফুটবল June 28, 2016

ঘোষিত হল কোপা অ্যামেরিকার সেরা একাদশ
ক্রীড়ালোক প্রতিবেদক :
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের শিরোপা জিতেছে চিলি। কিন্তু এখনো এর রেশ শেষ হয়ে যায়নি। এরইমধ্যে এই আসরের টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটি সেরা একাদশ ঘোষণা করেছে। যে দলে চ্যাম্পিয়ন চিলির আট ও রানার্সআপ আর্জেন্টিনার তিন ফুটবলারের জায়গা হয়েছে।
চলুন দেখে নেই কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেরা একাদশে কারা জায়গা পেলেন-
গোলরক্ষক- ক্লদিও ব্রাভো (চিলি)
এবারের কোপা আমেরিকায় চিলির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বার্সেলোনার নাম্বার ওয়ান এই গোলরক্ষক। টুর্নামেন্টের গ্রুপ পর্বে চিলিয়ানদেরকে ৫ বার গোল হজম করার হাত থেকে বাঁচান তিনি। এছাড়া ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লুকাস বিজলার পেনাল্টি শট রুখে দেন তিনি।
ডিফেন্ডার- জিন বিউসেজোর (চিলি)

কোপা আমেরিকার শুরুর আগে বিউসেজোরকে উইঙ্গার হিসেবে দেখা গেছে। কিন্তু শতবর্ষী কোপার আসরে লেফট ব্যাক ডিফেন্সে খেলতে দেখে গেছে তাকে। প্রতিপক্ষ দলকে নিজেদের রক্ষণে সুবিধা নিতে দেন নি এই চিলিয়ান ডিফেন্ডার।
ডিফেন্ডার- মরিসিও ইসলা (চিলি)
কোপা আমেরিকার সেরা একাদশে যে আট জন চিলিয়ান ফুটবলারের জায়গা হয়েছে, সেখানে মরিসিও ইসলা রয়েছেন তিনে। চিলির রক্ষণভাগের প্রাণ কেন্দ্র ছিলেন তিনি।
ডিফেন্ডার- গ্যারি মিডেল (চিলি)
সাধারণত ক্লাব ফুটবলে ইন্টার মিলানের হয়ে মিডফিল্ডারের ভূমিকায় দেখা যায় গ্যারি মিডেলকে। তবে এবারের কোপা আমেরিকায় সতীর্থ ইসলাকে ডিফেন্সে যোগ্য সঙ্গ দিয়েছেন তিনি।
ডিফেন্ডার- নিকোলাস ওটামেন্ডি (আর্জেন্টিনা)
এবারের কোপা আমেরিকার সেরা একাদশে আর্জেন্টিনা থেকে যে তিন ফুটবলারের জায়গা হয়েছে, তার মধ্যে একজন ওটামেন্ডি। আকাশী-নীলদের হয়ে শতবর্ষী কোপা আমেরিকাতে একটি গোলও করেছিলেন তিনি।
মিডফিল্ডার- কার্লোস আরাঙ্গুয়েজ (চিলি)
পরপর দুইবার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে দলটির মিডফিল্ডার আরাঙ্গুয়েজ সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২টি গোল করে দলকে জয়ী করেন।
মিডফিল্ডার- আর্তুরো ভিদাল (চিলি)
আর্জেন্টিনার বিপক্ষে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুট আউটে মিস করেন আর্তুরো ভিদাল। তারপরও চিলির শিরোপা জেতা থেমে থাকেনি।
ফরোয়ার্ড- লিওনেল মেসি (আর্জেন্টিনা)
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে একাই ফাইনালে নেন মেসি। দলটির হয়ে গোলও করেন ৫টি। কিন্তু চিলির বিপক্ষে ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যর্থ হন তিনি। যে কারণে পুরো দলের মনোবল ভেঙে পড়ে। তাই শিরোপা জয়ের খুব কাছ থেকেই ফিরতে হয়েছে আকাশী-নীলদের।
ফরোয়ার্ড- অ্যালেক্স সানচেজ (চিলি)
গত বছর এই আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি শুট আউটে দলকে কোপা আমেরিকার শিরোপা জেতান আলেক্স সানচেজ। এবার সেই পুরোনো ফর্ম ধরে রেখে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়।
ফরোয়ার্ড- এডুয়ার্ডো ভারগাস (চিলি)
২০০৭ সালে রোনালদোর পর এবারের কোপা আমেরিকায় চিলির হয়ে একাই ছয় গোল করেন ভারগাস। মূলত এই ফরোয়ার্ডের নৈপুণ্যে দ্বিতীয়বার কোপার শিরোপা ঘরে তোলে চিলি। যে কারণে গোল্ডেন বুটের পুরস্কারও হাতে ওঠে তার।
আহাস/ক্রী/০০৮

0 comments:

Post a Comment