বিরাট মাইল ফলকে পৌঁছল ভারতীয় নৌসেনা। আনুষ্ঠানিক ভাবে বাহিনীর হাতে তুলে দেওয়ার হল ডিআরডিও-র তৈরি ‘বরুণাস্ত্র’। সাবমেরিন বিধ্বংসী এই টর্পেডো এত দিন পৃথিবীর সাতটি দেশের হাতে ছিল। সেই তালিকায় অষ্টম নাম হিসেবে যুক্ত হল ভারত।

নৌসেনা-প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা বরুণাস্ত্রকে ‘গেম চেঞ্জার’ আখ্যা দিয়েছেন। নৌসেনা সূত্রের খবর, ১.২৫ টন ওজনের এই ইলেকট্রিক টর্পেডো ২৫০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করে আঘাত হানতে পারে প্রতিপক্ষের সাবমেরিনে। বরুণাস্ত্রের বেগ গণ্টায় ৪০ নটিক্যাল মাইল। অল্প জল এবং গভীর জলে সমান দক্ষ বরুণাস্ত্র।
সমুদ্রে গভীরে লড়াই চালানোর জন্য যথেষ্ট অস্ত্রশস্ত্র ভারত এত দিন তৈরি করতে পারেনি। বিদেশ থেকে টর্পেডো কেনা হচ্ছিল। কিন্তু গত এক দশকের চেষ্টায় যে টর্পেডো ডিআরডিও তৈরি করেছে, তা পৃথিবীর সেরা টর্পেডোগুলির অন্যতম বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। গোপনে হানা দেয় যে সব ডুবোজাহাজ, সেই স্টেল্থ সাবমেরিনকেও নিমেষে ধ্বংস করতে সক্ষম বরুণাস্ত্র। ভারতীয় নৌসেনার হাতে এই অস্ত্র আসায়, ভারত মহাসাগরের পরিস্থিতিই বদলে যেতে চলেছে বলে নৌসেনা মনে করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর জানিয়েছেন, এই টর্পেডো ভারতীয় নৌসেনার শক্তি যেমন বাড়াবে, তেমনই অন্যান্য কয়েকটি দেশকে ভারত বরুণাস্ত্র বিক্রিও করবে।
এত দিন আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন, জাপান, জার্মানি ও কানাডার নৌসেনার হাতে এই রকম শক্তিশালী টর্পেডো ছিল। এ বার ভারতও সেই গোত্রে পৌঁছে গেল।