advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 10 August 2016

যেকোন চাকুরীর পরীক্ষায় জাতিসংঘ সম্পর্কিত একটা প্রশ্ন প্রায় ই আসে। তাই BCS Shortcut এ আজ আপনাদের জন্য নিয়ে এলাম জাতিসংঘ (United Nations) সম্পর্কিত ৫০ টি প্রশ্ন ও উত্তর ।

যেকোন চাকুরীর পরীক্ষায় জাতিসংঘ সম্পর্কিত একটা প্রশ্ন প্রায় ই আসে। তাই BCS Shortcut এ আজ আপনাদের জন্য নিয়ে এলাম জাতিসংঘ (United Nations) সম্পর্কিত ৫০ টি প্রশ্ন ও উত্তর ।

 

 ১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?—
মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?—
মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?—
১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
— মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
— নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়—
জেনেভা,সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান
করেন— জন ডি রকফেলার জুনিয়র।

৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি—
ডব্লিউ হ্যারিসন।

৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে —
২৬জুন,১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে—
২৪ অক্টোবর, ১৯৪৫।

১১.জাতিসংঘের সনদের রচয়িতা—
আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—
২৪শে অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন
পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে
— সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন
অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের
ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত
বছরের জন্য নির্বাচিত হয়— ১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক
অধিবেশন শুরু হয়
— সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা
কত? — ১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি
( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের
সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য।

২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য
নির্বাচিত হয়— ১ মাসের জন্য।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত
গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের
সম্মতির
প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ
অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন
সাধারণত বছরে কয়বার বসে— বছরে দু’বার একমাস
ব্যাপী।

২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয়— ৩ বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ
কয়টি— ৫৪টি।

২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়—
১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়
— ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত—
১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল—
৯ বছর।

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি,
আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত
হয়— সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর
করে— ৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
— ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের
কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার
করেন
— ইংরেজি অথবা ফরাসি।

৩৬. জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিত
ে মরণোত্তর নোবেল পুরস্কার পান— দ্যাগ
হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি—
মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি—
ট্রুভ্যালু।

৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর
না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়—
পোল্যান্ড।

৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত— টোকিও
(জাপান)।

৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে— মহাসচিব।

৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে—
সাধারণ পরিষদের।

৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান
— দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর
প্রতিষ্ঠিত— ১৭ একর।

৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী— সদস্য
দেশসমূহের চাঁদা।

৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে
নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের।

৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে— কফি
আনান (ঘানা) (৭ম)।

৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন—
মিয়ানমার।

৪৯. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত—
নিজস্ব বাজেটের ০.০১% অংশ।

৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য
পদ লাভ করে?— ২৯তম।

পোস্টটি ভালো লাগলে নিচের শেয়ার বাটন থেকে শেয়ার করুন।

0 comments:

Post a Comment