» জীবনে দুঃখ কষ্ট না পেলে সুখের মর্ম বুঝা যায়না।
॥» দুঃখ কষ্ট আছে বলেই সুখটাকে প্রকৃতভাবে অনুভব করা যায়।
॥
» সাধনার পর কোনো কিছুর পাওয়ার মাঝেই প্রকৃত সুখ।
॥
» দুঃখের তিক্ততা যে অনুভব করেছে, সে'ই সুখের প্রকৃত সাধ পেয়েছে।
॥
» না চাইতেই পাওয়ার মাঝে কোনো সুখ নাই।
॥
» নিজের সুখের জন্য যে অন্যকে দুঃখ দেয়, দুঃখ তার জীবনে আসে দ্বিগুন হয়ে।
॥
» দুঃখ কষ্ট যে অনুভব করেনি, সুখের মধ্যেই যার বসবাস, প্রকৃত সুখ কাকে বলে সে কখনো অনুভব করতে পারেনা।
॥
» দুঃখ কষ্টকে যে জয় করতে পারে, শত দুঃখের মাঝেও সে কখনো ভেঙ্গে পড়েনা।
॥
» পাহাড় সমান দুঃখ যে বয়ে বেড়ায়, একটুখানি সুখেই সে তৃপ্ত হয়।
॥
» মিষ্টির আগে যেমন তিতা ভাল, তেমনি সুখের আগে দুঃখ পাওয়া ভাল।
॥
» যে যত দুঃখ-কষ্ট পেয়েছে, সে তত বাস্তবতাকে জানতে পেরেছে।
॥
» দুঃখ আপনাকে বাস্তব শিক্ষা দেয়, আর সুখ আপনাকে কল্পনায় নিয়ে যায়।
॥
আসলে সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। একটাকে ছাড়া অন্যটাকে অনুভব করতে পারবেননা। জীবনে সুখ পেতে চাইলে দুঃখটাকে মেনে নিতে হবে। সবকথার শেষ কথা সুখ-শান্তি দেবার মালিক তো আল্লাহ্।
» মিথ্যাকে সাথে করে বহুদুর যাওয়া যায়, তবে হঠাৎ করে থেমে যায়। কিন্তু সত্যকে সাথে করে বহুদুর নয়, আজীবন চলা যায়|
।
» যারা মিথ্যাবাদি তারা খুব সহজে মিথ্যা বলে। আর যারা সত্যবাদি তারা কখনও মিথ্যা বলতে পারেনা|
।
» মিথ্যাকে সবাই ঘৃনা করে, এবং শুনতে পারেনা। আর সত্যকে সবাই ভালবাসে, তবে বলতে পারেনা|
।
» মিথ্যার সাধ অতি মিষ্টি হলেও তা ক্ষনিকের। কিন্তু সত্যের সাধ অল্প মিষ্টি হলেও তা আজীবনের|
।
» মিথ্যা প্রথমত মধুর লাগলেও পরে তা সারা জীবনের জন্য যন্ত্রনার হয়ে যায়, কিন্তু সত্য প্রথমত খারাব লাগলেও পরে তা সারা জীবনের জন্য সুখের হয়ে যায়|
।
» মিথ্যা বলতে সাহসের প্রয়োজন হয়না, কিন্তু সত্য বলতে বুকের মধ্যে প্রচুর সাহসের প্রয়োজন|
।
» মিথ্যার পরাজয় হবেই, আর সত্যের জয় নিশ্চিত|
।
» মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে দৃঢ় করে তুলে|
।
» মিথ্যার জয় হয় বার বার, কিন্তু সত্যের জয় হয় একবার|
।
» মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে আরো মিথ্যার প্রয়োজন হয়, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয় সত্যের মাধ্যমেই|
।
» মিথ্যার সাথে ভয় জড়িত থাকে, কিন্তু সত্যের কাছে ভয়'এর কোনো স্থান নেই|
।
» মিথ্যা চোখে চোখ রেখে বলা যায়না, কিন্তু সত্য চোখে চোখ রেখে সহজেই বলা যায়|
।
» মিথ্যা মনকে দুর্বল করে রাখে, আর সত্য মনকে সতেজ করে রাখে|
।।।
সব কথার শেষ কথা হচ্ছে মহান আল্লাহ্ তায়ালার কাছে মিথ্যার কোনো স্থান নাই।
চলুন সবাই সত্যের পথে যাই।।
0 comments:
Post a Comment