advertisement

adverisement

your javascript ads here

Tuesday, 9 August 2016

ভালোবাসা মানে দুটি আত্ম্যার মিলন, হাজারো কষ্টের মাঝে ভালো থাকার একটি আশা !!!

ভালোবাসা কি? 

ভালোবাসা মানে দুটি আত্ম্যার মিলন, হাজারো কষ্টের মাঝে ভালো থাকার একটি আশা !!!


একটি মেয়ে আপনাকে বার বার বলে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আপনার পায়ে পড়ে কান্না করতেছে, তার মানে এই নয় যে সে আর কোন ছেলেকে পাবে না। আপনি তাকে বিয়ে না করলে তাকে এই পৃথিবীতে কেউ বিয়ে করবে না। মেয়েটি আপনাকে সত্যি মন থেকে ভালোবেসেছিলো, আপনাকে সুখে রাখতে চেয়েছিলো, কিন্তু কথায় আছে না কুকুরের পেটে কি ঘি হজম হয়, আপনার অবস্থা হয়েছে তার মত, নিজেকে খুব বেশি কিছু ভেবে নিয়েছেন যা মোটেও আপনি নন। অবহেলায় অপমানে তাকে দূরে সরিয়ে দিয়েছেন, এই ভেবে তার থেকে আরো সুন্দরী মেয়ে আপনার জীবনে আসবে আর তার থেকে অধিক ভালোবাসবে এই আশাতে। আপনি এখন প্রতারক হিসেবে গন্য হয়েছেন তার কাছে, এখন থেকে সে সব ছেলেদের কে প্রতারক মনে করবে ক'দিন পরে তার বিয়ে হয়ে গেলেও সে তার স্বামী কে অবিশ্বাস করবে শুধু মাত্র আপনার কারনে, তাহলে আমার প্রশ্ন ভালোবাসা কি ছিলো আপনার মনে তার জন্য নাকি প্রতারনা??

একটি ছেলে প্রতিদিন আপনার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনাকে দেখার জন্য, সমস্ত বন্ধুদের কাজে লাগিয়ে দিয়েছে, আপনি কোথায় যান, কার সাথে কথা বলেন, আপনার কোন সমস্যা হচ্ছে কিনা, কেউ আপনাকে বিরক্ত করছে কিনা? এগুলো জানার জন্য। সে প্রতিনিয়ত ভয়ে থাকে আপনাকে হারানোর, প্রতিনিয়ত ভয়ে থাকে আপনার যেন কিছু না হয়, নামাজ পরে আল্লাহ এর দরবারে মা বাবার পর যার দোয়া কামনা করে সেই মানুষটি একমাত্র আপনি। আর আপনি তাকে নিয়ে আপনার বন্ধু মহলে মশকরা করেন, যে ছেলেটা আপনার জন্য পাগল, আপনার জনন্য দাঁড়িয়ে থাকে এই করে সেই করে, আমি তাকে একটুও পাত্তা দেইনা, এগুলো অনেক হাসাহাসি চলে আপনার বন্ধু মহলে তাই না? কিছু বন্ধুদের পরামর্শে তার সাথে ভালোবাসার অভিনয়ে জরিয়ে গেলেন। যখনই তার থেকে ভালো কোন ছেলে, তার থেকে বড়লোক, তার থেকে দেখতে সুন্দর, তাকে ছেড়ে সেই ছেলের কাছে চলে গেলেন, তখন ছেলেটি আপনাকে ভুলে থাকার জন্য নেশা করে, খারাপ রাস্তায় নিজেকে শেষ করে দিতে চায়, তাহলে আমার প্রশ্ন ভালোবাসা কোথায়?? ছেলেটিও পৃথিবীর সমস্ত মেয়েকে খারাপ ভেবে নেয়, এমন কি তার ঘরের স্ত্রীকেও সে বিশ্বাস করতে পারেনা, এর জন্য কে দায়ী?

ছেলের হাবুডুবু প্রেমের কথায় মুগ্ধ হয়ে গেছেন তাই ছেলে আপনাকে বললো
০- বাবু চলো না আমরা রুমডেট করি?

আপনি প্রথমে রাজী হলেন না, তারপর আবার ছেলেটি বলতে লাগলো
০- তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না, আমাকে কি বিশ্বাস করো না, তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করবো তাহলে ভয় কিসের?

আপনি তার মিষ্টি কথায় ভালোবাসার প্রমান দিতে রুমডেট নামক একটি মিলনে আবদ্ধ হলেন, কিছুদিন পর সে আপনাকে ছেড়ে অন্য মেয়ের দেহ খুজে বেড়াচ্ছে। এখন আপনি তাকে লুচ্চা, লম্পট, হারামী না জানি আরো কত গালি দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যা হারিয়েছেন তা কি ফিরিয়ে আনতে পারবেন? যখন আপনি আপনার ইজ্জত ফিরিয়ে আনতে পারবেন না, তাহলে সেদিন কেন সেই মিষ্টি কথায় সব কিছু উজার করে দিয়েছিলেন সেদিন কি আপনি বলতে পারেন নি?
০- বাবু আমি আমার ভালোবাসার প্রমান দেওয়ার জন্য আমার সব কিছু তোমার কাছে সপে দিবো, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমান দিতে হবে।

যখন আপনি তার কাছে প্রমান চাইবেন সে এগুলোই বলবে
০- কি করতে হবে একবার বলে দেখ তোমার জন্য আমি মরতেও পারি। যা বলবে তাই করবো
তখন যদি আপনি বলতেন
০- না বাবু আমি তোমাকে মরতে দিবো না, তুমি আমার সাথে বেচে থাকবে এই জীবনে মরনে, বিয়ের আগে আমার সাথে রুমডেট করতে হলে তুমি তোমার পুরুষত্বের ক্ষমতা ধ্বংস করে দাও, তাহলেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে আমার মান সম্মান ইজ্জত, সব কিছু কুরবানী দিবো তুমি কি আমার জন্য তোমার পুরুষত্বের বলি দিতে পারবে না, কসম করে বলতেছি আমার এই দেহলীলা চাইনা শুধু তোমার ভালোবাসা চাই।

তখন আমিও দেখতাম সেই ছেলেটি আপনাকে কতটুকু ভালোবাসে, যে ভালোবেসে মরে যেতে পারে তার কাছে নিশ্চয় এই কাজটা করা কোন ব্যাপার না। আমিও ছেলে আমি জানি সে এটা করতে পারবে না, তবে আপনি মেয়ে হয়ে কেন আপনার সতীত্ব একজন কুলাঙ্গার পুরুষের হাতে তুলে দিবেন? আমার প্রশ্ন তার পুরুষত্বের থেকে কি আপনার ইজ্জতের মুল্য কম??

ভালোবাসা প্রমান করতে রুমডেট, সেক্স করার প্রয়োজন নেই, শুধু একটি শুদ্ধ মনের প্রয়োজন। ইতিহাস স্বাক্ষী, প্রেম করেছে হাজারো প্রেমিক, হাজারো প্রেমিকা, লাইলি মজনু, শিরি ফরহাদ, রজকিনী চণ্ডিদাস, আরো অনেকে, তারা কি ভালোবাসেনি, তাদের দুজনের মাঝে কি ভালোবাসার পরীক্ষা ছিলো না, তারা কি উত্তীর্ন হয়নি তাদের ভালোবাসাতে, এই পৃথিবী কি তাদের মনে রাখেনি তাদের ভালোবাসার কথা কে?

তবে কেন, আজ ভালোবাসার প্রতিদান দিতে সেক্স করতে হবে, রুমডেট করতে হবে??

একটি ছেলের জন্য যদি কোটি কোটি ছেলের নাম নষ্ট হয়, একটি মেয়ের জন্য যদি কোটি কোটি মেয়ের নাম নষ্ট হয়, তাহলে আমাদের ঊচিৎ সেই ছেলে আর সেই মেয়েকে ধরে গাছের সাথে বেধে পাথর ছুড়ে মেরে ফেলা উচিৎ, কিছু সংখ্যক মানুষের জন্য পুরো পৃথিবী খারাপ হতে পারেনা, তার থেকে ভালো ঐ খারাপ মানুষগুলোকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিৎ। তাহলে কোটি কোটি ছেলে মেয়ে এই অপবাদের বোঝা বইবে না।

ভালোবাসা মানে যৌনমিলন নয়। ভালোবাসা মানে রুমডেট নয়, ভালোবাসা মানে প্রতারনা নয়, ভালোবাসা মানে বিশ্বাসঘাতকতা নয়।

ভালোবাসা মানে দুটি আত্ম্যার মিলন, ভালোবাসা মানে সুখ নিয়ে আসার একটি রাস্তা, হাজারো কষ্টের মাঝে ভালো থাকার একটি আশা, ভালোবাসা মানে ভালোবাসার মানুষের জন্য তার সুখের জন্য আত্মত্যাগ করা, ভালোবাসা মানে ভালোবাসা দিয়ে পৃথিবীকে আগলিয়ে রাখা। ভালোবাসার জায়গায় অপবিত্রতা, প্রতারনা, বিশ্বাসঘাতকতার কোন জায়গা নেই, তবেই সেটা ভালোবাসা। ভালোবাসতে না পারলেও ভালোবাসা কে নিয়ে খেলতে যাবেন না।

0 comments:

Post a Comment