দয়া করে সবাই কিছু সময় নিয়ে পুরোটা পড়ুন, আশা করি আপনার কাজে দিবে এই পোস্টটি !!
জনসচেতনতা মূলক পোস্ট :~~~~
লিখা: Ash Ashik ( জ্ঞানহীন মুর্খ লেখক )
↓↓↓
এইত, গত কয়েকদিন আগের কথা ====
আমি কোন এক জায়গায় যাব বলে ঘর থেকে বেরিয়েছি। রিক্সা খুজব এমন সময় আমার দৃষ্টি গোচর হল, রাস্তার ওপারে কিছু মানুষের জটলা। মনে কৌতুহল জাগায় আমি ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখি ৮/৯ বছরের একটি ছোট্ট মেয়ে কাদছে। আমি সামনে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম ====
-- মামুনি, কাদছ কেন? (আমি)
-- আমি আমার বন্ধুদের সাথে খেলতে খেলতে এখানে এসে গেছি। এখন বাসায় যেতে পারছি না। (মেয়েটি কেদে কেদে বলল)
-- তোমার নাম কি মামুনি?
-- আমার নাম সুইটি।
--আসলেই তোমার নাম টা অনেক সুইট। আচ্ছা মামুনি তোমার আব্বু বা আম্মুর মোবাইল নাম্বার জানো তুমি?
-- হ্যা, আমার আম্মুর মোবাইল নাম্বার জানি।
তারপর যারা জটলা বেধে দাড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে বললাম ====
এই যে আপনারা এখানে দাড়িয়ে দাড়িয়ে কি দেখছেন? একটা ছোট মেয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, কই কেউ তো মেয়েটিকে কিছু জিজ্ঞেস পর্যন্ত করলেন না। যান এখান থেকে আপনারা। যান, চলে যান।
তারপর আবার মেয়েটির সাথে কথা বলছি ====
-- আচ্ছা মামুনি, আম্মুর নাম্বার টা বল তো!!
-- ০১৯***
-- তারপর?
-- ২৩***।
-- তোমার আম্মুর নাম কি? মামুনি!
-- My mother's name is Mukta.....
-- Thank you! তুমি তো খুব সুন্দর ইংরেজি বলতে পার।
-- জি পারি। আমার আম্মু আমাকে শিখিয়েছে।
মেয়েটির মা ফোনটি ধরে ====
-- হ্যালো, আসসালামু আলাইকুম। (কাদো কাদো গলায়)
-- ওয়া আলাইকুমুস সালাম। আপনি কি মিসেস মুক্তা।
-- জি বলছি। বলুন?
-- আপনি কি সুইটির মা বলছেন?
-- আপনি আমার মেয়েকে পেয়েছেন? কোথায় আসব বলেন, আমি এক্ষুনি আসছি। (উচ্ছোষিত হয়ে)
-- আপনি প্রমান পত্র সহকারে উত্তরা থানায় আসুন।
-- আচ্ছা, আমি আসছি।
এর মধ্যে আমি মেয়েটিকে থানায় নিয়ে গেলাম। তবে জিডি করলাম না, কারন মেয়েটি তো ওর আম্মুর নাম্বার আমাকে দিয়েছে। এখন যা হবে থানায় হবে।
মেয়েটির মা হাজির হয়েছেন থানায়। মেয়েটি মাকে দেখে দৌড়ে চলে গেল মায়ের কোলে। বুঝতে বাকি রইল না উনিই মেয়েটির মা, কারন মেয়েটি জানে তার সুখের জায়গা ওইখানটায়।
মেয়েটির মা আমার দিকে এগিয়ে এসে বলল ====
-- এই নিন প্রমাণ। আর আমার মেয়েটিকে পাইয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
-- প্রমাণ দিয়ে দিয়ে কি করব বলুন? প্রমাণ তো পেয়েই গেলাম।
তারপর থানা থেকে বাহির হয়ে মেয়েটিকে একটি চিপস কিনে দিলাম আর বল্লাম ====
-- মামুনি, যখনঈ তুমি কোথাও হারিয়ে যাবে, বাসা চিনবে না, তখনি কোন পুলিশ আংকেল কে দেখলে বলবে আর আম্মুর মোবাইল নাম্বার টা দিবে, ঠিক আছে?
-- জি আংকেল, আর আংকেল, আপনি কি আমার বন্ধু হবেন?
-- হা হা হা, আচ্ছা আমি তোমার বন্ধু। তাহলে বন্ধুকে একটা পাপ্পি দাও।
-- উম্মম্মম্মাহ। দিলাম।
তারপর মেয়েটির মাকে বললাম ====
-- আপনি আপনার মেয়েকে নাম্বার মুখস্থ করিয়ে অনেক ভাল একটা কাজ করেছেন। ও যদি নাম্বার টা না জানতো তাহলে কি হত, ভেবে দেখেছেন?
-- জি, এজন্যই আমি আমার নাম্বার ওকে মুখস্থ করিয়ে দিয়েছি।
তারপর আমরা একেক জন নিজ গন্তব্যে রওয়ানা হলাম বিদায় নিয়ে।।।
.
আপনাদের কাছে আমার প্রশ্ন ====
এখন যদি এই মেয়েটির কাছে মায়ের নাম্বার টি না থাকত তাহলে কি হতে পারত? অথবা কোন খপ্পরবাজদের হায়ে মেয়েটি পরত, তাহলে কি হত?
.
উপদেশ: আপনার বাচ্চা কথা যখন ভাল ভাবে বলতে শিখবে, তখন আপনাদের মোবাইল নাম্বার মুখস্থ করিয়ে দিন, আর বলে দিন কোথাও হারিয়ে বা বাসা না চিনতে পারলে যেন কাউকে নাম্বার বলতে পারে।
.
ধন্যবাদ সবাইকে পড়ার জন্য।
জনসচেতনতা মূলক পোস্ট :~~~~
লিখা: Ash Ashik ( জ্ঞানহীন মুর্খ লেখক )
↓↓↓
এইত, গত কয়েকদিন আগের কথা ====
আমি কোন এক জায়গায় যাব বলে ঘর থেকে বেরিয়েছি। রিক্সা খুজব এমন সময় আমার দৃষ্টি গোচর হল, রাস্তার ওপারে কিছু মানুষের জটলা। মনে কৌতুহল জাগায় আমি ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখি ৮/৯ বছরের একটি ছোট্ট মেয়ে কাদছে। আমি সামনে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম ====
-- মামুনি, কাদছ কেন? (আমি)
-- আমি আমার বন্ধুদের সাথে খেলতে খেলতে এখানে এসে গেছি। এখন বাসায় যেতে পারছি না। (মেয়েটি কেদে কেদে বলল)
-- তোমার নাম কি মামুনি?
-- আমার নাম সুইটি।
--আসলেই তোমার নাম টা অনেক সুইট। আচ্ছা মামুনি তোমার আব্বু বা আম্মুর মোবাইল নাম্বার জানো তুমি?
-- হ্যা, আমার আম্মুর মোবাইল নাম্বার জানি।
তারপর যারা জটলা বেধে দাড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে বললাম ====
এই যে আপনারা এখানে দাড়িয়ে দাড়িয়ে কি দেখছেন? একটা ছোট মেয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, কই কেউ তো মেয়েটিকে কিছু জিজ্ঞেস পর্যন্ত করলেন না। যান এখান থেকে আপনারা। যান, চলে যান।
তারপর আবার মেয়েটির সাথে কথা বলছি ====
-- আচ্ছা মামুনি, আম্মুর নাম্বার টা বল তো!!
-- ০১৯***
-- তারপর?
-- ২৩***।
-- তোমার আম্মুর নাম কি? মামুনি!
-- My mother's name is Mukta.....
-- Thank you! তুমি তো খুব সুন্দর ইংরেজি বলতে পার।
-- জি পারি। আমার আম্মু আমাকে শিখিয়েছে।
মেয়েটির মা ফোনটি ধরে ====
-- হ্যালো, আসসালামু আলাইকুম। (কাদো কাদো গলায়)
-- ওয়া আলাইকুমুস সালাম। আপনি কি মিসেস মুক্তা।
-- জি বলছি। বলুন?
-- আপনি কি সুইটির মা বলছেন?
-- আপনি আমার মেয়েকে পেয়েছেন? কোথায় আসব বলেন, আমি এক্ষুনি আসছি। (উচ্ছোষিত হয়ে)
-- আপনি প্রমান পত্র সহকারে উত্তরা থানায় আসুন।
-- আচ্ছা, আমি আসছি।
এর মধ্যে আমি মেয়েটিকে থানায় নিয়ে গেলাম। তবে জিডি করলাম না, কারন মেয়েটি তো ওর আম্মুর নাম্বার আমাকে দিয়েছে। এখন যা হবে থানায় হবে।
মেয়েটির মা হাজির হয়েছেন থানায়। মেয়েটি মাকে দেখে দৌড়ে চলে গেল মায়ের কোলে। বুঝতে বাকি রইল না উনিই মেয়েটির মা, কারন মেয়েটি জানে তার সুখের জায়গা ওইখানটায়।
মেয়েটির মা আমার দিকে এগিয়ে এসে বলল ====
-- এই নিন প্রমাণ। আর আমার মেয়েটিকে পাইয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
-- প্রমাণ দিয়ে দিয়ে কি করব বলুন? প্রমাণ তো পেয়েই গেলাম।
তারপর থানা থেকে বাহির হয়ে মেয়েটিকে একটি চিপস কিনে দিলাম আর বল্লাম ====
-- মামুনি, যখনঈ তুমি কোথাও হারিয়ে যাবে, বাসা চিনবে না, তখনি কোন পুলিশ আংকেল কে দেখলে বলবে আর আম্মুর মোবাইল নাম্বার টা দিবে, ঠিক আছে?
-- জি আংকেল, আর আংকেল, আপনি কি আমার বন্ধু হবেন?
-- হা হা হা, আচ্ছা আমি তোমার বন্ধু। তাহলে বন্ধুকে একটা পাপ্পি দাও।
-- উম্মম্মম্মাহ। দিলাম।
তারপর মেয়েটির মাকে বললাম ====
-- আপনি আপনার মেয়েকে নাম্বার মুখস্থ করিয়ে অনেক ভাল একটা কাজ করেছেন। ও যদি নাম্বার টা না জানতো তাহলে কি হত, ভেবে দেখেছেন?
-- জি, এজন্যই আমি আমার নাম্বার ওকে মুখস্থ করিয়ে দিয়েছি।
তারপর আমরা একেক জন নিজ গন্তব্যে রওয়ানা হলাম বিদায় নিয়ে।।।
.
আপনাদের কাছে আমার প্রশ্ন ====
এখন যদি এই মেয়েটির কাছে মায়ের নাম্বার টি না থাকত তাহলে কি হতে পারত? অথবা কোন খপ্পরবাজদের হায়ে মেয়েটি পরত, তাহলে কি হত?
.
উপদেশ: আপনার বাচ্চা কথা যখন ভাল ভাবে বলতে শিখবে, তখন আপনাদের মোবাইল নাম্বার মুখস্থ করিয়ে দিন, আর বলে দিন কোথাও হারিয়ে বা বাসা না চিনতে পারলে যেন কাউকে নাম্বার বলতে পারে।
.
ধন্যবাদ সবাইকে পড়ার জন্য।
0 comments:
Post a Comment