ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন,যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।।
বাঙালি জাতি সুবিধা প্রিয়।।
বাঙালিরা সুবিধাকে একটু বেশিই পছন্দ করে।।
আমিও তার ব্যতিক্রম নই।।এবার আসল কথায় আসি,,
,
ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন।।যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।।
,
এই ফেসবুক চালানোর জন্য আমার সম্মানিত বাবার হাতে কত যে বকা খাই,,
তার হিসাব নেই।।
,
তার একটাই কথা,,,আয় তো করোই না আবার এতো খরচ কিসের।।
,
এই এক বাণী শুনতে শুনতে আমার কানের বারটা বেজে গেছে।।
অতঃপর আমার দুঃখ শেষ হওয়ার পালা।।
,
,
সিম কম্পানী ফ্রি তে ফেসবুক চালানোর ব্যবস্থা করছে।।
আমিতো চাঁদ পেয়ে গেছি এমন খুশি।।
,
,
কয়েক মাস ফ্রি তে ফেসবুক চালাইলাম।।
এই কয়েক মাসে বন্ধুদের অনেক কথাই শুনছি।।
,
তাদের একটাই কথা,,তুই আমাদের বন্ধু হয়ে ফ্রি তে ফেসবুক চালাচ্ছিস।।
,
,
কে শুনে কার কথা।।আমি আরাম করে ফ্রি ফেসবুক চালাচ্ছি।
,
,
কয়েক মাস ধরে একটা মেয়ের সাথে কথা হচ্ছে,,
আমি জানি ফেসবুক রিলেশন বেশি দিন টিকে না।।
তারপরও মেয়েটাকে ভাল লাগতো।।
,
,
একদিন মেয়েটাকে প্রোপোজ করলাম,,
সেও সাধরে গ্রহণ করলো।।
,
,
অতঃপর শুরু হলো ভালবাসার সাগরে সাঁতার কাটা।।
,
কিছুদিন পর মেয়েটা আমাকে অবহেলা করা শুরু করলো।।
সে নাকি এই রিলেশন রাখতে চায় না।।
আমি এর কারণ জানতে চাইলে সে বলে,,যে ছেলে ফ্রি তে ফেসবুক চালায় তার সাথে রিলেশন অসম্ভব।।
,
আপনারাই বলেন বাপের টাকা বাঁচানো কি অপরাধ??
,
,
অতঃপর আমি দেব দাস হয়ে গেলাম।।।
আমার বন্ধুরাও আমার পাশে দাঁড়ায় নিই।।
,
শুধু একজন মানুষই আমার পাশে দাড়িয়েছিলো,,
সে ছিলো আমার বাবা।।মা তো বেঁচে ছিলেন না যে তিনি আমার পাশে দাড়াবেন?
,
,
বাবা একটা কথাই বলেছিলেন,জীবনে প্রতিষ্ঠিত হও দেখবা সবকিছু তোমার হাতের কাছে চলে আসবে।।
,
,
সেদিন থেকে আর পিছে ফিরে তাকাই নিই।।
,,
,,
এখন আমি প্রতিষ্ঠিত।।এখন আর আমি ফ্রি ফেসবুক চালাই না,
এখন আমার পিছে অনেক মেয়ে ঘুরে।।
শুধু একটাই আফসোস,,
বাবা আমার প্রতিষ্ঠিত জীবন দেখে যেতে পারলেন না।।
,,
,
এখন প্রতি রাতেই তারার সাথে চিৎকার করে বলি,,
বাবা আমি প্রতিষ্ঠিত,,এখন আর আমি ফ্রি ফেসবুক চালাই না।।
বাবা তুমি কি শুনতে পাচ্ছো??
,,
,,
জানি না বাবা আমার কথা গুলো শুনেন কি না,,,
তবুও আমি একটা কথাই বলব,,"বাবা তুমিই সেরা"
আর তুমি যেখানেই থাকো না কেনো,,সব সময় ভালো থেকো।
0 comments:
Post a Comment