advertisement

adverisement

your javascript ads here

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, 19 August 2016

.বন্ধুরা এই মানুষটিকে চেনেন ???

.বন্ধুরা এই মানুষটিকে চেনেন ???

ান "পদ্মশ্রী" সম্মানে ভূষিত হলেন তিনি।...অবাক হচ্ছেন তো ? গ্রামের এই ছাপোষা সাধারণ মানুষটি কি করে এই সম্মানের অধিকারী হলেন ?
...বলছি শুনুন-
...৩১ শে মার্চ ১৯৫০ সালে উড়িষ্যার 'বরগড়' জেলার 'ঘেস' গ্রামে একটি হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এই মানুষটি।...মাত্র ১০ বছর বয়সে বাবা মারা যাওয়ায় ক্লাস থ্রি পাস করেই পড়া ছেড়ে দিতে হয় তাকে।...পরিবারের মুখে ভাত তুলে দিতে সেই ঘেস গ্রামেই হাই স্কুলের হোস্টেলে রাঁধুনি হিসেবে তার জীবনসংগ্রাম শুরু করেন।
...এই কাজের সময়ই তার সঙ্গে পরিচয় হয় মালতি নামে একটি মেয়ের, যে সেই হোস্টেলেই তাকে রান্নার কাজে সাহায্য

৫ কৌশলে বাড়িয়ে নিন আত্মবিশ্বাস

৫ কৌশলে বাড়িয়ে নিন আত্মবিশ্বাস

একটা আত্নবিশ্বাসী ইন্টারভিউ বদলে দিতে পারে জীবনের মোড়। ব্যক্তিত্বের দৃঢ়তা এমনকি কমিয়ে দেয় শত্রু, বাড়িয়ে দেয় জনপ্রিয়তা। সফল হতে হলে নিজের উপর বিশ্বাস লগবেই। দুরু দুরু মন নিয়ে কে কবে কঠিন পথ পারি দিতে পেরেছে?
জীবনের পথ সবসময়ই কঠিন। সবাই হাত ছেড়ে যেতে পারে, বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে, কাছের মানুষ সারাজীবন আপনার কাছে নাও থাকতে পারে। তাই জীবনের এই পথে নিজের নিরন্তর বন্ধু আপনি নিজেই। আপনি যদি নিজের উপর

জেনে নিন সিভির এক ডজন কৌশল

জেনে নিন সিভির এক ডজন কৌশল

একেক জন একেক ভাবে সিভি তৈরি করছেন। তার মধ্যে অনেকটা হয়তো সঠিক। কিছুটা হয়তো প্রচলিত ধারণা। আবার কিছুটা ভুল। তাই জেনে নিন সিভি তৈরি করার এক ডজন কৌশল-
সিভি লম্বা নয়
অপ্রয়োজনীয় জিনিস লিখে সিভি লম্বা করবেন না। মনে রাখবেন, যেখানে চাকরির আবেদন করছেন, সেখানে আরও প্রচুর সিভি জমা পড়বে। ফলে, আপনার সিভিটি নিয়োগকারীর বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়, সেটা মাথায় রাখুন। ছোট ছোট পয়েন্টে নিজের দক্ষতা, অভিজ্ঞতাগুলো লিখুন।
পুনরাবৃত্তি নয়
কোনো একটি শব্দ বা শব্দবন্ধের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন। কী ধরনের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে তা ব্যাখ্যা

বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান (সাধারণ জ্ঞান)

বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান (সাধারণ জ্ঞান)

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
উঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উঃ বগুড়া।
প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: বৈরাগীর চালা কোথায় অবস্থিত?

কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল

কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল

আজ আমরা কারক ও বিভক্তি নিয়ে বিস্তারিত আলোচনার করব। এ আলোচনার মাধ্যমে পরীক্ষায় আমাদের কারক ও বিভক্তি নির্ণয় করা সহজ করে দিবে।
 বিভক্তি 
বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি।
মা শিশু চাঁদ দেখা।
উপরের বাক্যটিতে কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হয়নি। ফলে বাক্যের শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়নি, এবং এগুলো বাক্যও হয়ে উঠতে পারেনি। এখন শিশু’র সঙ্গে কে বিভক্তি আর দেখা’র সঙ্গে চ্ছেন’ বিভক্তি যোগ করলে বাক্যটি হবে-
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
অর্থাৎ, শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে একটি বাক্য সম্পূর্ণ হলো এবং এখন আর এগুলো শব্দ নয়, এগুলো প্রত্যেকটি একেকটি পদ।
শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তখন সেগুলোকে বলা হয় পদ। বাক্যে বিভক্তি ছাড়া কোন পদ থাকে না বলে ধরা হয়। তাই কোন শব্দে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন না হলেও ধরে নেয়া হয় তার সঙ্গে একটি বিভক্তি যুক্ত হয়েছে। এবং এই বিভক্তিটিকে বলা হয় শূণ্য বিভক্তি। উপরের বাক্যটিতে ‘মা’ ও ‘চাঁদ’ শব্দদুটির সঙ্গে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন হয়নি। তাই ধরে নিতে হবে এই শব্দদুটির সঙ্গে শূণ্য বিভক্তি যোগ হয়ে এগুলো বাক্যে ব্যবহৃত হয়েছে, এবং এই দুটিও এখন পদ।
মৌলিক বাংলা শব্দ বিভক্তিগুলো হলো- শূণ্য বিভক্তি (০), এ, য়, তে, কে, রে, র(এর)। তবে এছাড়াও কিছু কিছু অব্যয় শব্দ কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এগুলো হলো- দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, ইত্যাদি।
বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার-
বিভক্তির নাম বিভক্তি
প্রথমা বা শূণ্য বিভক্তি ০, অ
দ্বিতীয়া বিভক্তি কে, রে
তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক
চতুর্থী বিভক্তি কে, রে*
পঞ্চমী বিভক্তি হইতে (হতে), থেকে, চেয়ে
ষষ্ঠী বিভক্তি র, এর
সপ্তমী বিভক্তি এ, য়, তে





  •  
  •  
  •  
  •  
  • চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকে যুক্ত হয়।
  • বচনভেদে বিভক্তির আকৃতি পরিবর্তিত হয়। তবে কোন বিভক্তি চিহ্নিত করার জন্য উপরের বিভক্তির তালিকাটি মনে রাখলেই চলবে।
  • বিভক্তির নাম লেখার সময় কখনো সংক্ষিপ্ত আকারে লেখা যাবে না। অর্থাৎ দ্বিতীয়া বিভক্তিকে কখনোই ২য়া বিভক্তি লেখা যাবে না।
  • বিভক্তির তালিকাটি ভালোভাবে আত্মস্থ করতে হবে, প্রয়োজন হলে মুখস্থ করতে হবে।
কারক
কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যা ক্রিয়া সম্পাদন করে’।
বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
কারক ৬ প্রকার-     
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক
কর্তৃকারক 
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)
উদাহরণ-
গরু ঘাস খায়। (কে খায়)             : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
কর্ম কারক 
যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ক্রিয়ার কর্ম বা কর্মকারক বলে।
ক্রিয়াকে ‘কী/ কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক।
বাক্যে দুইটি কর্ম থাকলে বস্ত্তবাচক কর্মটিকে প্রধান বা মুখ্য কর্ম ও ব্যক্তিবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। তবে দুইটি একই ধরনের কর্ম থাকলে প্রথম কর্মটিকে উদ্দেশ্য কর্ম ও দ্বিতীয়টিকে বিধেয় কর্ম বলে। যেমন- ‘দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা’। এখানে ‘দুধ’ ও ‘হলুদ’ উদ্দেশ্য কর্ম, ‘দুগ্ধ’ ও ‘হরিদ্রা’ বিধেয় কর্ম।
কর্তা নিজে কাজ না করে কর্মকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে।
ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্ম বলে। [ক্রিয়াপদ]
উদাহরণ-
বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। (কাকে দিয়েছেন? আমাকে। কী দিয়েছেন? ল্যাপটপ) : আমাকে- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (গৌণ কর্ম), ল্যাপটপ- কর্মকারকে শূণ্য বিভক্তি (মুখ্য কর্ম)
ডাক্তার ডাক। (কাকে ডাক?)                                  : কর্মকারকে শূণ্য বিভক্তি
আমাকে একটা বই দাও। (কাকে দাও? আমাকে। কী দাও? বই)    : আমাকে- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (গৌণ কর্ম), বই- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (মুখ্য কর্ম)
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থণা। (কাকে করিবে? আমারে) : কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
তোমার দেখা নাই। (কার দেখা? তোমার)                           : কর্মকারকে ষষ্ঠী বিভক্তি
জিজ্ঞাসিবে জনে জনে। (কাকে জিজ্ঞাসিবে? জনে জনে)             : কর্মকারকে সপ্তমী বিভক্তি
করণ কারক
করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।
যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে।
ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
উদাহরণ-
পিয়াল কলম দিয়ে লিখছে। (কী দিয়ে লেখে? কলম দিয়ে)          :করণ কারকে তৃতীয়া বিভক্তি
কীর্তিমান হয় সাধনায়। (কী উপায়ে হয়? সাধনায়)          : করণ কারকে সপ্তমী বিভক্তি
ডাকাতেরা গৃহকর্তার মাথায় লাঠি মেরেছে। (কী দিয়ে মেরেছে? গুলি): করণ কারকে শূণ্য বিভক্তি
লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। (কী দিয়ে চাষ করা হয়? লাঙ্গল দিয়ে): করণ কারকে তৃতীয়া বিভক্তি
মন দিয়ে পড়াশুনা কর। (কী উপায়ে/ দিয়ে কর? মন দিয়ে)        :করণ কারকে তৃতীয়া বিভক্তি
ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে)             : করণ কারকে সপ্তমী বিভক্তি
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। (কী দিয়ে/ উপায়ে চেনা যায়? গোঁফে): করণ কারকে সপ্তমী বিভক্তি
সাধনায় সব হয়। (কী উপায়ে সব হয়? সাধনায়)                   : করণ কারকে সপ্তমী বিভক্তি
এ সুতায় কাপড় হয় না। (কী দিয়ে হয় না? সুতায়)                 : করণ কারকে সপ্তমী বিভক্তি
সম্প্রদান কারক
যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে।
‘কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।
সম্প্রদান কারকের নিয়ম অন্যান্য নিয়মের মতোই সংস্কৃত ব্যাকরণ থেকেই এসেছে। তবে অনেক বাংলা ব্যাকরণবিদ/ বৈয়াকরণ একে আলাদা কোন কারক হিসেবে স্বীকার করেন না। তারা একেও কর্ম কারক হিসেবেই গণ্য করেন। কর্মকারক ও সম্প্রদান কারকের বৈশিষ্ট্যও একই। কেবল স্বত্ব ত্যাগ করে দান করার ক্ষেত্রে কর্মকারক হিসেবে গণ্য না করে কর্মপদটিকে সম্প্রদান কারক হিসেবে গণ্য করা হয়।
সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তির বদলে চতুর্থী বিভক্তি যুক্ত হয়। চতুর্থী বিভক্তি আর কোথাও যুক্ত হয় না। অর্থাৎ, ‘কে/ রে’ বিভক্তি দুটি সম্প্রদান কারকের সঙ্গে থাকলে তা চতুর্থী বিভক্তি। অন্য কোন কারকের সঙ্গে থাকলে তা দ্বিতীয়া বিভক্তি।
তবে কোথাও নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে তা চতুর্থী বিভক্তি হয়। যেমন- বেলা যে পড়ে এল, জলকে চল। (নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি)
উদাহরণ-
ভিখারিকে ভিক্ষা দাও। (কাকে দান করা হল? ভিখারিকে।) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
অসহায়কে খাদ্য দাও। (কাকে দান করা হল? অসহায়কে।) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। (কাকে দান করা হল? অন্ধজনে।): সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
সমিতিতে চাঁদা দাও। (কাকে দান করা হল? সমিতিতে।)   : সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
অপাদান কারক
যা থেকে কোন কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত হয়, তাকে অপাদান কারক বলে।
অর্থাৎ, অপাদান কারক থেকে কোন কিছু বের হওয়া বোঝায়।
‘কি হতে বের হল’ প্রশ্নের উত্তরই অপাদান কারক।
উদাহরণ-
গাছ থেকে পাতা পড়ে। (কি হতে বের হল/ পড়ল? গাছ থেকে): অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
শুক্তি থেকে মুক্তি মেলে। (কি হতে বের হল? শুক্তি থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
জমি থেকে ফসল পাই। (কি হতে বের হল? জমি থেকে)   : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
দেশ থেকে হায়েনারা চলে গেছে। (কি হতে বের হল? দেশ থেকে):অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বিপদ থেকে বাঁচাও। (কি হতে বাঁচাও? বিপদ হতে)         : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বাঘকে ভয় পায় না কে? (কি হতে ভয় বের হল? বাঘ হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন। (কি হতে বের হল/ পলায়ন? পাঠশালা হতে) : অপাদান কারকে শূণ্য বিভক্তি
বাবাকে বড্ড ভয় পাই। (কি হতে ভয় বের হয়? বাবা হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। (কি হতে বের হয়েছেন/ এসেছেন? চট্টগ্রাম হতে): অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বিমান থেকে বোমা ফেলা হয়েছিলো। (কি হতে বের হল/ ফেলা হল? বিমান হতে): অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
অধিকরণ কারক
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
উদাহরণ-
পুকুরে মাছ আছে। (কোথায় আছে? পুকুরে)         : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বনে বাঘ আছে। (কোথায় আছে? বনে)                      : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘাটে নৌকা বাঁধা আছে। (কোথায় বাঁধা আছে? ঘাটে)        : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রাজার দুয়ারে হাতি বাঁধা। (কোথায় বাঁধা? দুয়ারে)   : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সকালে সূর্য ওঠে। (কখন ওঠে? সকালে)                    : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
এ বাড়িতে কেউ নেই। (কোথায় কেউ নেই? বাড়িতে)      : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
নদীতে পানি আছে। (কোথায় আছে? নদীতে)               : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রবিন অঙ্কে কাঁচা। (কী বিষয়ে কাঁচা? অঙ্কে)          : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
সজিব ব্যাকরণে ভাল। (কী বিষয়ে কাঁচা? ব্যাকরণে)        : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে)                         : অধিকরণ কারকে অনুসর্গ মধ্যে
বাড়ি থেকে নদী দেখা যায়। (কোথায় থেকে দেখা যায়? বাড়ি থেকে):অধিকরণে পঞ্চমী বিভক্তি*
  • শেষ উদাহরণটিতে নদী বাড়ি থেকে বের হয়নি, তাই এটি অপাদান কারক নয়। নদী বাড়ি থেকেই দেখা যায়। অর্থাৎ, ক্রিয়াটি বাড়িতেই ঘটছে, তাই এটি অধিকরণ কারক।
অপাদান-অধিকরণ কারকের পার্থক্য
অপাদান ও অধিকরণ কারক আলাদা করতে গিয়ে অনেকেরই সমস্যা হয়। অপাদান ও অধিকরণ কারককে আলাদা করে চেনার সহজ উপায় হলো, অপাদান কারক থেকে কোন কিছু বের হয় বোঝায়। আর অধিকরণ কারকের মাঝেই ক্রিয়া সম্পাদিত হয়।
যেমন- ‘তিলে থেকে তেল হয়’ আর ‘তিলে তেল আছে’।
প্রথম বাক্যে তিলের ভেতর ক্রিয়া সংঘটিত হয়নি। বরং তিল থেকে তেল বের হওয়ার কথা বোঝাচ্ছে।
আর দ্বিতীয় বাক্যে তিলের ভেতরই তিল থাকার কথা বলছে। এই ‘আছে’ ক্রিয়াটি তিলের ভেতরে থেকেই কাজ করছে।
এরকম-বিপদ থেকে বাঁচাও- অপাদান কারক
বিপদে বাঁচাও- অধিকরণ কারক
শুক্তি থেকে মুক্তি মেলে- অপাদান কারক
শুক্তিতে মুক্তি হয়- অধিকরণ কারক
জমি থেকে ফসল পাই- অপাদান কারক
জমিতে ফসল হয়- অধিকরণ কারক
নিচে কারক নির্ণয়ের উপায় সংক্ষেপে ছক আকারে দেয়া হলো-
ক্রিয়াকে প্রশ্ন উত্তর যে কারক
কে, কারা? কর্তৃকারক
কী, কাকে? কর্মকারক
কী দিয়ে? করণকারক
কাকে দান করা হল? সম্প্রদান কারক
কি হতে বের হল? অপাদান কারক
কোথায়, কখন, কী বিষয়ে? অধিকরণ কারক

৬৪ জেলার নাম ও প্রতিষ্ঠিত সাল

***৬৪ জেলার নাম ও প্রতিষ্ঠিত সাল***

** ঢাকা ——- ১৭৭২ সাল।**
✬ মুন্সীগঞ্জ ——- ১৯৮৪ সাল।
✬ নরসিংদী ——- ১৯৮৪ সাল।

আপনার পিসি কে দ্রতগামী রাখর টিপস:

আপনার পিসি কে দ্রতগামী রাখর টিপস:-


















# ” tree ” তারপর ok করুন।
# ” tree exe ” তারপর ok করুন।
# ” temp ” তারপর ok করুন। এখন ctrl + a চেপে select করে delete করুন ।
# ” %temp% ” তাপর ok করুন। এখন ctrl + a চেপে select করে delete করুন ।
# ” prefetch ” তারপর ok করুন। এখন ctrl + a চেপে select করে delete করুন ।
# ” recent ” তারপর ok করুন। এখন ctrl + a চেপে select করে delete করুন ।
# ” recover ” তারপর ok করুন।
# ” sfc ” তারপর ok করুন।
২য় টিপস্ : Event viewer মাধ্যমে আপনি আপনার pc কে fast রাখতে পারেন ।এজন্য আপনাকে start > settings >

ATEO -পরীক্ষার জন্য কিছু নির্বাচিত সাম্প্রতিক তথ্য

ATEO -পরীক্ষার জন্য কিছু নির্বাচিত সাম্প্রতিক তথ্য

==================================
পটুয়াখালীর>মহিপুর
২।পৌরসভার সংখ্যা >> ৩২৬টি। সর্বশেষ >> ফরিদপুরের > আলফাডাঙ্গা
৩। উপজেলা >>> ৪৯০টি । সর্বশেষ >> রংপুরের ভেন্ডাবাড়ি
৪। সম্প্রতি কোন দেশে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসরসিপ চালুর

বিসিএস ও এনটিআরসিএসহ যেকোনো জব পরীক্ষায় ইংরেজি বিষয়ে ভালো করার জন্য পোষ্টটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন এক নজরে দেখার জন্যঃ

বিসিএস ও এনটিআরসিএসহ যেকোনো জব পরীক্ষায়

ইংরেজি বিষয়ে ভালো করার জন্য পোষ্টটি

টাইমলাইনে শেয়ার করে রাখবেন এক নজরে

দেখার জন্যঃ


01. The judge acquitted him ........ the change.
Ans: of.
02. The noun form of 'endure' is -
Ans: endurance.
03. ......... mother rose in her.

গণিতের জন্য গুরুত্বপূর্ণ ১৪০টি ইংলিশ শব্দের বাংলা অর্থ... .

গণিতের জন্য গুরুত্বপূর্ণ ১৪০টি ইংলিশ শব্দের বাংলা অর্থ...

.

A

1) absolute - পরম
2) abstract number - শুদ্ধ সংখ্যা
3) addition - যোগ
4) algebra - বীজগণিত
5) aliquot part - একাংশ
6) approximate - আসন্ন, স্থূল
7) approximately - স্থূলতঃ, আসন্ন
8) approximate value - আসন্নমান
9) arithmetic - পাটিগণিত

What is Freinds ??? বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ৪২ টি উক্তি:-

What is Freinds ???
বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ৪২ টি উক্তি:-


চার্লি চ্যাপলিন
২. আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩. আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।
-উইলিয়াম শেক্সপিয়ার
৪. একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
-অস্কার ওয়াইল্ড
৫. আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।

৩৭ তম বিসিএস প্রিলি,পিএসসি ও ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার "মানবদেহ" এর এমসিকিউ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর !!!!

৩৭ তম বিসিএস প্রিলি,পিএসসি ও ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার "মানবদেহ" এর এমসিকিউ প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ের ১০০টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

✐ অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ? উ: রেটিনা
✐ অনুচক্রিকার কাজ কি ? উ: রক্ত জমাট বাধায়
✐ অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ? উ: ১০ দিন
✐ অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ? উ: যকৃত এ
✐ আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? উ: পেপসিন
✐ ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ? উ: বিটা কোষে
✐ একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ? উ: ১২ - ১৮ বার
✐ একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ? উঃ ০.৪ সেকেন্ড
✐ একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ? উ: ১ টি

কঠিন ত্রিকোণমিতি এখন সহজ টেকনিকে !!!

--------------কঠিন ত্রিকোণমিতি এখন সহজ টেকনিকে---------------



ত্রিকোণমিতির যেকোন কোণের মান সহজেই একটি টেকনিক খাটিয়ে বের করতে পারবেন।

টেকনিকটি হলঃ ০,১,২,৩,৪ কে আপনি প্রথমে ৪ দ্বারা ভাগ করবেন। তাহলে রেজাল্ট হিসেবে আমরা পাব যথাক্রমে ০, ১/৪, ১/২, ৩/৪, ১।

তারপর এই মানগুলোর বর্গমূল নিতে হবে। বর্গমূল নিলে আমরা পাব যথাক্রমে ০, ১/২, ১/√২, √৩/২, ১।

==বাংলাদেশের জেলা মনে রাখার কৌশল ==

=======বাংলাদেশের জেলা মনে রাখার কৌশল =======


রাজশাহী বিভাগ =টেকনিক।।
চাপাবাজ নাসির
@চাপাইনবাবগঞ্জ @পাবনা @বগুড়া @ জয়পুরহাট @নওগা @ নাটোর @ সিরাজগঞ্জ @ রাজশাহী
খুলনা বিভাগ = টেকনিক
মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়্যা যশোরের ডাঙ্গয় ফেলে।
@ মাগুড়া @ মেহেরপুর @ ঝিনাইদাহ @ সাতক্ষীরা @ বাগেরহাট @ খুলনা @ কুষ্টিয়া @ নড়াইল @ যশোর @ চুয়াডাঙ্গা
রংপুর বিভাগ টেকনিক
পঞ্চ ঠাকুর লাল নীল রং এর কুড়িটি গাই দিল।
@ পঞ্চগড় @ ঠাকুরগাঁও @ লালমনিরহাট @ নীলফামারী @ রংপুর @ কুড়িগ্রাম @ গাইবান্ধা @ দিনাজপুর।।।।
বরিশাল বিভাগ
টেকনিক
পপির ২(বর) ঝাল ভালোবাসে।।

Thursday, 18 August 2016

যেহেতু আমরা বাংলাদেশী, জেনে নিন, সড়ক পথে ঢাকা থেকে আপনার জেলার দূরত্ব কত কি.মি.!!!

যেহেতু আমরা বাংলাদেশী, জেনে নিন, সড়ক পথে ঢাকা থেকে আপনার জেলার দূরত্ব কত কি.মি.!!!


-------------------------------------
][ জেলাঃ ৬৪টি
][ থানাঃ ৬৩৭টি
][ উপজেলাঃ ৪৮৯টি
][ পৌরসভাঃ ৩২০টি
][ সিটি করপোরেশনঃ ১১টি
][ বিভাগঃ ৮টি
][ বোর্ডঃ ১০টি
][ ইউনিয়নঃ ৪৫৫০টি
][ গ্রামঃ ৮৭,৩৭২/৮৭,১৯১টি
][ প্রাথমিক বিদ্যালয়ঃ৬৩,৩৬৫টি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৪.৭০ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৪.৭০ শতাংশ |||

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।

এর মধ্যে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯১২ জন।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৮৯৯ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৭৩ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন।

Wednesday, 17 August 2016

বাংলাদেশের ঐতিহাসিক স্থান মহাস্থান গড় !!!!


বাংলাদেশের ঐতিহাসিক স্থান  মহাস্থান গড়

১. মহাস্থানগড় এবং প্রাচীন পূন্ডুবর্ধন নগরী যে একই কে সনাক্ত করেন – কানিংহাম
২. বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত – বগুড়া জেলার মহাস্থান গড়ে
সোমপুর বিহার
৩. সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত – নওগাঁ জেলার সোমপুর বিহারের ৩০০ গজ পূর্বদিকে
৪. পাহাড়পুর বৌদ্ধ বিহার আবিষ্কার করেন – হ্যামিল্টন বুকানন
ওয়ারি-বটেশ্বর
৫. ওয়ারি-বটেশ্বরের প্রত্নবশেষ কোন সময়কার – ৫০০ খ্রিস্টপূর্বাব্দ

বিভিন্ন বিষয়ের জনক !!!

বিভিন্ন বিষয়ের জনক¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

• বাংলা উপন্যাস-----বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
• বাংলা গদ্য সাহিত্য-----ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগর।
• ইংরেজী উপন্যাস-----হেনরি ফিল্ডিং।
• আধুনিক ইংরেজী কবিতা-----জিওফ্রে
চসার।
শিক্ষাঃ
• জ্যামিতি-----ইউক্লিড।
• বীজগণিত-----আল খাওয়ারজমি।
• রসায়নবিদ্যা-----জাবের ইবনে হাইয়ান।
• ভূগোল-----ইরাটস থেনিস।
• ইতিহাস-----হেরোডেটাস।

৩৫–এর চূড়ান্ত ফলে ২১৫৮ জনকে নিয়োগের সুপারিশ বিসিএসে এবার মেধায় নিয়োগ ৬৭ শতাংশ

৩৫–এর চূড়ান্ত ফলে ২১৫৮ জনকে নিয়োগের সুপারিশ

বিসিএসে এবার মেধায় নিয়োগ ৬৭ শতাংশ

শরিফুল হাসান | আপডেট:  | প্রিন্ট সংস্করণ
৩৫তম বিসিএসে প্রাধিকার কোটার চেয়ে মেধায় বেশি নিয়োগ পেয়েছে। এর পরিমাণ ৬৭ শতাংশ। এ ছাড়া এই বিসিএসে পুলিশ, চিকিৎসক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাডার পদে বিজ্ঞাপিত পদের চেয়ে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার প্রকাশিত ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। তবে এবারও মেধা ও প্রাধিকার কোটা আলাদা করা হয়নি। শ্রেণিগত বৈষম্য দূর করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পিএসসি।
১ হাজার ৮০৩টি পদের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হলেও গতকাল ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ

Saturday, 13 August 2016

৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি ———————- এই পোস্ট থেকে যে কোন চাকরির পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ।

৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি
  এই পোস্ট থেকে যে কোন চাকরির পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ।
.
=== প্রকৌশলী মুজিবুর রহমান রচিত “উচ্চমাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইটি যেকোন চাকুরির আইসিটি অংশের প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।বইটি থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
================
১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার

৮ উপায়ে সময়কে আরো বেশি কাজে লাগান !!!

৮ উপায়ে সময়কে আরো বেশি কাজে লাগান

ড্যানিয়েল কোলি
দিনটা আরেকটু বড় হলে ভাল হত, এমন চিন্তা কতবার করেছেন! জীবনে ব্যস্ততা বাড়লেও দিনের পরিধি তো আর বাড়ে না। আর তাই সময়ের সীমারেখা মেনেই কাজ করে যেতে হয়।
কাজেই বাড়তি সময়ের চিন্তা না করে, হাতে থাকা সময়টুকু কিভাবে আরো বেশি কাজে লাগানো যায় তা শিখে নিতে হবে।

Friday, 12 August 2016

ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন।।যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।।

ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন,যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।।


 বাঙালি জাতি সুবিধা প্রিয়।।
বাঙালিরা সুবিধাকে একটু বেশিই পছন্দ করে।।
আমিও তার ব্যতিক্রম নই।।এবার আসল কথায় আসি,,
,
ফেসবুক আমার দুঃখ ভুলার মেশিন।।যখনই মন খারাপ থাকে ফেসবুকে আসি।।
,
এই ফেসবুক চালানোর জন্য আমার সম্মানিত বাবার হাতে কত যে বকা খাই,,

» জীবনে দুঃখ কষ্ট না পেলে সুখের মর্ম বুঝা যায়না।

» জীবনে দুঃখ কষ্ট না পেলে সুখের মর্ম বুঝা যায়না।


» দুঃখ কষ্ট আছে বলেই সুখটাকে প্রকৃতভাবে অনুভব করা যায়।

» সাধনার পর কোনো কিছুর পাওয়ার মাঝেই প্রকৃত সুখ।

» দুঃখের তিক্ততা যে অনুভব করেছে, সে'ই সুখের প্রকৃত সাধ পেয়েছে।

» না চাইতেই পাওয়ার মাঝে কোনো সুখ নাই।

» নিজের সুখের জন্য যে অন্যকে দুঃখ দেয়, দুঃখ তার জীবনে আসে দ্বিগুন হয়ে।

» দুঃখ কষ্ট যে অনুভব করেনি, সুখের মধ্যেই যার বসবাস, প্রকৃত সুখ কাকে বলে সে কখনো অনুভব করতে পারেনা।

» দুঃখ কষ্টকে যে জয় করতে পারে, শত দুঃখের মাঝেও সে কখনো ভেঙ্গে পড়েনা।

» পাহাড় সমান দুঃখ যে বয়ে বেড়ায়, একটুখানি সুখেই সে তৃপ্ত হয়।

» মিষ্টির আগে যেমন তিতা ভাল, তেমনি সুখের আগে দুঃখ পাওয়া ভাল।

» যে যত দুঃখ-কষ্ট পেয়েছে, সে তত বাস্তবতাকে জানতে পেরেছে।

» দুঃখ আপনাকে বাস্তব শিক্ষা দেয়, আর সুখ আপনাকে কল্পনায় নিয়ে যায়।

আসলে সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। একটাকে ছাড়া অন্যটাকে অনুভব করতে পারবেননা। জীবনে সুখ পেতে চাইলে দুঃখটাকে মেনে নিতে হবে। সবকথার শেষ কথা সুখ-শান্তি দেবার মালিক তো আল্লাহ্।    

» মিথ্যাকে সাথে করে বহুদুর যাওয়া যায়, তবে হঠাৎ করে থেমে যায়। কিন্তু সত্যকে সাথে করে বহুদুর নয়, আজীবন চলা যায়|



» যারা মিথ্যাবাদি তারা খুব সহজে মিথ্যা বলে। আর যারা সত্যবাদি তারা কখনও মিথ্যা বলতে পারেনা|

» মিথ্যাকে সবাই ঘৃনা করে, এবং শুনতে পারেনা। আর সত্যকে সবাই ভালবাসে, তবে বলতে পারেনা|

» মিথ্যার সাধ অতি মিষ্টি হলেও তা ক্ষনিকের। কিন্তু সত্যের সাধ অল্প মিষ্টি হলেও তা আজীবনের|

» মিথ্যা প্রথমত মধুর লাগলেও পরে তা সারা জীবনের জন্য যন্ত্রনার হয়ে যায়, কিন্তু সত্য প্রথমত খারাব লাগলেও পরে তা সারা জীবনের জন্য সুখের হয়ে যায়|

» মিথ্যা বলতে সাহসের প্রয়োজন হয়না, কিন্তু সত্য বলতে বুকের মধ্যে প্রচুর সাহসের প্রয়োজন|

» মিথ্যার পরাজয় হবেই, আর সত্যের জয় নিশ্চিত|

» মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে দৃঢ় করে তুলে|

» মিথ্যার জয় হয় বার বার, কিন্তু সত্যের জয় হয় একবার|

» মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে আরো মিথ্যার প্রয়োজন হয়, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয় সত্যের মাধ্যমেই|

» মিথ্যার সাথে ভয় জড়িত থাকে, কিন্তু সত্যের কাছে ভয়'এর কোনো স্থান নেই|

» মিথ্যা চোখে চোখ রেখে বলা যায়না, কিন্তু সত্য চোখে চোখ রেখে সহজেই বলা যায়|

» মিথ্যা মনকে দুর্বল করে রাখে, আর সত্য মনকে সতেজ করে রাখে|
।।।
সব কথার শেষ কথা হচ্ছে মহান আল্লাহ্ তায়ালার কাছে মিথ্যার কোনো স্থান নাই। 

চলুন সবাই সত্যের পথে যাই।।                                          

চলন্ত গাড়িতে নিজের মুখেই গুলি! ভাইরাল ভিডিও

চলন্ত গাড়িতে নিজের মুখেই গুলি! ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক : চলন্ত গাড়িতে নিজের মুখে গুলি করেছেন ক্রাসপার নাইট নামের এক আমেরিকান তরুণ। এরকম ঘটনা এবারই প্রথম নয়, আরও কয়েকবার ঘটিয়েছেন তিনি। এরকম পাগালামির কারণে অনেকেই বলছেন ক্রাসপার নাইটকে রিহ্যাবে ভর্তি করা উচিত।
চলন্ত গাড়িতে নিজের মুখে গুলি করার এই দৃশ্যটি ভিডিও করেন পাশে থাকা ক্রাসপারের এক বন্ধু। গুলি করার পর কার্তুজও গিলে ফেলেন ক্রাসপার। গুলির ধাক্কায় তার একটি দাঁত ভেঙে যায় যা গিলে ফেলেছেন বলে ভিডিওতে দাবি করেন ক্রাসপার।
এর আগেও একাধিকবার মুখে গুলি করেছেন ক্রাসপার। একবার গুলি করার জেরে তাঁর মুখে একটা মাংসপেশীর নার্ভ নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও এই প্রাণঘাতী খেলা থেকে পিছু হটেননি ক্রাসপার। মৃত্যু ভয়কে জয় করাটাই যেন তার নেশা হয়ে দাঁড়িয়েছে।
তবে প্রশ্ন হলো জীবন-মৃত্যুর এই খেলায় প্রত্যেকবারই কী জিতবেন ক্রাসপার? তাছাড়া এর চাইতেও ভয়ঙ্কর ঘটনা যে ক্রাসপার ঘটাবে না তা নিয়েও নিশ্চিত কিছু বলা যায় না। তাই অচিরেই এই তরুণকে রিহ্যাবে ভর্তি করা দরকার বলেও অনেকে মনে করছেন।

রোজ ১টি আমলকীর সৌন্দর্য ও স্বাস্থ্য সম্পর্কিত ২০টি উপকারিতা !!!

রোজ ১টি আমলকীর সৌন্দর্য ও স্বাস্থ্য সম্পর্কিত ২০টি উপকারিতা !!!

 আমলকী হল আমাদের দেহের জন্য সবচাইতে উপকারি ভেষজের মাঝে একটি। এটি আপনি প্রতিদিনই খেতে পারেন এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বরং আছে দারুণ সব উপকার। প্রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে

Wednesday, 10 August 2016

যেকোন চাকুরীর পরীক্ষায় জাতিসংঘ সম্পর্কিত একটা প্রশ্ন প্রায় ই আসে। তাই BCS Shortcut এ আজ আপনাদের জন্য নিয়ে এলাম জাতিসংঘ (United Nations) সম্পর্কিত ৫০ টি প্রশ্ন ও উত্তর ।

যেকোন চাকুরীর পরীক্ষায় জাতিসংঘ সম্পর্কিত একটা প্রশ্ন প্রায় ই আসে। তাই BCS Shortcut এ আজ আপনাদের জন্য নিয়ে এলাম জাতিসংঘ (United Nations) সম্পর্কিত ৫০ টি প্রশ্ন ও উত্তর ।

 

 ১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?—
মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?—
মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?—

Tuesday, 9 August 2016

ভালোবাসা মানে দুটি আত্ম্যার মিলন, হাজারো কষ্টের মাঝে ভালো থাকার একটি আশা !!!

ভালোবাসা কি? 

ভালোবাসা মানে দুটি আত্ম্যার মিলন, হাজারো কষ্টের মাঝে ভালো থাকার একটি আশা !!!


একটি মেয়ে আপনাকে বার বার বলে যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আপনার পায়ে পড়ে কান্না করতেছে, তার মানে এই নয় যে সে আর কোন ছেলেকে পাবে না। আপনি তাকে বিয়ে না করলে তাকে এই পৃথিবীতে কেউ বিয়ে করবে না। মেয়েটি আপনাকে সত্যি মন থেকে ভালোবেসেছিলো, আপনাকে সুখে রাখতে চেয়েছিলো, কিন্তু কথায় আছে না কুকুরের পেটে কি ঘি হজম হয়, আপনার অবস্থা হয়েছে তার মত, নিজেকে খুব বেশি কিছু ভেবে নিয়েছেন যা মোটেও আপনি নন। অবহেলায় অপমানে তাকে দূরে সরিয়ে দিয়েছেন, এই ভেবে তার থেকে আরো সুন্দরী মেয়ে আপনার জীবনে আসবে আর তার থেকে অধিক ভালোবাসবে এই আশাতে। আপনি এখন প্রতারক হিসেবে গন্য হয়েছেন তার কাছে, এখন থেকে সে সব ছেলেদের কে প্রতারক মনে করবে ক'দিন পরে তার বিয়ে হয়ে গেলেও সে তার স্বামী কে অবিশ্বাস করবে শুধু মাত্র আপনার কারনে, তাহলে আমার প্রশ্ন ভালোবাসা কি ছিলো আপনার মনে তার জন্য নাকি প্রতারনা??

একটি ছেলে প্রতিদিন আপনার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনাকে দেখার জন্য, সমস্ত বন্ধুদের কাজে লাগিয়ে দিয়েছে, আপনি কোথায় যান, কার সাথে কথা বলেন, আপনার কোন সমস্যা হচ্ছে কিনা, কেউ আপনাকে বিরক্ত করছে কিনা? এগুলো জানার জন্য। সে প্রতিনিয়ত ভয়ে থাকে আপনাকে হারানোর, প্রতিনিয়ত ভয়ে থাকে আপনার যেন কিছু না হয়, নামাজ পরে আল্লাহ এর দরবারে মা বাবার পর যার দোয়া কামনা করে সেই মানুষটি একমাত্র আপনি। আর আপনি তাকে নিয়ে আপনার বন্ধু মহলে মশকরা করেন, যে ছেলেটা আপনার জন্য পাগল, আপনার জনন্য দাঁড়িয়ে থাকে এই করে সেই করে, আমি তাকে একটুও পাত্তা দেইনা, এগুলো অনেক হাসাহাসি চলে আপনার বন্ধু মহলে তাই না? কিছু বন্ধুদের পরামর্শে তার সাথে ভালোবাসার অভিনয়ে জরিয়ে গেলেন। যখনই তার থেকে ভালো কোন ছেলে, তার থেকে বড়লোক, তার থেকে দেখতে সুন্দর, তাকে ছেড়ে সেই ছেলের কাছে চলে গেলেন, তখন ছেলেটি আপনাকে ভুলে থাকার জন্য নেশা করে, খারাপ রাস্তায় নিজেকে শেষ করে দিতে চায়, তাহলে আমার প্রশ্ন ভালোবাসা কোথায়?? ছেলেটিও পৃথিবীর সমস্ত মেয়েকে খারাপ ভেবে নেয়, এমন কি তার ঘরের স্ত্রীকেও সে বিশ্বাস করতে পারেনা, এর জন্য কে দায়ী?

ছেলের হাবুডুবু প্রেমের কথায় মুগ্ধ হয়ে গেছেন তাই ছেলে আপনাকে বললো
০- বাবু চলো না আমরা রুমডেট করি?

আপনি প্রথমে রাজী হলেন না, তারপর আবার ছেলেটি বলতে লাগলো
০- তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না, আমাকে কি বিশ্বাস করো না, তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করবো তাহলে ভয় কিসের?

আপনি তার মিষ্টি কথায় ভালোবাসার প্রমান দিতে রুমডেট নামক একটি মিলনে আবদ্ধ হলেন, কিছুদিন পর সে আপনাকে ছেড়ে অন্য মেয়ের দেহ খুজে বেড়াচ্ছে। এখন আপনি তাকে লুচ্চা, লম্পট, হারামী না জানি আরো কত গালি দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যা হারিয়েছেন তা কি ফিরিয়ে আনতে পারবেন? যখন আপনি আপনার ইজ্জত ফিরিয়ে আনতে পারবেন না, তাহলে সেদিন কেন সেই মিষ্টি কথায় সব কিছু উজার করে দিয়েছিলেন সেদিন কি আপনি বলতে পারেন নি?
০- বাবু আমি আমার ভালোবাসার প্রমান দেওয়ার জন্য আমার সব কিছু তোমার কাছে সপে দিবো, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমান দিতে হবে।

যখন আপনি তার কাছে প্রমান চাইবেন সে এগুলোই বলবে
০- কি করতে হবে একবার বলে দেখ তোমার জন্য আমি মরতেও পারি। যা বলবে তাই করবো
তখন যদি আপনি বলতেন
০- না বাবু আমি তোমাকে মরতে দিবো না, তুমি আমার সাথে বেচে থাকবে এই জীবনে মরনে, বিয়ের আগে আমার সাথে রুমডেট করতে হলে তুমি তোমার পুরুষত্বের ক্ষমতা ধ্বংস করে দাও, তাহলেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে আমার মান সম্মান ইজ্জত, সব কিছু কুরবানী দিবো তুমি কি আমার জন্য তোমার পুরুষত্বের বলি দিতে পারবে না, কসম করে বলতেছি আমার এই দেহলীলা চাইনা শুধু তোমার ভালোবাসা চাই।

তখন আমিও দেখতাম সেই ছেলেটি আপনাকে কতটুকু ভালোবাসে, যে ভালোবেসে মরে যেতে পারে তার কাছে নিশ্চয় এই কাজটা করা কোন ব্যাপার না। আমিও ছেলে আমি জানি সে এটা করতে পারবে না, তবে আপনি মেয়ে হয়ে কেন আপনার সতীত্ব একজন কুলাঙ্গার পুরুষের হাতে তুলে দিবেন? আমার প্রশ্ন তার পুরুষত্বের থেকে কি আপনার ইজ্জতের মুল্য কম??

ভালোবাসা প্রমান করতে রুমডেট, সেক্স করার প্রয়োজন নেই, শুধু একটি শুদ্ধ মনের প্রয়োজন। ইতিহাস স্বাক্ষী, প্রেম করেছে হাজারো প্রেমিক, হাজারো প্রেমিকা, লাইলি মজনু, শিরি ফরহাদ, রজকিনী চণ্ডিদাস, আরো অনেকে, তারা কি ভালোবাসেনি, তাদের দুজনের মাঝে কি ভালোবাসার পরীক্ষা ছিলো না, তারা কি উত্তীর্ন হয়নি তাদের ভালোবাসাতে, এই পৃথিবী কি তাদের মনে রাখেনি তাদের ভালোবাসার কথা কে?

তবে কেন, আজ ভালোবাসার প্রতিদান দিতে সেক্স করতে হবে, রুমডেট করতে হবে??

একটি ছেলের জন্য যদি কোটি কোটি ছেলের নাম নষ্ট হয়, একটি মেয়ের জন্য যদি কোটি কোটি মেয়ের নাম নষ্ট হয়, তাহলে আমাদের ঊচিৎ সেই ছেলে আর সেই মেয়েকে ধরে গাছের সাথে বেধে পাথর ছুড়ে মেরে ফেলা উচিৎ, কিছু সংখ্যক মানুষের জন্য পুরো পৃথিবী খারাপ হতে পারেনা, তার থেকে ভালো ঐ খারাপ মানুষগুলোকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিৎ। তাহলে কোটি কোটি ছেলে মেয়ে এই অপবাদের বোঝা বইবে না।

ভালোবাসা মানে যৌনমিলন নয়। ভালোবাসা মানে রুমডেট নয়, ভালোবাসা মানে প্রতারনা নয়, ভালোবাসা মানে বিশ্বাসঘাতকতা নয়।

ভালোবাসা মানে দুটি আত্ম্যার মিলন, ভালোবাসা মানে সুখ নিয়ে আসার একটি রাস্তা, হাজারো কষ্টের মাঝে ভালো থাকার একটি আশা, ভালোবাসা মানে ভালোবাসার মানুষের জন্য তার সুখের জন্য আত্মত্যাগ করা, ভালোবাসা মানে ভালোবাসা দিয়ে পৃথিবীকে আগলিয়ে রাখা। ভালোবাসার জায়গায় অপবিত্রতা, প্রতারনা, বিশ্বাসঘাতকতার কোন জায়গা নেই, তবেই সেটা ভালোবাসা। ভালোবাসতে না পারলেও ভালোবাসা কে নিয়ে খেলতে যাবেন না।

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ !!!!

37th BCS Preliminary examination of Schedule.

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ

 

৩৭তম বিসিএস প্রিলি ৩০ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে।
রোজ শুক্র বার … সকাল ৯.৩০ মিনিট থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা হবে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে বিজ্ঞপ্তটি দেওয়া হল:

 

৩৬ বছর ছুটিবিহীন !

৩৬ বছর ছুটিবিহীন !

অবিশ্বাস্য হলেও সত্য যে, পুরো চাকরিজীবনই ছুটিবিহীন কাটিয়েছেন এক শিক্ষক। ৩৬ বছর ধরেই তিনি ছুটি না নিয়েই শিক্ষকতা করছেন। পরিবার-পরিজনকে সময় না দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ব্যস্ত থেকেছেন। আর তাই তিনি এলাকার মানুষের কাছে খ্যাত হয়ে উঠেছেন সর্বজন শ্রদ্ধেয় আদর্শ শিক্ষক হিসেবে।
গণিত-বিজ্ঞানের স্বনামধন্য এই শিক্ষকের নাম স্বপন কুমার চক্রবর্তী। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের

Monday, 8 August 2016

ইন্টারভিউয়ে ৬ টি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ উত্তর করবেন যেভাবে ?

ইন্টারভিউয়ে ৬ টি গুরুত্বপূর্ণ প্রশ্নঃ উত্তর করবেন যেভাবে ? 

ইন্টারভিউয়ে প্রাসঙ্গিক কথা বলতে পারাটা একটি শিল্প। একটি দক্ষতা। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে সহজেই বোর্ডকে খুশি করতে পারেন। ছিনিয়ে আনতে পারেন চাকরিটিকে! প্রায় সব ধরনের চাকরিতেই কিছু সাধারণ প্রশ্ন করা হয়। চলুন জেনে নেয়া যাক উত্তর কেমন হতে পারে-
১। নিজের সম্পর্কে বলুন
এই ধরনের প্রশ্ন করা হলে প্রায় সবাই ভেবে থাকেন হয়ত একান্তই নিজের সম্পর্কে বলতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে কিন্তু শুধু জিজ্ঞেস করা হয়নি পছন্দের ফুটবল দল কোনটি। কিংবা অবসরে কি করেন? বরং চাকরির সাথে সম্পর্কিত তথ্য

বাংলাদেশে ৩৮টি অসম্ভব সুন্দর জায়গা! আপনার বিশ্বাস হবেনা এরকম সুন্দর স্থান বাংলাদেশেও আছে !

বাংলাদেশে ৩৮টি অসম্ভব সুন্দর জায়গা! আপনার বিশ্বাস হবেনা এরকম সুন্দর স্থান বাংলাদেশেও আছে !

বাংলাদেশে ৩৮টি অসম্ভব সুন্দর জায়গা! আপনার বিশ্বাস হবেনা এরকম সুন্দর স্থান বাংলাদেশেও আছে!

Rangamati
বাংলাদেশে ৩৮টি অসম্ভব সুন্দর জায়গা!: অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের

আইসিটি শিক্ষক হিসেবে আবেদন করতে পারবে ৬ মাসের কোর্সধারীরাও !!!

আইসিটি শিক্ষক হিসেবে আবেদন করতে পারবে ৬ মাসের কোর্সধারীরাও !!!

 সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাসের কম্পিউটার কোর্সধারীদের কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার

Friday, 5 August 2016

লক্ষণগুলো জানিয়ে দেবে ৩০ দিনের মাঝেই হার্ট অ্যাটাকের ঝুঁকি !!!

 
লক্ষণগুলো জানিয়ে দেবে ৩০ দিনের মাঝেই হার্ট অ্যাটাকের ঝুঁকি !!

হার্ট অ্যাটাক কেবল পুরুষদের রোগ, যা একান্তই ভুল ধারণা। নারী ও পুরুষ উভয়েই এই রোগের ঝুঁকিতে বসবাস করেন। তবে হার্ট অ্যাটাকের লক্ষণ নারী ও পুরুষে ভিন্ন ভিন্ন। নারীদের ক্ষেত্রে এমনকি ১ মাস আগে থেকেই দেখে যেতে শুরু করে ভয়াল হার্ট অ্যাটাকের লক্ষণ। যদি এই লক্ষণগুলো দেখা যেতে থাকে আপনার মাঝে, দেরি না করে অবিলম্বে ডাক্তারের

যেভাবে পড়লে ব্যাংকে আপনার চাকরি হবেই !

যেভাবে পড়লে ব্যাংকে আপনার চাকরি হবেই !

সোনালী, অগ্রণী, জনতা ব্যাংকসহ অনেক বড় সার্কুলার হয়েছে। আপনি এ বছরে অনেক পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। তাই এখনই সময়,নিজেকে প্রস্তুত করুন। নিজের তথা পরিবারের স্বপ্ন পূরন করুন।এবার মূল কথায় আসি- ব্যাংকের নিয়োগ পরীক্ষা সাধারণত তিন ধাপে হয়।প্রিলিমিনারি অর্থাৎ MCQ, লিখিত ওভাইভা।চাকরি পাওয়াটা লিখিত আর ভাইবার

জিয়া ও তামিমের সম্ভাব্য চেহারা প্রকাশ করেছে পুলিশ !!

জিয়া ও তামিমের সম্ভাব্য চেহারা প্রকাশ করেছে পুলিশ !!!

ঢাকা: গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানা মাস্টার মাইন্ড হিসেবে দু’জনকে শনাক্ত করেছে পুলিশ। এরা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের সম্বন্বয়ক ও চাকরিচ্যুত মেজর সৈয়দ মো. জিয়াউল হক এবং জেএমবির নব্যগঠিত শাখার নেতৃত্বে থাকা তামিম চৌধুরী। 
এদের ধরিয়ে দিতে ২০ লাখ করে মোট ৪০ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তবে মেজর জিয়া ও তামিম চৌধুরী

জনপ্রিয় ৮ যৌনপল্লীর ভেতরের খবর!

জনপ্রিয় ৮ যৌনপল্লীর ভেতরের খবর!

file (6)ডেস্ক : ভারতের একাধিক যৌনপল্লিগুলিতে বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন পাচার-বিরোধী আন্দোলন। খোদ যৌনকর্মীই এগিয়ে এসেছেন এই কাজে। তবু পাচারের অভিশাপ সমূলে উপড়ে ফেলতে এখনও হয়তো অনেকটা রাস্তা যেতে হবে বলে মনে করছে নারীপাচার নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকি, সরকারের তরফেও বিভিন্ন কর্মসূচি নিলেও তা অনেকক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ে। পুলিশের কড়া নজরদারী থাকলেও তা অনেক সময়ই ফাঁক থেকে যায়। আর আইন থাকলেও আইনের ফাঁকফোঁকরও তেমনই রয়েছে। তাতে অনেক সময়ই পার পেয়ে যান পাচারকারীরা। ফলে আইনের বেড়াজাল উপেক্ষা করেই চলে নারী পাচার। একনজরে দেখে নেওয়া যাক, দেশের সেই ৮টি যৌনপল্লি যেখানে নারীপাচারের অভিযোগ সবথেকে বেশি ওঠে।
2১. সোনাগাছি, কলকাতা — প্রথমেই উত্তর কলকাতার এই যৌনপল্লির নাম আসে। তবে এখানে কিন্তু সচেতনতাবৃদ্ধির কাজ রীতিমতো দ্রুতগতিতে এগোচ্ছে। যৌনকর্মীদের নিজস্ব সংগঠন দুর্বার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন যৌনকর্মীরাও। কিন্তু তা সত্যেও মাঝেমধ্যেই এই যৌনপল্লী থেকে বিভিন্ন নারী পাচারের অভিযোগ ওঠে। যদিও খবর পাওয়া মাত্র কড়া ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ।
২. কামাথিপুরা, মুম্বই — সোনাগাছির পরেই ভারতের দ্বিতীয় বড় যৌনপল্লি এটি। তবে হালফিলে বিড়ি শিল্পের মতো একাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নেওয়া হয়েছে এই এলাকায়। ১৯৮০-র দশকে দাউদ ইব্রাহিম এবং হাজি মস্তানকে এই এলাকায় দেখা যেত প্রায়শই।
7
৩. বুধওয়ার পেট, পুণে — ভারতের তৃতীয় বৃহৎ যৌনপল্লি। কিন্তু আজকাল ইলেকট্রনিক্স পণ্য এবং বইয়ের ব্যবসা শুরু হয়েছে এখানে। যৌনকর্মীরা ক্রমশ এই সব ব্যবসায় চলে আসছেন।
4
৪. মিরগঞ্জ, এলাহাবাদ— এই যৌনপল্লি একসময়ে নারীপাচারের জন্য কুখ্যাত ছিল। কিন্তু ক্রমশ সেই সংখ্যা হ্রাস পাচ্ছে।
8
৫. জি বি রোড, দিল্লি— রাস্তার পাশে দোতলা বা তিনতলা বাড়ি। নীচে গাড়ির যন্ত্রাংশের ব্যবসা, উপরে ‘কোঠা’। ভারতে এ এক আজব সংমিশ্রণ। তবে বলা হচ্ছে, নীচের ব্যবসার রমরমা দেখে আজকাল অনেকেই দেহব্যবসা ছেড়ে হরেক কিসিমের ব্যবসায় এগিয়ে আসছেন।
3
৬. চতুর্ভুজস্থান, মুজফ্ফরপুর— এখানে দেহব্যবসার পাশাপাশি এখনও মুজরার আসর বসে। শুধুমাত্র বাইজির গান শুনতে এখানে এখনও অনেকে আসেন।
6
৭. ইটওয়ারি, নাগপুর— ভারতের সম্ভবত সবথেকে উপদ্রুত যৌনপল্লি। এখানে অপরাধের মাত্রা কিন্তু প্রশাসনের কাছে দুশ্চিন্তার বিষয়।
5
৮. শিবদাসপুর, বারাণসী— প্রাচীন শহর, যৌনপল্লিও প্রাচীন। ফেলে আসা দিনের রমরমা এখন আর নেই। পেশা ছেড়ে অন্য কাজে ক্রমশ যুক্ত হচ্ছেন এখানকার মহিলারা। শিবদাসপুরই হয়তো বাকিদের পথ দেখাতে পারে।

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মিত হচ্ছে সৌদি আরবে ( ১ কি মি উঁচু)!

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মিত হচ্ছে সৌদি আরবে ( ১ কি মি উঁচু)!

 

বিশ্বের সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল দালান বানানোতে এখন পর্যন্ত এগিয়ে আছে দুবাই। কিন্তু খুব শিগগিরি প্রতিবেশী দেশ সৌদি আরব পাল্লায়

ফুলকপি একটি সুস্বাদু সবজি,ক্যানসার সহ প্রায় অর্ধশতাধিক রোগের মহৌষধ ।

ফুলকপি একটি সুস্বাদু সবজি,ক্যানসার সহ প্রায় অর্ধশতাধিক রোগের মহৌষধ ।

জেনে নিন আমাদের খুব পরিচিত একটি সবজি, ফুলকপি পুষ্টিসমৃদ্ধ সবজি। এই পাতার উপরিভাগে ক্যানসার নিরোধক উপাদান পেয়েছেন বলে একদল বিজ্ঞানী জানিয়েছেন।
বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেক কমাতে হলে সপ্তাহে প্রায় এক কেজি ফুলকপি এবং সমজাতীয় শাকসবজি খেতে হবে। ফুলকপির কচি পাতা সপ্তাহে প্রায় ৩০ গ্রাম পরিমাণে খেলে ওই ক্যানসারের

পড়ুন যে প্রধান ৬টি কারণে মানুষের কিডনিতে পাথর হয় !!

পড়ুন যে প্রধান ৬টি কারণে মানুষের কিডনিতে পাথর হয় !

কিডনিতে পাথর সমস্যা অনকেরই হয়ে থাকে। ইদানিং প্রায়ই দেখা যায় অনেক মানুষ কিডনিতে পাথর জনিত সমস্য নিয়ে ডাক্তারের (doctor) কাছে আসছে। কিডনি হচ্ছে আমাদের দেহের রক্ত পরিশোধনের অঙ্গ। আমরা যেসব খাবার (food) খেয়ে থাকি তার পুষ্টি সরাসরি আমাদের দেহে ছড়ায় না।
বরং খাবার গ্রহনের পর তার একটি অংশ কিডনি থেকে রক্তে যায় এবং রক্তের মাধ্যমে পুরো দেহে সঞ্চালিত হয়। এছাড়াও

সিদ্ধান্ত বদলে আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি !

সিদ্ধান্ত বদলে আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি  !!!

 দায়িত্ব নিয়েছেন মাত্র দিন চারেক হয়েছে। সামনেই আবার বিশ্বকাপের বাছাইপর্ব। অথচ আর্জেন্টিনা

গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার জাদুকরী উপায় !

গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার জাদুকরী উপায় !


প্রচণ্ড গরমের কারণে বর্তমান সময়ে আমাদের শরীর থেকে অনেক বেশি ঘাম নির্গত হয়। সাথে সাথে অনেক বিষাক্ত পদার্থ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আমাদের শরীরের যে সকল স্থান থেকে ঘাম বেশি নির্গত হয় সে সকল স্থান খুব সহজে কালো হয়ে যায়। ঘাড়ও তেমনি একটি স্থান।
অনেকের ঘাড় খুব কালো দেখা যায়। এতে তাদের সৌন্দর্যে ভাটা পরে। তবে আপনি ঘরোয়া উপায়ে খুব সহজে এই সমস্যা