advertisement

adverisement

your javascript ads here

Saturday, 30 July 2016

ডাস্টবিনের ময়লা খাওয়া সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন ডিসি !!!


69309

ডাস্টবিনের ময়লা খাওয়া সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন ডিসি !!!

মুন্সিগঞ্জে ডাস্টবিনের ময়লা খেয়ে বেঁচে থাকা বৃদ্ধ বারেক মিয়ার (৯১) দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
তিনি জেলা প্রশাসক সম্মেলন এবং ইনোভেশন সামিটে অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থান করায় শনিবার তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদকে টেলিফোনে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

সেই সঙ্গে বৃদ্ধকে খুঁজে বের করে তার চিকিৎসাসহ সব ধরনের দায়িত্বভার নেয়ার ঘোষণা দেন।
জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক বারেক মিয়াকে খুঁজে হাসপাতালের বেডে রেখে দুধ ও জুস খাওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন। একই সঙ্গে হাসপাতালের ডিউটিরত ডাক্তারকে তার সুচিকিৎসা প্রদানের অনুরোধ করেন।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধের চিকিৎসা এবং পুনর্বাসনসহ সব ধরনের দায়িত্বভার বহন করার আশ্বাস দেন হারুন-অর-রশিদ।
প্রসঙ্গত, ডাস্টবিনের ময়লা খাবার খেয়ে বেঁচে আছেন বারেক মিয়া নামে এক বৃদ্ধ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে।

0 comments:

Post a Comment