প্রতিটা মেয়ের জীবনেই একজন ছেলে থাকে আর প্রতিটা ছেলের জীবনেই একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায়, !!!!
প্রতিটা মেয়ের জীবনেইএকজন ছেলে থাকে,
যাকে সে মন
থেকে কখনোই
ভুলতে পারে না ।
আর প্রতিটা ছেলের জীবনেই একজন
মেয়ে থাকে,
যাকে সে মন থেকে চায়,
কিন্তু , কখনোই পায় না ।কখনো বলবো না,, তুই কেন চলে যাচ্ছিস?
এই প্রশ্ন টা তোকে করার কোন ক্ষমতা
আমার নেই,
.
তবে খোদার কাছে একটাই প্রার্থনা
যতদূরে যাস
যার কাছেই যাস,, সবসময় যেন তোর দুষ্টুমি
ভরা মুখটা হাসিখুশি থাকে,
.
হয়তো আর আছি কিছু দিন তোদের এই
পৃথীবিতে,
তারপর হয়তো হাজার তারার কোন
এককোনে গিয়ে হাজির হবো,
.
হয়তো সেদিন একটু মনে পরবে, আমাই,
আমার সাথে কাটানো দিনগুলি,
কান্না করবি কিছুটা হয়তো সেটা
ক্ষনিকের জন্য,
.
জানিস আমি সত্যি চাইনি তোকে
ছেড়ে যেতে, কিন্তু হঠাৎ এভাবে কি হয়ে
যাবে ভাবতে পারিনি,
.
জানি তুই অনেক চেষ্টা করেছিলি
আমার জন্য ,, হয়তো ওপর ওয়ালাই চাইনি
আমি থাকি তোর হয়ে,,, জানিস তাতে
আমার একটু ও দুঃখ নেই,,
,
.
তোর মত একজন ভালো বাসার মানুষ
পেয়েছিলাম এর চেয়ে বেশি কি লাগে
আর!!
.
আমি তোর ভালোবাসায় এতটা মগ্ন
ছিলাম যে কখনো বলতে পারিনি, আমি
'""( ব্লাড ক্যান্সার "") এ আক্রান্ত।
.
জানি ক্ষমা চাইলে ও কখনো এর
প্রতিদান দিতে পারবো না,
.
তবু ক্ষমা করিস,,, জানি কথা গুলা বলার
সময় যদি তোর সামনে থাকতাম,,, কষে দু
একটা বসিয়ে দিতি ,
.
আমি যখন তোকে মিথ্যা বলে চলে
আসছিলাম,,, জানিস তখন হাতে বেশি
দিন ছিল না, আর আমি তোকে নিজের
মুখে এই কথাটা বলতে পারতাম না,
.
আমি চেয়েছি তোর কাছ থেকে
লুকানোর,, কিন্তু পারলাম না,
,
আমি যে রির্পোট টা ভুলে ফেলে
এসেছি মেসে।
.
জানি তুই রির্পোট টা দেখার পর অনেক
টা কেদেছিস যার জন্য ১০০ তে ১০০% ই
দায়ী আমি,,
.
তবু থেমে থাকেনি তোর ভালোবাসা,,
তুই ছুটে চলেছিস আমার উদ্দেশ্য,
.
গ্রামের বাড়ি এসে যখন আমাকে জড়িয়ে
কাদতে লাগলি,, জানিস মনে হলো তুর
হাতত ধরে সারাজীবন টা পার করিয়ে
দি,
.
জানি তোর অনেক টাকা তুই আমাকে
চিকিৎসার জন্য বাইরের দেশে
পাটিয়েছিলি,,,
.
কিন্তু তোর এত টাকা খরচ হওয়ার পর ও
আমি মৃত্যু থেকে কয়েক দিন ধুরে,,
.
কারন আমি জানতাম এই যাএায় আমার
আর বেচে ফিরা হবে না,,,,
.
জানিস তুই যখন এস্কাইপি তে ভিডিও কল
দিয়েছিস,, তখন তোর হাসিমাখা মুখটা
দেখে আমার অসুখের কথা তোকে বলতে
মন চাইছিলো না,,,,
.
না চাওয়ার সত্যে ও তোকে মিথ্যা
বলেছিলাম, বলেছিলাম আমি ভালো
হয়ে যাবো,, আর কিছু দিন পর আমিও
এসে একসাথে আড্ডা দিব দুজন,
......
কিছু দিন পর
.
আজ ছেলেটার ফিরার কথা, মেয়েটা ও
খুব আগ্রহি নিয়ে আসে থাকে সুস্থ
অবস্থায় দেখবে বলে,,,
.
কিন্তু ছেলেটা আসলো ঠিকি তবে
স্বাভাবিক ভাবে না,, লাসের বাক্স
করে ,
.
মেয়েটা পুরো লোহা হয়ে আছে,,, জোরে
জোরে নিঃস্বাশ নিচ্ছে, ছেলেটার
কাছে গিয়ে বসে অনেকটা কান্না কাটি
করেছে,,
.
ছেলেটাকে যখন বাক্স থেকে উঠানো
হল তখন একটা চিটি পরে ছিল।
.
মেয়েটা চিটি হাতে নিয়ে দেখছে সব
ছেলেটার লেখা....
---- লেখা গুলা ছিল এরকম ই.
---- এই নিরা, যা হয়ছে হয়ছে , একদম
কান্না কাটি করবা না।
----- আমি না হয় নাই থাকলাম, তবে
পড়াশুনা ভালে করে করবা,,
---- আর খাওয়া দাওয়া ঠিক মত করবা।
----- আর ঠিক মত একটা ছেলে পেলে
বিয়ে টাও সেরে নিও,,
---- আরে,,,, আমার কথা বাদ দাও,, আমি
ভালো আছি, থাকবো ,
----- শোন,, একদম আমার কথা মনে করবা
না,, ভুলে যাবে সব কেমন?
...
এসব লেখা গুলি ছিলই ছেলেটার
চিটিতে,,, হয়তো সব টাই উপদেশ
দিয়েছে, মেয়েটা কান্নার হাজারো
ফোটায় চিটি কানা ভিজে তছনছ হয়ে
গেল,, মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাদতে
লাগলো ,,
.
0 comments:
Post a Comment