ভিলেজে ঢুকতেই হাতে ধরানো হল প্যাকেট ভর্তি কন্ডোম !
প্রসঙ্গত, সুরক্ষিত সেক্সের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে অলিম্পিক কমিটি। জানা গেছে প্রতি অ্যাথলিটের হাতে ৪২টি করে কন্ডোমের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। আসন্ন অলিম্পিকে বেশ কয়েকটি দুশ্চিন্তা মাথা চাড়া দিয়ে উঠেছে। তারমধ্যে একদিকে যেমন রয়েছে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক, অন্যদিকে রয়েছে জ়িকা ভাইরাসের ভয়। কিন্তু, এই সবকিছু ছাপিয়ে গেল অসুরক্ষিত যৌন সংক্রমনের আতঙ্ক।
জানা গেছে, ১০,৫০০ জন প্রতিযোগী এই অলিম্পিকে অংশগ্রহণ করছেন। তাঁদের জন্য মোট ৪,৫০,০০০ কন্ডোম নিয়ে আসা হয়েছে। এরমধ্যে ৩,৫০,০০০ রয়েছে পুরুষ কন্ডোম এবং বাকি এক লাখ মহিলা কন্ডোম। এছাড়া ১,৭৫,০০০ প্যাকেট লুব্রিক্যান্টোর অর্ডার দেওয়া হয়েছে। ১৭ দিন ধরে এই প্রতিযোগিতা চলবে। হিসেব বলছে, প্রতিদিন ২-৩টে কন্ডোম প্রতিযোগীরা ব্যবহার করতে পারবেন। অন্যান্য বছরের তুনায় এই বছরই সবথেকে বেশি কন্ডোমের অর্ডার দেওয়া হয়েছে। লন্ডন অলিম্পিকে যেখানে ১,৫০,০০০ কন্ডোমের অর্ডার দেওয়া হয়েছিল, এবার তা তিনগুণ বাড়ানো হয়েছে।
মার্কিন শুটার জোস লাকাটোস জানিয়েছেন, “২০০০ সালে সিডনি অলিম্পিকের মতো নোংরা অলিম্পিক আমি সারা জীবনে দেখিনি। অলিম্পিক ভিলেজে আমাদের অ্যাপার্টমেন্টটা একটা বেশ্যালয় হয়ে উঠেছিল।” অন্যদিকে মার্কিন মহিলা ফুটবল গোলরক্ষক হোপ সোলো জানিয়েছেন, “২০০৮ সালে বেজিং অলিম্পিকে প্রকাশ্যে দিনোর আলোতেই যৌন সম্পর্ক স্থাপন করা হত। সকলের চোখের সামনেই মাঠের নোংরা ঘাসের মধ্যে এইসব কাজকর্ম চলত।”
0 comments:
Post a Comment