advertisement

adverisement

your javascript ads here

Thursday, 28 July 2016

ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে পাঁচ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু !!!

ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে পাঁচ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু !

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধিঃ ট্রাকের সামনের চাকা বাষ্ট হয়ে ঝিনাইদহে ৫ কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা  জেলার জীবননগর-কালীগঞ্জ সড়কের কাটাখালী ব্রীজের পাশে সবজী বোঝায় ট্রাকের সামনের চাকার টায়ার বাষ্ট হয়ে গেলে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
সে সময় ট্রাকের উপর থাকা ব্যবসায়ীরা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থালেই ৫ জন নিহত হয়। নিহতরা হলো চুয়াডাঙ্গা
জেলার জীবননগর উপজেলার উথলী বাজার পাড়ার মোহন আলী ছেলে লিটন ( ৩২), একই উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মুনজিত (৪৫), দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে হাসেম, একই এলাকার নিয়ামতের ছেলে মোস্তফা (৪৫) ও মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের নজর আলী ছেলে মঈনুদ্দীন (৫০)।
এ সময় আরো ২ জন আহত হয়েছে বলে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। আহতরা হচ্ছে দর্শনার ছদু ম-লের ছেলে সাত্তার (৬৫), সেনেরহুদা গ্রামের খোকন আলীর ছেলে লিটন (২৬)। আহতদের মধ্যে লিটন প্রাথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চলে গেছেন। বর্তমানে সাত্তার নামের এক আহত ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী বাজার থেকে একটি ট্রাকে ( ঢাকা মেট্রো ভ১৪-২৬৬৮) কচু ও মিষ্টি কুমড়া ভর্তি করে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে মহেশপুরের কাটাখালী ব্রীজের পাশে এসে ট্রাকটি উল্টে যায়। সেসময় ট্রাকের উপর থাকা ৫ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল মহেশপুর উপজেলার মধ্যে হলেও কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্স নিকটে হওয়ায় হতা-হতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার প্রদীপ কুমার ম-ল জানান, ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট ২ ঘন্টা ৪০ মিনিট অভিযান চালিয়ে উদ্ধার কাজ চালানো হয়েছে। দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়।
দুর্ঘটনার খরব পেয়ে শত শত সাধারণ মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে ভীড় জমায়। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রাসদ পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0 comments:

Post a Comment