advertisement

adverisement

your javascript ads here

Friday, 29 July 2016

সূচনায় তুমি ব্যাখ্যায় তুমি,উপসংখ্যায় তুমি।

সূচনায় তুমি ব্যাখ্যায় ,তুমি,উপসংখ্যায় তুমি।


তোমাকে ঠিক কি বলা যায় বুঝতে পারছি
না,কোন উপমায় তোমায় ডাকবো, কোন
নীলিমায় তোমায় রাখবো,,,,,,,,,,,,,,,
*তুমি যদি মেঘ হতে তবে তোমায় ইচ্ছে মত
বকা দিতাম আর বলতাম এত বৃষ্টি ঝড়াও কেন
কারন মেঘতো আমার পছন্দ না
*তুমি যদি নীল আকাশ হতে তবে তোমায়
প্রচন্ড মিস করতাম আর বলতাম এত বিশালতা
কেন তোমার অস্তিত্ব কারন নীল আকাশের
কাছে আমি ক্ষুদ্র (অস্তিত্বহীন)


*তুমি যদি ভোরের শীতল শিঁশির হতে তবে
তোমায় বার বার বাঁশির সুঁরে ডাকতাম আর
বলতাম তোমার অনন্তপ্রেম এত কম কেন,
কারন শিঁশির তো শুধু সকালের
*তুমি যদি রুপকথার কল্পনা হতে তবে তোমায়
কল্পনায় ভাবতাম আর বলতাম তুমি কাল্পনিক
কেন বাস্তবে কেন নয় কারন রুপকথা শুধু
কল্পনার
*তুমি যদি বর্ষার বৃষ্টি হতে তবে তোমায়
জড়িয়ে বৃষ্টিতে চুমু খেতাম আর বলতাম বৃষ্টি
কেন বারমাসিক নয় কারন বার মাসেই তবে
চুমু পেতাম
*তুমি যদি পূর্নিমার চাঁদ হতে তবে তোমার
আলোয় সিগ্ধ হতাম আর বলতাম আমি আজ
আলোকিত কারন অন্ধ্যকারকে বড় ভয় পাই

*তুমি যদি শীতের উষ্ণ ঠান্ডা হতে তবে
তোমায় জড়িয়ে গরম হতাম আর বলতাম উষ্ণতা
আমার পছন্দ কারন উষ্ণতায় তোমার ছোঁয়া
পেতাম
.
তবে তোমাকে স্পেশালি মায়াবতী নামে
ডাকতে ইচ্ছে হয়।মায়াবতী মানেই তো
তোমার প্রতি আমার মায়াবদ্ধতা।তুমি অদ্ভুদ
এক মায়ার প্রজাপতি, যার সব কিছুতেই মায়া
শব্দটি আবদ্ধ।তুমি প্রজাপতির মত করেই
তোমার সমস্ত ভালবাসার মায়া ছড়িয়ে
দিয়েছো আমার জগতে, আর সেই মায়ায় আমি
পুরো আবদ্ধ হয়ে গেছি।
.
এখন কল্পনা থেকে বাস্তবতায় সবটুকু জুড়েই
তোমার বসবাস।সূচনায় তুমি ব্যাখ্যায়
তুমি,উপসংখ্যায় তুমি।

0 comments:

Post a Comment