advertisement

adverisement

your javascript ads here

Saturday, 30 July 2016

ইউজিসির সঙ্গে ১৯ বিশ্ববিদ্যালয়ের চুক্তি !!!

ইউজিসির সঙ্গে ১৯ বিশ্ববিদ্যালয়ের চুক্তি !!!


9 

কাগজ অনলাইন ডেস্ক: দেশের উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ইউজিসি অডিটরিয়ামে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।







ইউজিসি সচিব ড. মো. খালেদ ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিডিরেন প্রথম পর্যায়ে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের জন্য ৫২ কোটি টাকা বরাদ্দ করেছিল।
সংশোধিত চুক্তিতে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক বাস্তবায়নের জন্য তা বাড়িয়ে ৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েল পক্ষে চুক্তি সই হয়।
ইউজিসি সদস্য ড. মো. আখতার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাস নেটওয়ার্কের জন্য ব্যবহৃত সুবিধাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। ক্যাম্পাস নেটওয়ার্ক বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিডিরেনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
ইউজিসি, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প এবং বিডিরেন-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment