advertisement

adverisement

your javascript ads here

Thursday, 28 July 2016

পরনে কালো পাঞ্জাবি, মাথায় লাল-সাদা পাগড়ি, হাতে অস্ত্র আর পেছনে ঝুলছে জঙ্গি সংগঠন আইএসের আদলে তৈরি কালো পতাকা।

সমকাল প্রতিবেদক
পরনে কালো পাঞ্জাবি, মাথায় লাল-সাদা পাগড়ি, হাতে অস্ত্র আর পেছনে ঝুলছে জঙ্গি সংগঠন আইএসের আদলে তৈরি কালো পতাকা।
 
ওরা অস্ত্র হাতে ছবিও তুলে রেখেছিল 
রাজধানীর কল্যাণপুরের নিহত ৯ জঙ্গির এমন কিছু ছবি পাওয়া গেছে। গোয়েন্দাদের ধারণা— কল্যাণপুরের আস্তানায় পুলিশের অভিযানের আগে কোনও একদিন ছবিগুলো তোলা হয়েছিল।
 
ছবিতে দেখা যায়— কেউ একা, তিনজন বা ছয়জন বিভিন্ন ভঙিতে হাসিমুখে দাঁড়িয়ে আছে।
 
অভিযানে অংশ নেওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা সমকালকে বলেন, কল্যাণপুরের ঘটনাস্থল থেকে পেনড্রাইভ, মোবাইল ফোন ও ল্যাপটপের মতো কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়। সেগুলো থেকে জঙ্গিদের এসব ছবি পাওয়া গেছে।
 
তিনি বলেন, আইএসের প্রকাশ করা বিভিন্ন ছবিতে জঙ্গিদের যেমন পোশাক ও ভঙ্গি থাকে, এসব ছবিতেও তেমনই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে— গুলশানের হলি আর্টিসান বেকারির মতো বড় কোনো হামলার পর এসব ছবি প্রকাশ করা হত।
 
এর আগে গুলশানে হামলার পর অস্ত্র হাতে পাঁচ জঙ্গির একই ধরণের কালো পোশাক পরা ছবি প্রকাশ করেছিল জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'সাইট ইন্টেলিজেন্স'।
 
ওরা অস্ত্র হাতে ছবিও তুলে রেখেছিলএকটি ছবিতে কালো পাঞ্জাবি ও পাগড়ি পড়া তিন জঙ্গি আইএসের আদলে তৈরি জানালায় কালো পতাকা টাঙিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। একজনের হাতে দা জাতীয় একটি ধারালো অস্ত্র। পুলিশ ঘটনাস্থল থেকে এমন অস্ত্র উদ্ধার করেছে। অপর দু'জনের হাতে দুটি ছুরি। তারা নিজেদের অস্ত্র উঁচিয়ে আছে। পাশাপাশি একজন তার ডান হাতের একটি আঙ্গুল উঁচু করে রেখেছে। গণমাধ্যমে প্রকাশিত আইএসের বিভিন্ন ছবিতে জঙ্গিদের এমন ভঙিতে থাকতে দেখা যায়।
 
একই জায়গায় তোলা পাঁচজনের আরেকটি ছবিতে দেখা যায়, তিনজন দাঁড়িয়ে ও দুজন বসার ভঙিতে রয়েছে। এদের মধ্যে দুজনের হাতে ছুরি, একজনের হাতে তরবারি ও একজনের হাতে একটি আগ্নেয়াস্ত্র। এমন আগ্নেয়াস্ত্রও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ধরে থাকা জঙ্গির কাঁধে রয়েছে ব্যাকপ্যাক। নিহতদের যে ছবি পুলিশ প্রকাশ করেছিল, তাতে একইরকম ব্যাকপ্যাক দেখা গেছে একজনের কাঁধে।
 
একটি একক ছবিতে দাঁড়িয়ে থাকা জঙ্গির ডান হাতেও আগ্নেয়াস্ত্র ও বাম হাতে ছুরি দেখা যায়। ছয়জনের একটি দলবদ্ধ ছবিতেও সবার হাতে ছিল অস্ত্র। ছবিগুলো রাতে তোলা হয় বলে ধারণা করা হচ্ছে।
 
ওরা অস্ত্র হাতে ছবিও তুলে রেখেছিলআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, ছবি দেখে এটা স্পষ্ট যে, নিহত জঙ্গিরা বড় রকমের নাশকতা ঘটানোর পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছিল। তারা মূলত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা'তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য হলেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের আদর্শের অনুসারী। এ কারণে তারা ছবিতে আইএস সদস্যদের আদলে তৈরি কালো পাঞ্জাবি ও একই রকম পতাকা ব্যবহার করেছিল।
 
প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতের পর কল্যাণপুরের 'জাহাজ বিল্ডিংয়ে' জঙ্গিবিরোধী অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
অভিযানের শুরুতে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ভবনে ঢোকার চেষ্টা করলে পাঁচ তলার আস্তানা থেকে কয়েকজন জঙ্গি নেমে এসে 'আল্লাহু আকবার' ধ্বনি দিয়ে গুলি ছুড়তে শুরু করে বলে জানায় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
এরপর সোয়াট বাহিনীর নেতৃত্বে মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে এক ঘণ্টা ধরে চলে 'অপারেশন স্টর্ম-২৬' নামের মূল অভিযান। অভিযানের পর ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার হয়।

0 comments:

Post a Comment