মৃত্যুর পর ভিক্ষুকের ঘর খুঁড়ে শতাধিক টাকার থলে !!!
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তরপাড়ায় হনুফার ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা গর্ত থেকে এসব টাকা ও শাড়ি
উদ্ধার করা হয়। এ ছাড়া ওই ঘরে ধান-চালে ভরা বস্তাসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়।
হনুফা বেগমের বাড়ি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পাটোওয়ারী বাড়িতে।
স্থানীয় লোকজন জানায়, হনুফা সহজ-সরল হওয়ায় বিয়ের কয়েক মাস পর স্বামী তাকে বাবার বাড়ি রেখে চলে যায়। মা-বাবার মৃত্যুর পর হনুফার আশ্রয় হয় উত্তরপাড়ায় নানা বাড়িতে।
নানা-নানির মৃত্যু হলে হনুফা নিরুপায় হয়ে ভিক্ষা শুরু করেন। গত মঙ্গলবার রাতে হনুফা মারা যান। পরের দিন বুধবার তার দাফন হয়। আজ দুপুরে বাড়ির লোকজন ঘরে ঢুকে মাটি খুঁড়লে বেরিয়ে আসে পলিথিনে মোড়ানো ১৭০টি নতুন শাড়ি। ঘরের ভেতর ছোট-ছোট গর্ত থেকে বেরিয়ে আসে টাকা-পয়সার থলে। গণনা করলে এক লাখ ৮৭ হাজার টাকা হয়।
এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন হনুফার ঘরে টাকার খনি দেখতে ভিড় করে।
স্থানীয় নোয়াগাঁও উইনিয়নের উত্তরপাড়ার ইউপি সদস্য কাশেম সর্দার জানান, হনুফা সহজ-সরল ও ধার্মিক ছিলেন, ভিক্ষা করতেন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তাঁর আপন কেউ না থাকায় ওই বাড়ির এক মুরুব্বির কাছে টাকা ও শাড়িসহ মালামাল জমা রাখা হয়েছে।
0 comments:
Post a Comment