advertisement

adverisement

your javascript ads here

Thursday, 28 July 2016

ধনী হতে চাইলে বেছে নিবেন যে পেশা !!

 ধনী হতে চাইলে বেছে নিবেন যে পেশা !!

আপনি যদি ধনী হতে চান তাহলে কোন পেশা বেছে নেবেন? এক্ষেত্রে কিছু পেশা রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি উপার্জনকরা যাবে। এ লেখায় তুলে ধরা হলো সে ধরনের কয়েকটি পেশা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস
ইনসাইডার।
যারা কঠোর পরিশ্রম করে ক্যারিয়ার গড়তে চান তাদের কোন ক্ষেত্রে পরিশ্রম সবচেয়ে কার্যকর হবে, তা নিয়ে বিভ্রান্তি থাকে। কিন্তু এ তালিকায় দেওয়া হলো সবচেয়ে বেশি উপার্জন করা হবে এমন কিছু পেশার তালিকা। এ তালিকা ধরে আপনার পেশা নির্বাচন করলে আপনি একসময় নিজ যোগ্যতায় ধনী হয়ে উঠবেন, এটাই আশা করা যায়।
১. ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রফেশনাল

২. প্রযুক্তিক্ষেত্রে বিশেষজ্ঞ
৩. স্বাস্থ্যসেবা প্রদানকারী
৪. ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি
৫. রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন
৬. কমিউনিকেশন
৭. শিক্ষা
৮. এগ্রিকালচার অ্যান্ড মাইনিং
৯. অ্যারোস্পেস ও বিমান
১০. রিনিউয়েবল এনার্জি
১১. বিনোদন ও চিত্তবিনোদন
১২. রিটেইল ও হোলসেল ট্রেড
১৩. ট্রান্সপোর্টেশন
১৪. প্রাকৃতিক সম্পদ আহরণ
১৫. ইউটিলিটি সার্ভিস প্রদানকারী
১৬. আবাসন ও ফুড সার্ভিস।

ধনী হতে চাইলে বেছে নিবেন যে পেশা

0 comments:

Post a Comment