advertisement

adverisement

your javascript ads here

Saturday, 30 July 2016

ছয় মাস মাঠের বাইরে মোস্তাফিজ !!!


musta

ছয় মাস মাঠের বাইরে মোস্তাফিজ !!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলার এক বছরের মধ্যেই ইনজুরি আঘাত হেনেছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। ইনজুরি আর এই তারকার পিছু ছাড়ছে না। এবার ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে কাটার মাস্টারকে। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ফের ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ। রিপোর্ট থেকে জানা গেল, তার অস্ত্রপচার করাতে হবে। ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার অস্ত্রপচার করার চিন্তা-ভাবনা করছে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন যে আগামী সোমবার এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অস্ত্রপচার যেখানে করানো হোক না কেন- এটি হলে আগামী ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন মোস্তাফিজ। ফলে আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না। বছরের শেষের দিকে নিউজিল্যান্ড সফরেও হয়তো তার খেলা হবে না।
 
 

বিসিবির পক্ষ থেকে জালাল ইউনুস বলেছেন, ‘গত কয়েক দিনে তার রিপোর্ট আমরা কয়েক জায়গায় পাঠিয়েছি। সেরা শল্যবিদের কাছেই আমরা তার অস্ত্রপচার করাতে চাই। যুক্তরাজ্যে দু’জন ও অস্ট্রেলিয়াকে একজন বিশেষজ্ঞ পেয়েছি। কার কাছে অস্ত্রপচার করা হবে- সেটা সোমবার দিন সিদ্ধান্ত নেয়া হবে। মোস্তাফিজ মানসিকভাবে প্রস্তুত আছেন।’
সীমিত ওভারের ম্যাচে মোস্তাফিজ বিশেষজ্ঞ বোলারের খেতাব পেয়েছেন। তার বিষয় খুব সতর্ক থাকার কথা জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমরা মোস্তাফিজুরের সর্বোচ্চ যত্ন নিচ্ছি। যখনই সে শারীরিক সমস্যার কথা জানিয়েছে- আমরা তাকে মাঠে নামায়নি। তাকে টেস্ট ম্যচে নিচ্ছি না। সীমিত ওভারেই তার প্রতি মনোযোগ দেয়া হচ্ছে।’

0 comments:

Post a Comment