advertisement

adverisement

your javascript ads here

Friday, 1 July 2016

আলোকচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ বছর !!

মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯২১ সালের ১ জুলাই ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।
২০২১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপিত হবে। আর এই শতবর্ষপূর্তি সামনে রেখে এবং ৯৫ বছরে পদার্পণ উপলক্ষে স্মৃতির পাতায় চলে যাওয়া বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহের আলোকচিত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই
অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০১৬’ এবং আসন্ন ২০২১ সালের শতবর্ষপূর্তি উপলক্ষে ‘১০০ বছরের দ্বারপ্রান্তে সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে ১০০টি আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিন দিনের এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গত ৯৫ বছরের বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহের সঙ্গে উঠে এসেছে স্মৃতিতে হারিয়ে যাওয়া সেসব দিনের কথা।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘১৯২১ সালে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বহু চড়াই-উতরাই পেরিয়ে আজকের এ অবস্থানে এসেছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমাদের অনেক শিক্ষক-শিক্ষার্থীকে হারিয়েছি। তাঁদের স্মরণ করি। যেমন স্মরণ করি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে।’
উপাচার্য বলেন, ‘এ আলোকচিত্র প্রদর্শনী তরুণদের জন্য ও আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা যাঁরা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাঁরা জীবনের সোনালি ও গৌরবের সময় কাটিয়েছি এখানে। সেসব সময়ের সমাহার নিয়ে এ প্রদর্শনী।’
পিয়ারু আর্কাইভ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া ১০০টি আলোকচিত্রের মধ্য দিয়ে উঠে এসেছে ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন থেকে দেশভাগ, বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা।
শুরুতেই চোখে পড়বে ১৯১২ সালের একটি আলোকচিত্র, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই কমিটির সভাপতি ব্যারিস্টার রবার্ট নাথানসহ অন্য সদস্যদের দেখা মিলবে। এরপর কার্জন হলের ভিত্তিপ্রস্তর ও ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মোচনের আলোকচিত্র। এর পাশেই দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার পি জে হার্টজ, ভারতীয় উপমহাদেশ থেকে প্রথম উপাচার্য স্যার এ এফ রহমান এবং প্রথম ছাত্রী ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী লীলা নাগের আলোকচিত্র।
একটি ফ্রেমে দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি মনোগ্রামের। দেখা মিলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমাবর্তনের ছবিও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর জন্য প্রস্তুত ক্রেস্ট ও মানপত্রের ছবি। রয়েছে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদদের নামের তালিকার আলোকচিত্র।
প্রদর্শনীটি আগামীকাল শনিবার পর্যন্ত চলবে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।

0 comments:

Post a Comment