গল্পঃ..সারপ্রাইজ ও মর্মান্তিক
ডায়রী..
তারিখঃ১৪-০২-২০১৩ ইং
.
আজ মনে হচ্ছে আমি এই পৃথিবীর
সবচেয়ে সুখি মানব।।যে মানুষটিকে
ভালবাসার কথা বলতে পারছিলাম না
গত কয়েক মাস ধরে,,আজ তাকে বলে
দিয়েছি আমার মনের কথা,ভালবাসার
কথা।।আমি জানি সে তার মনের এক
ক্ষুদ্র কুটিরে আমায় স্থান দিয়েছিলো
আরও আগেই।।কিন্তু তবুও বলতে গিয়ে
পিছিয়ে আসতে হতো।।তার সামনে
গেলে বুকের মধ্যে এক অজানা
কম্পনের উপস্থিতি বিরাজ করতো।।
আজকেও সেই কম্পন আমাকে ঘিরে
ফেলেছিল।।কিন্তু কম্পনকে উপেক্ষা
করে বলেই ফেললাম মনের কথাটি।।
কিছু সময় নিরবতা পালন করার পর সে
মাথা নেড়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত
করে।।আর সেই মুহুর্ত থেকেই আমি
নিজেকে ভাবতে লাগলাম সুখি
মানুষদের উর্ধ্বে।।
.
তারিখঃ০৮-০৪-২০১৩ ইং
.
আমার পরীটা আজকে সারাটা বিকেল
আমার সাথেই ছিল।।আজকে অনেক
সুন্দর একটি শাড়ি পরেছিলো।।নীল রঙ
এর শাড়িটা পরীটাকে নীল রঙ এর
ডানাকাটা পরীর ন্যায় দেখাচ্ছিলো।।
এর আগে অনেকবার বলেছিলাম শাড়ি
পরতে,কিন্তু মেয়েটা শাড়ি পরে আসে
নি কোনদিন।।আজই প্রথম দেখলাম।।সে
বলছিলো,,
"" কি ব্যাপার মিস্টার,, এইভাবে
তাকিয়ে আছেন কেন??নজর লাগবে
তো।।""
ওর কথায় হেসে দিলাম।।আর বললাম,
""আমার পরীটার রুপে নজর লাগলে কি
এমন ক্ষতি হবে??যতই হোক ডানাকাটা
পরীটা তো আমারই।।""
""হুম,,তোমার নজর যেন আমার দিকেই
থাকে সারাটি জনম।।আর কারো দিকে
নজর দিলে নজর দেয়ার মাধ্যম দুইটা
থাকবে না।।""
""তোমার দিকে সারাটি জনম তাকিয়ে
থাকলেও মন ভরবে না।।তাই অন্য
কারো দিকে তাকানোর কোন অপশন
চোখ দুইটা পাবে না বোধয়।।তবে
মাঝে-মধ্যে ভুল করে হয়ত অন্যদিকে
যেতে পারে।।""
""কি, কি, কি বললা??""
"" নাহ,মানে চলাফেরা করতে গেলে
তো আর চোখে রুমাল বাধা যাবে না।।
তবে চোখ দুটিকে নিয়ন্ত্রণ করার
চেষ্টায় সর্বদা নিয়োজিত থাকবো
ম্যাডাম।।""
""এই শোনো,, আমি তোমার চোখ
দুইটাকে আমার আঁচল দিয়ে বেধে
রাখবো।।""
""মনে হয় তার প্রয়োজন হবে না।।তুমি
নিজেই তো এক খন্ড কাপড়।।যে
কাপড়ে আমার চোখদুটো বাধা।।""
""তাই!!খুব মজা পেলুম গো,হা হা হা,,""
পাগলিটার হাসি সবসময় আমায় পাগল
করে দেয়।।
.
তারিখঃ১৫-০৫-২০১৩ ইং
.
আজ আমার জন্ম দিন ছিল।।আমি আজ
ওকে
ফোন দিই নি।।কিন্তু আমি ফোন হাতে
নিয়ে অপেক্ষা
করছিলাম।।১১ঃ৫৬ টায় ফোনটা বেজে
উঠে।।ফোনটা
ধরতেই,,
""তুমি কই গো??""
""বাসায় আছি,,কেন??""
""নাহ,এমনি,,খেয়েছো??""
"" হুম""
১১ঃ৫৮,,, কথা বলার মাঝে সে বলল,,
"" রিপন তুমি একটু বাহিরের চাঁদটা
দেখোতো বেলকনি
তে এসে।।""
""আচ্ছা ঠিক আছে।।""
বেলকনিতে এসে দেখলাম বাহিরটা
অন্ধকারে ছেয়ে
গেছে।।চাঁদের কোন চিহ্ন পেলাম না।।
কিন্তু সামান্য আলো দেখতে পেলাম।।
বুঝতে পারছিলাম
না আলোটা কোথা থেকে আসছে।।তাই
এদিক ওদিক
তাকাচ্ছিলাম।।নিচের দিকে তাকিয়েই
অবাক হয়ে গেলাম।।
চারজন মেয়ে গোল হয়ে দাঁড়িয়ে
আছে,পরী ফোনটা কানে ধরে আছে
আর মাঝখানে মোমগুলি জ্বলছিলো।।
মোমের রেখাগুলো আমায় একটি
বাক্যই জানান দিচ্ছিলো।।আর তা হল,,
"" হ্যাপি বার্থডে টু ইউ।""
আমার চোখ দুটি ভিজে গেল।।মনের
আনন্দ চোখ দুটি সহ্য করতে না পেরে
জল ছিটাচ্ছিল।।
""কি মিস্টার,,সারপ্রাইজ টা কেমন
হল??""
আমি কথা বলতে পারছি না।।
""এই,,কথা বল না কেন??আর তুমি
উপরেই থাকবে??নাকি
নিচে আসবে??""
আমি দৌড়ে নিচে নেমে গেলাম।।নিচে
গিয়েই
পরীটাকে জড়িয়ে ধরলাম।।ক্ষণিকের
মধ্যে ভুলেই
গিয়েছিলাম এখানে আরো তিনটি
মেয়ে আছে।।ওদের
হাসির শব্দ শোনায় পরীকে ছেড়ে
দিলাম।।পরীও
হাসছে,,আমি তো লজ্জায় নিচের
দিকে তাকিয়ে
ছিলাম।।
""হইছে স্যার,,আর লজ্জা পেতে হবে
না।।এবার কেক টা
কাটেন।।""
""রাস্তায়!!!!""
""হুম,এখানেই।।""
""কিন্তু তোমরা এত রাতে এইখানে
আসলে কিভাবে, যদি
কোন সমস্যা হতো??আর তুমি তো
রাতে বের হতে পারো
না,,কিন্তু এখন আসলে কিভাবে??
তোমার বাবা কিছু
বলবে না??""
""বোকা,,তিন বান্ধবি থাকতে ভয়
কিসের? ওদের
বলেছিলাম আমাকে বাসা থেকে বের
করতে।।ওরাই বের
করে আনলো আমায়।। এবার কেক
কাটো,,আমায় যেতে
হবে""
কেক কাটা শেষ হলে,,পরী হাতটা টেনে
নিয়ে একটা
ঘড়ি পড়িয়ে দিলো।।
পরীটাকে বাড়িতে দিয়ে আসলাম।।
দিনটাকে চিরস্থায়ী
করে রাখার জন্যই তোমার(ডায়রী)
সাথে শেয়ার করছি।।
আগে কোন দিন আমার জন্ম দিন পালন
করা হয় নি।।মা-
বাবাকে আমার মনে নেই।।শুনেছিলাম
আমার বয়স যখন
দুবছর, তখন তারা আমাকে ফেলে চলে
যায়।। ছোট কাকা'র
কাছে থেকেই বড় হয়েছি।।তিনি
বলতেন আমার মা-বাবা
নাকি আকাশের তারাগুলির সাথে
মিশে আছে।।
ছোটকালে তারাগুলির সাথে খেলা
করতাম।। কিন্তু এখন
বুঝতে পেরেছি তাঁদেরকে এই গ্রহে
কখনোই ফিরে পাবো
না।।পাগলিটা আমায় সারপ্রাইজ দিতে
ভালবাসে,,আর
তাই আজকের রাতটাকেও সারপ্রাইজ
দিতে ভুলে নি।।
রাত টি চির-মলিন হয়ে থাকবে।।
.
তারিখঃ১৪-০৯-২০১৩ ইং
.
পরীর বাবাকে দেখলাম আমাদের
বাসায়,,কাকার সাথে
কথা বলতে।।কাকা আমাকে ডেকে অন্য
রুমে নিয়ে
গেলেন।।কাকার কাছে জিজ্ঞাসা
করে জানতে
পারলাম তারা দুজন একই কলেজে
পড়তেন।।ভাল বন্ধু
ছিলেন তারা।।কাকা আমায় ডেকে
হাতে একটা ছবি
দিয়ে বললেন,,
""দেখতো মেয়েটাকে তোর সাথে
কেমন মানাবে??""
আমি ছবিটা দেখে খুশিতে ফেটে
পড়ছিলাম।।খুশি দেখে
তিনি বুঝতে পেরেছিলেন।।তাই আমার
একটা ছবি নিতে
চাইলেন,কিন্তু আমি কাকা কে সব
বললাম এবং ছবি না
দেয়ার জন্য বললাম।।মেয়েটির জন্য
একটা সারপ্রাইজ
রেখে দিলাম।।বাসর ঘরেই
সারপ্রাইজটা দিবো।।হা হা
হা।।
.
তারিখঃ১৬-০৯-২০১৩ ইং
.
মেয়েটি কান্না করছিলো আজ।।বার
বার বলছিলো,,
""রিপন আমি তোমায় ছাড়া আর
কাউকে মেনে নিতে
পারবো না।।কিন্তু বাবা আমার বিয়ে
দেয়ার জন্য দিন-
তারিখ ঠিক করে ফেলছে।।আমি এখন
কি করবো??তুমি
কিছু একটা কর।।""
আমি মনে মনে হাসছি,কিন্তু তাকে
বুঝতে দিচ্ছিলাম
না।।মুখে একটা মনমরা ভাব এনে
বলছিলাম,,
""পরী তোমার বাবা নিশ্চয় যা করার তা
ভেবে-চিন্তেই
করছেন।।উনি তো তোমার সুখ চান।।
তাই বলছি,তুমি
যেখানেই থাকবে সুখে থাকবে।।আর
আমায় ভুলে
যাও,,কারন আমি তোমাকে সুখি করতে
পারবো না।।""
কথাগুলো শুনছিলো আর অবাক
হচ্ছিলো।।কান্নার
পরিমাণ বেড়ে যায়,,হঠাৎ সে উঠে চলে
যায়।।আমি বাধা
দিলাম না।।আমি হাসছি আর বিড়বিড়
করে বলছি তোমার
জন্য সারপ্রাইজ টা তুলে রাখলাম।।
.
তারিখঃ২৮-০৯-২০১৩ ইং
.
আগামীকাল আমাদের বিয়ে।।তাই
আজকে আমার হলুদ
সন্ধ্যে।। একের পর এক মানুষ আসতে
আসতে বাড়িটা
মানুষে ভরে গেল।।সবাই উল্লাসে
মেতে উঠলো।। কিন্তু
আমি ভাবছি আমার পরীটার কথা।।এখন
হয়ত মন খারাপ
হয়ে বসে আছে।। আর আমার প্রতি ঘৃণা
পোষণ করছে।।
""একটু ধৈর্য্য ধর।।আর তো একটা
দিন,তারপর তোমার
বরটাকে দেখতে পেয়ে সব কষ্ট মুছে
যাবে।।
.
তারিখঃ২৯-০৯-২০১৩ ইং
.
পরী,তোমার মনে আছে?তুমি বলেছিলে
যে,,
""রিপন তুমি আমায় কখনো ভুলবে
নাতো??আমায় ছেড়ে
কভু দূরে চলে যাবে নাতো??বিশ্বাস
কর তোমাকে ছেড়ে
আমি একটা দিনও ভাবতে পারি না।।
আমি সারাটি জনম
তোমার হয়ে থাকতে চাই।।থাকবে তো
আমার সাথে??যদি
বাঁচতে চাই তবে তোমায় নিয়েই
বাঁচবো।। তোমায় ছেড়ে
কোথাও যাবো না।। কথা দিলাম
ভালবাসার প্রতিটি
মুহুর্ত আজীবন তোমারি সাথে
কাটাবো।। ""
প্রথম যেদিন তোমাকে ভালবাসার কথা
বলেছিলাম তুমি
সেদিন না করতে পার নি??কারন তুমিও
আমায় অনেক আগে থেকেই
ভালবাসতে।। যেদিন থেকে তোমার
সাথে
দিনগুলো কাটতো সেদিন থেকে তুমি
আমায় অন্য কোন
মেয়ের দিকে তাকাতে দিতে না।।
বলতে,,
""রিপন তুমি যদি অন্য কোন মেয়ের
দিকে তাকাও কখনো
তাইলে তোমার চোখের পাতা থাকবে
কিন্তু বৃত্তাকার
চোখ দুটি থাকবে না।।""
তোমার কথা শুনে আমি হাসতাম আর
বলতাম ""
তুমি পারবে আমার চোখ দুটি নষ্ট
করতে? চোখ না থাকলে
যে তোমাকে দেখতে পাবো না।।
তাছাড়া তুমিও কি
ট্যারা পার্টনারকে নিয়ে কোথাও
যেতে পারবে??"" তুই
তখন বলতে,,
""তুমি আমায় তোমার মনের চোখ দিয়ে
দেখবে।।আর আমি
তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো
না কেন?? অবশ্যই
যেতে পারবো।। তবে তোমার এক হাতে
একটি বাটি
দিবো আর আমার কাধে অন্য হাতটি
রাখবে।। আমি
তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো আর
বলবো আমার হবু বর
অন্ধ আমাদের কিছু টাকা দিন,,হা হা
হা।।"" তোমার সাথে
সাথে আমিও হাসতাম আর মনে মনে
বলতাম,,
""একটা পাগলী প্রেমি আমার
জীবনটাকে সুন্দর করে
তুলছে।। সত্যিই পাগলীটা কে আমার
জীবনের সাথে
বেধে ফেলেছি।।""
খুব ভালবাসতে আমায়।।
আজ আমার সাথেই তোমার বিয়ে
হওয়ার কথা ছিল?? কিন্তু তুমি সেই
বিয়েকে ফাঁকি দিলে।।ফাঁকি দিলে
আমাকে।।খুব অভিমান জমে ছিল আমার
প্রতি।।তাই আমায় ছেড়ে পাড়ি
জমালে অচেনা কোন এক
পথে,,যেখানে আমিহীনা কাটাতে হবে
প্রতিটা দিন।।তুমি তো দেখতেও
পারলে না তোমার বরটিকে।।তোমাকে
তো শুধুই একটা সারপ্রাইজ দিতে
চাচ্ছিলাম।।তোমার বর সেজে তো
আমিই এসেছিলাম।।
কিন্তু তুমি আমাকে যে সারপ্রাইজ
দিলে তার ভার বহন করবার ক্ষমতা
আমার নেই।। তুমি তো আমার কান্না
সহ্য করতে পারতে না,,তবে
আজ কিভাবে সহ্য করছো??আমার
চোখদুটো মুছে দিবে না তোমার
আঁচলে?তবে কি খুব বেশি অভিমান
করেছো আমার উপর??
.
ডায়রির পৃষ্ঠা ভিজে গেল দুফোটা
পানিতে।।পুলিশ কর্মকর্তা রেদওয়ান
সাহেব বুঝতে পারলো এই দুফোটা
পানির উৎস তার দুটি চোখ।। পড়তে
পড়তে কখন যে চোখ জলে ছলছল
করছে তা বুঝতে পারে নি।।
এবার সে ডায়রীর শেষ পৃষ্ঠাটিকে
চোখের সামনে
মেলল।।কিন্তু শেষ পৃষ্ঠায় কোন লেখা
দেখতে পেল না।।
হঠাৎ চোখের দৃষ্টি নিচের দিকে
পড়তেই দু-তিনটি বাক্য
দেখতে পেল।।
""পরী, আমি জানি তুমি আমায় ছেড়ে
থাকতে পারবে না।।আমিও যে পারছি
না ভালবাসাহীন এই প্রান্তরে।।যেখা
নে তুমিই নেই সেখানে আমি কি করে
থাকবো??তোমাকে ছাড়া আরেকটি
ঘণ্টাও পার করতে পারছি না।।
তাই আমি আসছি।। আসছি তোমার
কাছে।।""
ডায়রী লেখার সমাপ্ত ঘটলো আর সেই
সাথে সমাপ্তি
ঘটলো রিপনের।।এক মিনিট আগেও
রিপন কথা
বলেছে,,যদিও কথাগুলো নিজের মুখে
বলেনি তবুও
বাক্যগুলো যেন তারই কন্ঠ হতে
নিঃসৃত হচ্ছিল।।সে কথা
বলছে আর মাধ্যম হিসেবে কাজ করছে
এই মর্মান্তিক
ডায়রী।।
রেদওয়ান সাহেব নিথর দেহটির দিকে
তাকিয়ে আছে,আর ভাবছে একটি
সারপ্রাইজ কেড়ে নিলো দুটি প্রাণ।।
আজ দুটি প্রাণ হয়ত হেরে গেছে,,হেরে
গেছে শুধু জীবনের কাছে।।কিন্তু হেরে
যায় নি ভালবাসার কাছে।।
.
গল্পঃ..সারপ্রাইজ ও মর্মান্তিক
ডায়রী..
0 comments:
Post a Comment