শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল নবম !!!
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারলেও ফিফা র্যাংকিংয়ের মসনদ হাতছাড়া হয়নি আর্জেন্টিনার। যথারীতি শীর্ষেই রয়েছে আলবিসিলেস্তারা।আর্জেন্টিনা সিংহাসন ধরে রাখলেও বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের।
চাইনিজ তাইপের সঙ্গে যৌথভাবে ১৮৩ নম্বরে রয়েছে বাংলাদেশ।সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে থাকা নেপাল (১৮৮), ভুটান (১৯২), শ্রীলংকা (১৯৩) ও পাকিস্তানের (১৯৪) অবনমন হয়েছে।
তবে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। দুই থেকে পাঁচে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও চিলি। প্রথমবারের মতো
ইউরো চ্যাম্পিয়ন হওয়া পর্তুগাল দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে।
র্যাংকিংয়ে
বড় উন্নতি হয়েছে ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে হেরে যাওয়া ফ্রান্সের। দশ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে ফরাসিরা।
আরও বড় লাফ দিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।
এক ধাক্কায় ১৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে তারা। ইতালি দুই ধাপ এগিয়ে দশে উঠে এসেছে।
অন্যদিকে ইউরো ও কোপা ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে দুই পরাশক্তি স্পেন ও ব্রাজিলকে। দুই ধাপ করে পিছিয়ে যথাক্রমে আট ও
নয়ে নেমে গেছে স্পেন ও ব্রাজিল।
ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দশ দেশ:
আর্জেন্টিনা ১
বেলজিয়াম ২
কলম্বিয়া ৩
জার্মানি ৪
চিলি ৫
পর্তুগাল ৬
ফ্রান্স ৭
স্পেন ৮
ব্রাজিল ৯
ইতালি ১০
0 comments:
Post a Comment