আমাদের এবারের গন্তব্য এমনই হাটে এক বেলা কাটিয়ে আসা, ঘুরে দেখা একেবারেই ভাসমান একটি সংস্কৃতিকে। আর সাথে চুটিয়ে পেয়ারা কেনা ( ৪০০ টাকায় এক নৌকা ভরা পেয়ারা মেলে)। এর সাথে আমরা ঘুরে দেখবো জালের মতো খালের মাঝে পেয়ারার বাগান। বাগানগুলোও অদ্ভুত, একটা খাল, এক সাড়ি গাছ, তারপরে আবার খাল, আবার গাছ! এখানে পেয়ারা পাড়া, পেয়ারা বাজারে নিয়ে যাওয়া, বিক্রি করা, কেনা সব ঘটে নৌকায় নৌকায় করেই।
পরিকল্পনাঃ
১ম রাত (বৃহস্পতিবার): ঢাকা-বানারিপাড়া (বাস) (হিনো ১জে চেয়ার কোচ)
১ম দিন (শুক্রবার): বানারিপাড়া-কুরিয়ানা-ভিমরুল
এরপর বানারিপাড়া-গুঠিয়া মসজিদ-বানারিপাড়া (মাহিন্দ্র)
২য় রাত(শুক্রবার): বানারি পাড়া-ঢাকা (বাস) (হিনো ১জে চেয়ার কোচ)
২য় দিন শনিবারঃ খুব ভোর (৬টা নাগাদ) আমরা ঢাকায় থাকবো।
ভ্রমণে অন্ততর্ভুক্তঃ সকল প্রকার যাতায়াত (বাস, ট্রলার, মাহিন্দ্র) ও খাবার খরচ।
ভ্রমণের খরচ/Trip Fee: BDT 2,000/-
বুকিং এর উপায়ঃ ১০২০ টাকা বিকাশ করতে হবে
এই নম্বরে -০১৮৪৬২২০০৫৮। আমাদের অফিসে এসেও দেয়া যাবে।
*** বানারিপাড়ায় সরাসরি লঞ্চেও যাওয়া যায়, যেহেতু ভরা বর্ষা, বানারিপাড়ার দিকে খুব ভালো লঞ্চ নেই, বরিশাল হয়ে গেলে হাটে পৌছাতে গেলে দেরী হয়ে যাবে, তাই আমরা বাসে যাতায়াত করছি ঢাকা থেকে।
0 comments:
Post a Comment