সেই মানুষটাকে কখনও
কষ্ট দিও না, যে কি না তোমাকে নিজের চাইতে
বেশি ভালোবাসে..!ভালো থেকো ভালোবেসে ..!! ভালো রেখো ..!!
মানুৃষগুলোকেই চিনতে ভুল করি....'''প্রিয়তমা
থেকে প্রতারনা..''আর প্রিয়তম থেকে প্রতারক
হতে কিন্তু বেশী সময়ের প্রয়োজন হয় না.......
--
দোষটা ঠিক কারোরি না!দোষটা সময়ের! ভুল
সময়ে,,,ভুল মানুষের উপস্থিতি জীবনকে তিক্ত
করে তোলে...'তাই প্রিয়জন হওয়া কিংবা প্রিয়
জন করে নেওয়ার আগে সবাইকে একটু খানি
ভেবে নেওয়া উচিৎ মনে করি আমি......
--
যে মানুষ-টা কেবল তোমার কাছে একটু সময়
চায় তাকে কখনও ব্যস্ততা দেখাইও না,,হয়তো
পালাবদলের নিয়মে সে চলে যাবে,তাকে আর
চাইলেই তুমি পাবে না.....
--
যে মানুষটা এখন শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত
থাকতে চায় তাকে কখনও অবহেলা করিও না,
হয়তো শত অবহেলার চাদরে যখন তোমার গা
ঢাকা পড়বে....তখন শেষ আশ্রয় খোঁজার সেই
মানুষটিকে আর পাবে না.....
--
যে মানুষ-টা তোমার সাথে,,, একটু ভালো করে
কথা বলতে চায়.... তার উপর কখনও বিরক্তি
প্রকাশ করিওনা,হয়তো এমন একদিন আসবে
তুমি কথা বলার মানুষি খুঁজে পাবে না......
--
আজ হয়তো সেই প্রিয় মানুষ-টা তোমার ওপর
নির্ভরশীল,আজ হয়তো সেই মানুষটা তোমাকে
ছাড়া অন্যকিছু ভাবতে পারছে না..কিন্তু সে যে
সব সময় এমনই থাকবে,,, এটা নাও হতে পারে
বহমান সময়ের স্রোতে...সে'ও হয়তো এক দিন
তোমাকে ছাড়া ভাল থাকতে শিখে যাবে......
--
আজকে সে তোমার কাছে আছে তাই হয়তো
ঐ মানুষটার গুরুত্ব বুঝতে পারছো না!হয়তো
কোনো একদিন সে তোমার কাছে থেকে দূরে
চলে যাবে...... অনেক দুরে.....!! তখন হয়তো
বুঝবে....কিন্তু সেদিন তো আর কোনো উপায়
থাকবে না... .দেরি হয়ে যাবে.... অনেক দেরি!
--
আচ্ছা দুিজন প্রিয় মানুষের মধ্যে এই ধরনের
দূরত্বটা কি হঠাৎ করে গড়ে উঠে..?.. ....না....
কখনই না..! দুই জনের মধ্যকার দূরত্বটা গড়ে
উঠে ধীরেধীরে .... 'আর এই দূরত্ব গড়ে ওঠার
পেছনে যে কোন একজনের... ছোট ছোট সব
অবহেলা গুলোই যথেষ্ট .....!!!!
.
তাই সে ভালোবাসার সেই মানুষেটাকে কখনও
অবহেলা করিও না.. ! সেই মানুষটাকে কখনও
কষ্ট দিও না, যে কি না তোমাকে নিজের চাইতে
বেশি ভালোবাসে......!
--
ভালো থেকো ভালোবেসে ..!! ভালো রেখো ..!!
0 comments:
Post a Comment