advertisement

adverisement

your javascript ads here

Monday, 25 July 2016

_____বাবা-মায়ের ভালোবাসা....!!

_____বাবা-মায়ের ভালোবাসা....!!


পৃথিবীতে যদি কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে থাকে তা হল বাবা-মায়ের ভালোবাসা। তাদের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয়না।
.
বাবা-মা আপনাকে যতোই বকাবকি করুক না কেন, তারা সব সময় আপনার ভালো চায় আর তাই আপনার ভালোর জন্যই তারা বকাবকি করে।
.
আপনি যতো বড় অপরাধ করুন না কেন, বাবা-মা তা খুব সহজেই ভুলে গিয়ে ক্ষমা করে দেন। কেননা, তারা আপনাকে

নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন।
.
আপনাকে কড়া শাসন করেনন এই ভেবে যে, আপনি যেন কোন ভাবেই খারাপ কাজে লিপ্ত না হন সে জন্য। কোন বাবা-মা ই চায় না তার সন্তান খারাপ কাজে লিপ্ত হউক।
.
বাসা থেকে বের হয়ে জখন পুনঃরায় বাসায় প্রবেশ করবেন সাথে সাথেই বাবা-মা জিজ্ঞাস করবে কোথায় গিয়েছেন এবং কেন গিয়েছেন। কারণ, আপনার খেয়াল রাখা যে তাদের কর্তব্য।
.
ঠিক মতো খাওয়া-দাওয়া করছেন কিনা?.. তা কিন্তু খোজ খবর রাখেন বাবা-মা। কেননা, তারা চান আপনি সবসময় সুস্থ থাকুন।
.
কখনো অসুস্থ হলে বাবা-মা চিন্তিত হয়ে পরেন আপনার জন্য। কেননা, আপনার সুস্থতা তাদের সব সময় কাম্য।
.
রাতে দেরি করে ফিরছেন কেন?..কোথায় ছিলেন?....কেন ছিলেন?..এইসব প্রশ্ন বাবা-মা করেন আপনার ভালোর জন্যই।
.
আপনাকে বাবা-মা কখনোই আপনার খারাপ বন্ধু-বান্ধবীদের সাথে মিশতে দিবেনা। কারণ, তারা জানেন আপনি তাদের সাথে মিশলে তাদের মতো খারাপ হয়ে যাবেন।
.
বাবা-মা সর্বদা আমাদের ভালো চান খারাপ নয়। কিন্তু আমরা তা কখনো কখনো বুঝতে পারিনা..... তাই তাদের সাথে খারাপ ব্যাবহার করে থাকি।। তাদের সাথে খারাপ ব্যাভার করা আমাদের কখনোই উচিত নয়।
বাবা-মা যেমন আমাদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আমাদের ও উচিত তাদের কে ভালোবাসা, তাদের বাধ্য হয়ে চলা, তাদের কথা মান্য করা, তাদের কে সম্মান করা। তাহলেই আমাদের জীবন ধন্য এবং সার্থক।
.
.

Related Posts:

0 comments:

Post a Comment