advertisement

adverisement

your javascript ads here

Friday, 22 July 2016

চুল দ্রুত গজানোর পাঁচ উপায় !

চুল দ্রুত গজানোর পাঁচ উপায়!


চুল পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। তবে চিন্তার কোনো কারণ নেই। যত দ্রুত চুল পড়বে, তত দ্রুত চুল গজাবে। তাই বলে এমনি এমনি তো আর চুল গজাবে না। এর জন্য আপনাকে কিছু যত্নও করতে হবে, যা আপনার চুল দ্রুত
গজাতে সাহায্য করবে। বোল্ডস্কাই ওয়েবসাইটে দ্রুত চুল গজানোর কয়েকটি সহজ উপায়ের কথা বলা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
ট্রিমিং করা
যদি আপনি দ্রুত চুল গজাতে চান, তাহলে দুই থেকে চার সপ্তাহ পরপর চুলে ট্রিমিং করুন। অনেকে চুল লম্বা করবে বলে ভুলেও চুল কাটতে যান না। এতে চুলের আগা নষ্ট ও রুক্ষ হয়ে যায়। তাই দ্রুত চুল গজাতে চাইলে এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চাইলে নিয়ম মেনে চুলে ট্রিমিং করুন।
কন্ডিশনার ব্যবহার করা
যখনই শ্যাম্পু করবেন, তখনই কন্ডিশনার ব্যবহার করবেন। কারণ, শ্যাম্পুর কারণে আপনার মাথার তালুর প্রাকৃতিক তেলে নিঃসরণ বন্ধ হয়ে যায়। এর ফলে মাথার ত্বক রুক্ষ হয়ে যায়, যা চুল পড়ে যাওয়ার প্রধান কারণ। আর বেশি করে কন্ডিশনিং করলে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং দ্রুত নতুন চুল গজায়।
চুলের প্যাক লাগানো
প্রতি সপ্তাহে একবার মাথায় চুলের প্যাক ব্যবহার করুন। এ ক্ষেত্রে টক দই ও কলার প্যাক সবচেয়ে বেশি কার্যকর। তবে কখনোই প্যাক লাগানোর সঙ্গে সঙ্গে চুলে শ্যাম্পু করবেন না। মনে রাখবেন, প্যাক লাগানোর অন্তত ১২ ঘণ্টা পর চুলে শ্যাম্পু ব্যবহার করবেন। এতে চুল সঠিক পুষ্টি পাবে। আর এই প্যাক ব্যবহারে ধীরে ধীরে নতুন চুল গজাবে।
নরম ও সুতির বালিশের কভার ব্যবহার
ঘুমানোর সময় সব সময় সুতি ও নরম বালিশের কভার ব্যবহার করুন। এতে ঘষার ফলে চুল কম নষ্ট হবে। আর প্রতি সপ্তাহে অবশ্যই বালিশের কভার বদলে ফেলুন, যা আপনার মাথার ত্বকের সংক্রমণ থেকে বাঁচাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
তেল দিয়ে ম্যাসাজ করা
মাথার তালুতে নিয়মিত তেল দিয়ে ম্যাসাজ করলে দ্রুত নতুন চুল গজায়। প্রতিবার শ্যাম্পু করার অন্তত ৩০ মিনিট আগে মাথার তালুতে তেল গরম করে হালকাভাবে ম্যাসাজ করুন।

0 comments:

Post a Comment