Home »
» তিন কিলোমিটার ভাসমান রাস্তা তৈরি করে চমকে দিল ইতালি !!
তিন কিলোমিটার ভাসমান রাস্তা তৈরি করে চমকে দিল ইতালি !!
জলের উপর দিয়ে পায়ে হেঁটে বেড়াতে চান? চলে আসুন ইতালির লেক ইসিওতে। অভিনব
ভাসমান রাস্তা নিয়ে আপনার জন্য তৈরি লেক ইসিও। কোনও সেতু নেই। এই রাস্তা
দিয়ে হাঁটলে মনে হবে জলের উপর দিয়েই হাঁটছেন। মূল ভূখণ্ড থেকে তিন
কিলোমিটার ভাসমান রাস্তা একেবারে মিশেছে লেক ইসিওর ছোট্ট দ্বীপে। এক নজরে
দেখে নেওয়া যাক সেই ভাসমান রাস্তার কিছু অসাধারণ ছবি।
0 comments:
Post a Comment