advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 13 July 2016

যেভাবে দূর করবেন শরীরের দুর্গন্ধ !!!

যেভাবে দূর করবেন শরীরের দুর্গন্ধ !!!

স্বাস্থ্য ডেস্ক: আমাদের অনেকের শরীরেই হয় দুর্গন্ধ যা আমাদের লজ্জায় ফেলে। শরীরে দুর্গন্ধ সাধারণত হয় ঘামের কারণে। ঘামের পরে শরীরে ব্যাকটেরিয়া তৈরি হয়, আর এটিই গন্ধ তৈরি করে। সাধারণত বগল ও পায়ে দুর্গন্ধ বেশি হয়। শরীরের গন্ধ দূর করতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি। যাদের শরীরে বেশি দুর্গন্ধ হয়, তাদের অতিরিক্ত ঝাল
মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বগল ও পায়ের দুর্গন্ধ দূর করার কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক বোল্ডস্কাই।
বেকিং সোডা
বেকিং সোডা আর্দ্রতা দূর করে, প্রাকৃতিক ডিওডরেন্টের মতো কাজ করে। বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ বগলে মেখে দুই থেকে তিন মিনিট রেখে দিন। এর পর গোসল করুন বা ধুয়ে ফেলুন। এক সপ্তাহ ধরে প্রতিদিন এটি করুন।
পায়ে দুর্গন্ধ দূরে শুকনো টি ব্যাগ
জুতায় দুর্গন্ধ হওয়ার কারণ পায়ের দুর্গন্ধ। পায়ে ঘাম হয়, আর এ থেকে জুতায় হয় দুর্গন্ধ। জুতার গন্ধ দূর করতে শুকনো টি ব্যাগ জুতার ভেতর দিয়ে সারা রাত রেখে দিতে পারেন। টি ব্যাগ আর্দ্রতা দূর করে নেবে এবং ভালো গন্ধ তৈরি করবে। এ থেকে পায়ের গন্ধও কম হবে।

 

0 comments:

Post a Comment