advertisement

adverisement

your javascript ads here

Monday, 18 July 2016

 দুর্ভোগের নাম রেলক্রসিং !!


গাজীপুর অফিস:গাজীপুর জেলা শহরে যানযটের কারণ রেল ক্রসিং । প্রতি ২৪ ঘণ্টায় শহরবাসীর সময় নষ্ট করে ৭ ঘন্টা। রেল ক্রসিং এ ফ্লাই ওভার না থাকায় শহরবাসীর দুর্ভোগ এখন নিত্য সঙ্গি। গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা ভাওয়াল রাজবাড়ীস্থ্য জেলা প্রশাসনের অফিস, আদালত পাড়া, বিভিন্ন সরকারী অফিস ও আশপাশের আবাসিক এলাকা। এছাড়া রেল ক্রসিং এর পূর্ব পাশে রয়েছে নগর ভবন, পুলিশ সুপারের কার্যালয়, শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। আর রেলক্রসিং এর পশ্চিমে রয়েছে জয়দেবপুর বাজার, ঢাকা ময়মনসিংহ
মহাসড়ক এবং বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সরকারি বেসরকারি ব্যাংকসহ অনেক আর্থিক ও শিল্পপ্রতিষ্ঠান ।শিল্পাঞ্চল ঢাকার অনেক কাছে থাকায় প্রশাসনিক ও ব্যবসায়িক কারণে এই শহর এখন অনেক গুরুত্বপূর্ন। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের যানজটের কারণে  ক্লাস এবং পরীক্ষার সময় বেকায়দায় পড়তে হয় শিক্ষার্থীদের। রেল ক্রসিং এ ফ্লাইওভার না থাকায় এখন গাজীপুরবাসীর দুর্ভোগের নাম রেল ক্রসিং।
সরেজমিন ঘুরে জয়দেবপুর জংশন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চালের মানুষ রেল পথে জয়দেবপুর জংশন হয়ে যাতায়ত করে। জয়দেবপুর স্টেশনের মাস্টার মোঃ শহিদুল ইসলাম জানান, ঢাকা মযমনসিংহ, ঢাকা-খুলনা, ঢাকা-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের রেল লাইনে ২৪ ঘণ্টায় ট্রেন অতিক্রম করে ৫০-৫২ বার। প্রতিটি স্টেশনে যাত্রী ওঠা নামা করে স্টেশন ত্যাগ করতে সময় লাগে প্রায় ৫-৭ মিনিট। গেইট কিপার সেলিম জানান, দিনে ৫০-৫২ বার গাড়ী আসা যাওয়া করে।এসময় আউটার সিগনাল থেকে গাড়ীটি স্টেশন অতিক্রম করতে সময় লাগে ৮-১০ মিনিট। কখোনো কখোনো বেশি সময়ও লেগে যায়। প্রতিদিন শহরবাসীর রেলক্রসিং এ সময় নষ্ট হচ্ছে প্রায় ৭ ঘণ্টা। এসমস্যা দূর করতে ওভারব্রীজের বিকল্প নেই বলে অনেকে মনে করেন।

0 comments:

Post a Comment