advertisement

adverisement

your javascript ads here

Monday, 18 July 2016

ভিসা পাননি মুস্তাফিজ !!!

ভিসা পাননি মুস্তাফিজ !!!

স্পোর্টস ডেস্ক: কাউন্টি খেলতে গত রবিবার ইংল্যান্ড যাওয়ার সম্ভাব্য দিন ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। কিন্তু দেরিতে ভিসা প্রক্রিয়া শুরু করায় তা আর হয়ে ওঠেনি। ফলে ভিসা জটিলতায় এখন আটকে আছে তার লন্ডন যাত্রা। আজ সোমবার পর্যন্ত ভিসা হাতে পাননি মুস্তাফিজ।

মুস্তাফিজের মামা শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভিসার আবেদন করতে দেরি করায় মূলত ভিসা পেতে দেরি হচ্ছে মুস্তাফিজের। যে কারণে আটকে আছে মুস্তাফিজের কাউন্টি খেলতে যাওয়া। অবশ্য তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আশা করছি ২-১ দিনের মধ্যেই ওর (মুস্তাফিজের) ভিসাটা হয়ে যাবে। আর ভিসা হয়ে গেলেই সে রওনা দিতে পারবে।
’ প্রসঙ্গত, এর আগে ভিসা নিশ্চিত না হওয়ায় গত ১৫ জুলাই (শুক্রবার) সাসেক্সের হয়ে মাঠে নামার সুযোগ হারান মুস্তাফিজ। তবে ন্যাটওয়েস্ট টুর্নামেন্টে আগামী ২১ জুলাই তাকে মাঠে দেখা যেতে পারে। সেই হিসেবে সবকিছু ঠিক থাকলে টি২০ ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশের এই তারকা।

 

Related Posts:

0 comments:

Post a Comment