advertisement

adverisement

your javascript ads here

Saturday, 9 July 2016

নীল তিমিটিকে প্রাণে বাঁচিয়ে দিল স্থানীয়রা! (ভিডিওসহ)

নীল তিমিটিকে প্রাণে বাঁচিয়ে দিল স্থানীয়রা! (ভিডিওসহ)

নীল তিমি। দানবাকৃতির এই সামুদ্রিক প্রাণিটির নাম শুনলেই গা শিউরে ওঠে। এক গ্রাসেই এটি গিলে খেতে পারে দুইশ
 মানুষ। সমুদ্রের দানব বললেও ভুল হবে না এটিকে |তবে এবার এই বিশালাকৃতির দানবটিও অসহায় হয়ে পড়েছিল মানুষের কাছে। চিলির বন্দর নগরী ইকুইকের সাগরতীরে এসে আটকে গিয়েছিল একটি নীল তিমি। স্থানীয় জেলে আর
সাগরতীরে বেড়াতে যাওয়া মানুষদের সহায়তায় প্রাণে বেঁচে যায় তিমিটি।
পুলিশ আর নৌবাহিনীর সদস্যদের সাথে মিলে স্থানীয়রা একটি জালের সাহায্যে তীরে আটকে যাওয়া ২০ মিটারেরও বেশি দৈর্ঘ্যের এই তিমিটিকে গভীর সাগরে ঠেলে দিতে সক্ষম হয়।
উল্লেখ্য, নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণি। এটি সামুদ্রিক এবং স্তন্যপায়ী। এর ওজন গড়ে প্রায় ১৫০ টন এবং দৈর্ঘ্যে ৩০ মিটারের (৯৮ ফিট) মতো হতে পারে। একেকটি নীল তিমি দিনে প্রায় ৮ টন খাবার খায়। পৃথিবীর দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি, যার দৈর্ঘ্য ২৯·৫ মিটার এবং ওজন ১৮০ টন।

0 comments:

Post a Comment