advertisement

adverisement

your javascript ads here

Monday, 18 July 2016

পৃথিবীতে ৫ বছর বয়সেই মা হয়েছিল যে মেয়ে !!

পৃথিবীতে ৫ বছর বয়সেই মা হয়েছিল যে মেয়ে !!

 দক্ষিণ আমেরিকার পেরুতে ১৯৩৯ সালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছিল ৫ বছরের এক শিশু! সঠিক বয়স ছিল পাঁচ বছর সাত মাস। চিকিৎসাবিজ্ঞানের নথিভুক্ত ইতিহাসে এটিই সর্বকনিষ্ঠ মায়ের রেকর্ড। আর এই শিশুটির নাম হচ্ছে লিনা মেদিনা। পেরুর তিক্রাপোর লিনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তার পেটের আশ্চর্য আকারের জন্য। প্রথমে


মনে করা হয়েছিল, টিউমার হয়েছে। কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান, লিনা তিনমাসের অন্তঃসত্ত্বা।

চিকিৎসকরা এ-ও দেখেন যে, মাত্র পাঁচ বছর সাত মাস বয়সেই তার শারীরিক গঠন মাতৃত্বের উপযোগী হয়ে গিয়েছিল। ১৯৩৯ সালের ১৪ মে পুত্রসন্তান হয় লিনার। তার পুত্রের নাম রাখা হয় জেরার্দো।
পুত্র জেরার্দো তার মা লিনাকে তার দিদি মনে করে বড় হয়েছিল। কিন্তু ১০ বছর বয়সে বাস্তবের মুখোমুখি হয় সে। ১৯৭৯ সাল পর্যন্ত সুস্থভাবেই বেঁচে ছিল জেরার্দো। ৪০ বছর বয়সে বোন ম্যারোর কঠিন অসুখে মারা যায় জেরার্দো।

লিনার বাবাকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু প্রমাণের অভাবে খালাস পেয়ে যান তিনি। তার মৃত পুত্র জেরার্দোর বাবা কে এই উত্তর লিনা আমৃত্যু কাউকে জানাননি।

0 comments:

Post a Comment