advertisement

adverisement

your javascript ads here

Friday, 8 July 2016

শিরোপা আক্ষেপ ঘুচবে কি আর্জেন্টিনার?

শিরোপা আক্ষেপ ঘুচবে কি আর্জেন্টিনার?

ফুটবল বিশ্বের বিস্ময়ের নাম আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার এই দলটি ফুটবলকে নিয়ে গেছে শিল্প’র পর্যায়ে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাস থেকে শুরু করে বিশ্ব ফুটবল ইতিহাসে কিংবদন্তী হিসাবে জায়গা পাওয়াদের তালিকায় উপরের দিকেই রয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এই ম্যারাডোনার হাত ধরেই আর্জেন্টিনার ফুটবলের উত্থ্যান। ৮৬ তে
বিশ্বকাপ এনে দেয়া ম্যারাডোনার পর আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে আলোচিত ব্যক্তিটির নাম লিওনেল মেসি। এই দুই জনের কেউ-ই হয়তো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে চায় না। কিন্তু গণমাধ্যমে বারবার আলোচিত একটি বিষয়, কে সেরা ম্যারাডোনা নাকি মেসি?
আর্জেন্টিনার হয়ে ৫৫ গোল করে ইতিমধ্যে সর্বোচ্চ গোলদাতার খেতাবের পালকটিও ইতিমধ্যে যোগ হয়েছে তার মুকুটে। কাব ফুটবলে মেসির রেকর্ডের পরিসংখ্যান এতো ভারি যে তা উঁচু করার যোগ্যতা কোন একজন ফুটবলার কেন পুরো দলেরই নেই। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন মেসি। যা আর কারো নেই। ধারে-কাছে আছেন শুধু রোনালদো (তিন বার)।
অনেক ফুটবল প্রেমীর ভাষায়, ম্যারাডোনা আর্জেন্টিাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। কিন্তু এতো বড় তারকা হয়েও মেসি এখনো নিজের দেশকে কোন বড় শিরোপার স্বাধ এনে দিতে পারেননি। শিরোপার বিষয়টি শুধু ভালো খেলার ওপর নির্ভর করে না। কখনো কখনো ভাগ্য সহায়ক হওয়ারও প্রয়োজন হয়। তা না হলে গত বিশ্বকাপেই মেসি আর্জেন্টিনার শিরোপার আক্ষেপ ঘুচতে পারতো।
ম্যারাডোনা শৈল্পিক ফুটবলের যে মশাল জ্বেলে ছিলেন আর্জেন্টিনায় লিওনেল মেসি সেই মশালকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ফুটবল শৈলিকে হরেক রঙে রাঙায়িত করে চলেছেন মেসি। গ্রহের সেরা খেলোয়াড় মেসির জীবনে বড় ট্রফির যে অভাব রয়েছে তা হয়তো গত কোপা আমেরিকার আসরেই পূরণ হয়ে যেতো। কিন্তু চিলির কাছে টাই ব্রেকারে হেরে সে যাত্রাও স্বপ্ন ভঙ্গ হয়।
কোপা আমেরিকার শতবর্ষী আসর হিসাবে এক বছরের মাথায় আবারো সেই কোপার ফাইনালে গত বারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-চিলি। এবার নিশ্চয়ই মেসির জাদুতে ২৩ বছরের শিরোপার আক্ষেপ ঘুচবে ফুটবলপাগল দেশ আর্জেন্টিনার।

0 comments:

Post a Comment