শোয়েবের পরামর্শে ক্রিকেটের মাঠ কাঁপাতে আসছেন সালমান খান!
বিশ্বের দ্রুত গতির পেসার শোয়েব আকতার এবং বলিউড কাঁপানো সালমান খানের মধ্যে দারুণ বন্ধুত্ত্ব। দুই জন দু’জনকে অকৃতিমভাবে ভালোবাসেন।ভালোবাসার প্রতিদান দিতে যাচ্ছেন সালমান খান। রাখবেন, নিশ্চিত রাখবেন শোয়েব আকতারের অনুরোধ। তবে খোঁজ নিয়ে জানা যায় সালমান খান নাকি নিজে থেকেই ক্রিকেটের মাঠ কাঁপাতে
আসছেন। তুমুল আলোচনা শোয়েব আকতারের পরামর্শে ক্রিকেটের মাঠ কাঁপাতে আসছেন সালমান খান!
ব্যাট-প্যাডে সাজবেন সালমান খান। বল হাতে ঘাম ঝড়াবেন। শোয়েব আকতারের মত দ্রুত গতির ধামাকা দেখাবেন খেলার মাঠে। ভিডিও হতে থাকবে সবকিছু। পরে দেখবেন ভক্তরা। এমনই গল্প।
শীগগিরই আসছে দ্রুতগতির পেসার শোয়েব আকতারের বায়োপিত। আর নিজের বায়োপিতে তিনি নিজে নন তার চরিত্রের ভূমিকায় থাকবেন সালমান খান। শোয়েব আকতার বলেছেন, আমার জীবনের গল্প কাজে আসতে পারে নতুনদের। এটি সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে উদ্বুদ্ধ করতে পারে।
শোয়েব আকতার বলেন, এটা নিয়ে ছবি করাই যেতে পারে। এখানে আমার আপত্ত্বি কিসের? তবে আমি চাইব সালমান খানই আমার চরিত্রে অভিনয় করুক। শোয়েব আরও বলেন, সালমান খানের ভক্তরাও অবশ্য চাইবেন তিনি আমার চরিত্রে ক্রিকেটীয় অভিনয় করুক।
বিশ্বের দ্রুত গতির পেসার শোয়েব আকতার এবং বলিউড কাঁপানো সালমান খানের মধ্যে দারুণ বন্ধুত্ত্ব। দুই জন দু’জনকে অকৃতিমভাবে ভালোবাসেন।ভালোবাসার প্রতিদান দিতে যাচ্ছেন সালমান খান। রাখবেন, নিশ্চিত রাখবেন শোয়েব আকতারের অনুরোধ। তবে খোঁজ নিয়ে জানা যায় সালমান খান নাকি নিজে থেকেই ক্রিকেটের মাঠ কাঁপাতে
আসছেন। তুমুল আলোচনা শোয়েব আকতারের পরামর্শে ক্রিকেটের মাঠ কাঁপাতে আসছেন সালমান খান!
ব্যাট-প্যাডে সাজবেন সালমান খান। বল হাতে ঘাম ঝড়াবেন। শোয়েব আকতারের মত দ্রুত গতির ধামাকা দেখাবেন খেলার মাঠে। ভিডিও হতে থাকবে সবকিছু। পরে দেখবেন ভক্তরা। এমনই গল্প।
শীগগিরই আসছে দ্রুতগতির পেসার শোয়েব আকতারের বায়োপিত। আর নিজের বায়োপিতে তিনি নিজে নন তার চরিত্রের ভূমিকায় থাকবেন সালমান খান। শোয়েব আকতার বলেছেন, আমার জীবনের গল্প কাজে আসতে পারে নতুনদের। এটি সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে উদ্বুদ্ধ করতে পারে।
শোয়েব আকতার বলেন, এটা নিয়ে ছবি করাই যেতে পারে। এখানে আমার আপত্ত্বি কিসের? তবে আমি চাইব সালমান খানই আমার চরিত্রে অভিনয় করুক। শোয়েব আরও বলেন, সালমান খানের ভক্তরাও অবশ্য চাইবেন তিনি আমার চরিত্রে ক্রিকেটীয় অভিনয় করুক।
0 comments:
Post a Comment