advertisement

adverisement

your javascript ads here

Friday, 8 July 2016

১১তলা থেকে পড়ন্ত নারীকে খালি হাতে ধরলেন যুবক !

১১তলা থেকে পড়ন্ত নারীকে খালি হাতে ধরলেন যুবক !

 
ভবনের ১১তলা থেকে নিচে পড়ে যাচ্ছিলেন এক নারী। নারীর আর্ত চিৎকারে রাস্তা দিয়ে যাওয়া এক যুবক দাঁড়িয়ে যান। খালি হাতেই ওই নারীকে ধরার চেষ্টা করেন। তাতে অবশ্য কোনো লাভ হয়নি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চীনের হুবেই প্রদেশে ওই ঘটনা ঘটেছে। উঁচু ভবন থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন ওই নারী। কিন্তু তাঁকে রক্ষা করার চেষ্টা
করা ব্যক্তিও এখন হাসপাতালে। ফেং নিং নামের ওই যুবক আহত হয়েছেন ভালোই।
ওই সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরাতে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় ওপর থেকে পড়তে থাকা নারীকে ধরার জন্য দুই হাত বাড়িয়ে দেন ফেং নিং। কিন্তু অতিরিক্ত চাপে ফেং নিং ও পড়ে যান রাস্তায়। নারীটি মারা যান। আর তিনি গুরুতর আহত হন।
এ ব্যাপারে ফেং নিং বলেন, ‘আমি ভবনটির দিকে দৌড়ে যাই। কিন্তু ততক্ষণে ওই নারী নিচে পড়ে যাচ্ছে। আমি সেখানে যাওয়ার আগেই সে প্রায় পড়ে যায়। আমি তখনই তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে যাই। এরপর কী হয় তা আমার জানা নেই।’
ভিডিও চিত্রে দেখা যায়, ওই নারীর সঙ্গে সঙ্গে ফেং ও মাটিতে পড়ে যান। তাঁকে পরে অন্যরা সরিয়ে নিয়ে আসে।

0 comments:

Post a Comment