advertisement

adverisement

your javascript ads here

Saturday, 23 July 2016

ঠকাইলে ঠকিতে হয় !!!

→ ঠকাইলে ঠকিতে হয় !!!!


একদিন কোন একটা কাজের জন্য আমি
আমাদের ইউনিয়ন পরিষদ এ গিয়েছিলাম।
কাজ শেষ করে বাড়িতে আসার জন্য
সিএনজি তে উঠেছি। আমাদের এলাকার
সিএনজি চালকরা সিএনজি পুরপুরি ভর্তি
না হওয়া পর্যন্ত স্টার্ট করে বসেই থাকবে।
কিন্তু সামনে এগোবে না। সিএনজির একটা
সিট এখনো খালি। হঠাৎ একজন লোক দেখা

গেলো। মাথায় একটা প্লাস্টিকের বড়
বাটি, আর হাতে কাঠ দিয়ে বানানো
একটা ছোট্ট টেবিলের মতো। লোকটা
কাছাকাছি আসার সাথে সাথেই
সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করলো.. ভাই
কই যাবেন? বসেন।
লোকটা তার গন্তব্যের কথা বলে
সিএনজিতে উঠলেন।
,
আমার পাশেই লোকটি বসেছে। সিএনজি
চলতে শুরু করলো। আমি চুপচাপ বসে আছি হঠাৎ
লোকটা বলল..দেখেন ভাই আজকাল মানুষ কত
বোকা।
কেন ভাই? কি হইছে? আমি লোকটাকে প্রশ্ন
করলাম।
লোকটা তখন বলল..আমি সন্দেশ বিক্রি করি।
কাল রাতে যখন আমি সন্দেশ
বানাইতেছিলাম তখন হঠাৎ করে আমার
কেরাসিন এর দোয়াতটা সন্দেশের
পাতিলের উপর পরে গেছিলো। যার
কারনে সন্দেশ গুলো খাইতে গন্ধ আসছিলো।
তাই ভাবলাম এই সন্দেশ গুলা ফেলে না
দিয়ে কম দামে বিক্রি কইরা দিবো। কম
দামে সন্দেশ পাইলে সবাই সেগুলো
কিনবে। কম দামে পাইলে কেউ আর যাচাই
বাচাই করবেনা।
আমি আবার জিজ্ঞেস করলাম..তাহলে কি
সন্দেশ গুলা বিক্রি করেছেন?
লোকটা= হ্যা ভাই। বুঝেন না কম দামে
পাইলে মানুষ আলকাতরা ও খায়।
তা ঠিক তবে আপনি যে সন্দেশ গুলা বিক্রি
করেছেন আপনি কি তাদের বলেছিলেন
আপনার সন্দেশের মধ্যে কেরোসিন আছে?
না তা বলিনি। কিনার সময় তো আর কেউ
খায়নি তাই বলিনি।
আচ্ছা ভাই, তা কত টাকা বিক্রি করলেন
সন্দেশ গুলা?
এইতো প্রায় ৫০০ টাকার মতো।
ভালো, তো ভাই আপনি প্রতিদিন কত টাকা
করে সন্দেশ বিক্রি করেন?
এইতো ১২০০-১৫০০টাকার মতো।
তা আপনার প্রতিদিন কত টাকা ব্যবসা হয়?
আমার চালান বাদে ৪০০-৫০০টাকা ব্যবসা
থাকে।
তার মানে আপনার প্রতিদিন এর ইনকাম
৪০০-৫০০টাকা?
হ্যা।
আজকের ইনকাম কত হইলো?
আজকে তো ভাই ইনকাম হয়নি, আপনাকে
বললাম না আজকের সন্দেশে কেরোসিন
পরছিলো?তাই ব্যবসা হয়নি, যা চালান
গেছিলো তাই কোনমতে উঠাইছি।
তার মানে আজ আপনার লছ হইছে?
না। লছ হবে কেন? আজ লাভ হয়নাই কিন্তু লছ ও
যাইতে দেইনাই, কারণ সন্দেশ গুলা সব
চালান দামেই বিক্রি কইরা দিছি।
আমি যদি বলি আজ আপনার ডাবল লছ হইছে।
আপনি নিশ্চয় অস্বীকার করবেন?
কি বলেন আবোলতাবোল? অবশ্যই অস্বীকার
করমু।
আরে মিয়া আপনি মানুষকে যে বোকা
বলতেছেন,আপনি তাদের চাইতে বেশি
বোকা।
কেন? কিভাবে আমি বোকা হইলাম?
শুনেন..আপনি যে আজ কম দামে সন্দেশ
বিক্রি করলেন তাতে আপনার চালান দাম
পেয়েছেন ঠিকি কিন্তু আপনার আজকের
সারাদিনের পারিশ্রমিক এর দাম তো
পাইলেন না। আপনার নষ্ট হয়ে যাওয়া সন্দেশ
গুলা বিক্রি করতে আপনার আজকে
সারাদিন লেগেছে। কিন্তু আপনি যদি ওই
সন্দেশ গুলা বিক্রি না করে ভালো সন্দেশ
বিক্রি করতেন তাহলে আজ আপনার
৫০০টাকা ইনকাম থাকতো। অথচ আপনি
আপনার নষ্ট সন্দেশ গুলা ৫০০ টাকা'ই বিক্রি
করলেন কিন্তু সারাদিন একইভাবে পরিশ্রম
করে। তাহলে কি হলো? আপনি যদি নষ্ট
সন্দেশ না বিক্রি করে ভালো সন্দেশ
বিক্রি করতেন তাহলে এই ৫০০টাকা'ই
পেতেন, মানুষকে নষ্ট জিনিশ ও দিতে
হতোনা।
কিন্তু এখানে আপনার ডাবল লছ হইছে এইজন্য
বলছি যে-
১) আপনার সন্দেশ গুলোতে যেহেতু
কেরোসিনের গন্ধ ছিলো তাই অনেকেই
ভাববে আপনার সন্দেশ গুলো বোধহয় ভালো
হয়না,আর এজন্য আপনার কাছ থেকে তারা
আর সন্দেশ কিনবে না, এতে আপনার বিক্রি
অনেক কমে যাবে।
২) কেউ আর আপনার সন্দেশের দাম বেশি
দিয়ে কিনবে না। কারণ আপনিই আপনার
সন্দেশ গুলোর দাম কমিয়েছেন।
এখন আপনি চিন্তা করে দেখুন আপনার কতটা
লছ হয়েছে নষ্ট জিনিশ বিক্রি করাতে।
,
লোকটা তখন অনেকটা গম্ভীর হয়ে গেলেন।
একটু আগে যেই হাসিখুশী ভাবটা ছিলো
তা আর এখন নেই। লোকটাকে দেখে এখন
বেশ চিন্তিত মনে হচ্ছে। হয়তো এখন সে তার
ভুল বুঝতে পেরে নিজেকে পৃথিবীর সব
চাইতে বোকা ভাবতেছে। হয়তো ভাবছে
কি ভুলটাই না সে করেছে।
,
কিন্তু এখন তার এই ভাবনার কোন মুল্য নেই।
কারণ সে আসলেই অনেক বড় বোকামি
করেছে। অন্যদের ঠকিয়ে নিজে লাভবান
হতে যেয়ে নিজের লোকসান নিজেই
করেছে। অন্যদের ঠকিয়ে কখনো লাভবান
হওয়া যায়না। লাভবান হতে চাইলে সৎকর্ম
করতে হয়, সততা থাকতে হয়। অসৎ ভাবে কখনওই
সফলতা পাওয়া যায়না।।

0 comments:

Post a Comment