advertisement

adverisement

your javascript ads here

Saturday, 23 July 2016

মেয়েরা রিলেশন এর আগে যা ভাবে, মানুষটি আমাকে ভালবাসে তো?? আমার জন্যে এই সঠিক মানুষ তো?”

মেয়েরা রিলেশন এর আগে যা ভাবে,মানুষটি আমাকে ভালবাসে তো?? আমার জন্যে এই সঠিক মানুষ তো?”-

মেয়েরা রিলেশন এর আগে যা ভাবে,
মানুষটি আমাকে ভালবাসে তো??
আমার জন্যে এই সঠিক মানুষ তো?”-
আমার পরিবার মেনে নিবে তো?
এমন হাজারো দোটানায় থাকে।
কিন্তু রিলেশানের পরে যেন এ এক


অন্য নারী।
প্রেমিকের সঙ্গ চায়
সারাটিক্ষন, কাছাকাছি থাকার
আবদার, ফোনে-চ্যাটে একটু
কাছাকাছি। নিজের স্বপ্নের গল্প,
সুখের গল্প, দুঃখের গল্প, পাওয়া-না
পাওয়ার গল্প সব আনমনে বলে যায়
প্রেমিককে। প্রানের পুরুষের ভাগ
দিতে চায় না অন্য কাউকে, কথাগুলো
অন্য কেউ জানুক চায় না। জিনিসটা
অনেকটা এ রকম...
.. ধরুন, আপনার টেবিলে অনেক গুলো
খাতা-কলম- ডায়েরি। সব গুলোতে
কিন্তু আপনি আপনার মনের কথাটি
লিখেন না। একটা নির্দিস্ট
ডায়েরিতেই আপনি মনের কথা গুলো
আনমনে লিখে যান, শেয়ার করেন,
জানান দেন। সেই ডায়েরিকে
লুকিয়ে রাখেন কোন বুক শেলপের
চিপায় কিংবা ট্রাংকের তলায়।
অন্য কেউ যেন সেই কথাগুলো জানতে
না পারে, কেউ যেন ডায়েরিকে
ছুতে না পারে- তার জন্যে থাকে
প্রানান্তকর প্রচেষ্টা।। ঠিক তেমনি,
মেয়েরা পছন্দের মানুষকে যত্ন-
আত্তি করে অন্যদের থেকে লুকিয়ে
রাখে।। অনেক সময় রিলেশানের
পরের এই এক্সট্রা টেক কেয়ার অনেক
ছেলে আদিখ্যেতা হিসেবে দেখে,
কেউ কেউ বার্ডেন মনে করে। তখন
মেয়েটিকে বিরক্তিকর মনে হয়,
অসহ্য লাগে। শুরু হয় সম্পর্কের টানা
পোড়ন।
... তবে সব কিছুর পরেও দুজনের
মানিয়ে চলা, নিজের চলমান লাইফ
স্টাইল থেকে সেক্রিফাইস করে একটু
আলাদা হওয়াই তো ভালবাসার
দাবী।

0 comments:

Post a Comment