advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 6 July 2016

মাশরাফির চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার ||

 মাশরাফির চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার ||

 
মাশরাফির চোখে ভবিষ্যতের সেরা পাঁচ ক্রিকেটার

ক্রীড়ালোক প্রতিবেদক সদ্য সমাপ্ত হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি অনেক তরুণ ক্রিকেটার নজর কেড়েছে। অসাধারণ পারফরমেন্স দিয়ে ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে এসব তরুণ ক্রিকেটার।
এর মাঝে সেরা পাঁচ জনকে আলাদা করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু বাংলাদেশের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক
মাশরাফি বিন মর্তুজা ভবিষ্যতের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এমন পাঁচ ক্রিকেটারের নাম উল্লেখ করেন। তিনি মনে করে এরাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত।তিনি বলেন, “কয়েকজনের নাম বের করা আসলে কষ্টসাধ্য। কিন্তু তারপরেও আমি প্রথমেই রাখবো আল-আমিন ছেলেটিকে। সে আসলেই বড় সম্পদ, পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ব্যাট করেছে সে।”“এমন আরো ৩ জন আছেন- মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল মজিদ এবং কামরুল ইসলাম রাব্বি। এছাড়া মেহেদী মারুফও অনেক ভালো করেছে। এভাবে আলাদা করে নাম  না নিয়ে আমি বলতে চাই, এবার অনেক ক্রিকেটার পারফরমেন্স ছিল চিত্তাকর্ষক।”
এছাড়া মাশরাফি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সম্পর্কেও বলেন, “তারাও অনেক ভালো খেলেছে। আলাদা করে বললে তামিম ছিল অসাধারণ, সাকিব অল্প সময়ের মধ্যে এসেও ভালো করেছে। রকিবুল আর মুশফিকও তাদের নামের প্রতি সুবিচার করেছে। আসলে জাতীয় দল এবং এর আশেপাশে থাকা প্রত্যেকে ভালো করেছে। যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ।”অন্যদিকে টুর্নামেন্টে মাশরাফি নিজেও ছিলেন দারুন ফর্মে। মাত্র ১১ ম্যাচেই নিয়েছেন ২২ উইকেট। এছাড়া ব্যাট হাতে শেখ জামালের বিপক্ষে ১১ ছক্কা আর দুই চারে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন যেটি লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশীদের পক্ষে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরী।

Related Posts:

0 comments:

Post a Comment