advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 20 July 2016

দুই ট্যাংকে পিষ্ট হয়েও জীবিত তুর্কি বিক্ষোভকারী (ভিডিও)

দুই ট্যাংকে পিষ্ট হয়েও জীবিত তুর্কি বিক্ষোভকারী (ভিডিও)

 আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ভাগ্যক্রমে বেঁচে গেছেন এক প্রতিবাদকারী। ওই ব্যক্তির ওপর দিয়ে পরপর দুটি ট্যাংক চালিয়ে দিয়েছিল অভুত্থানকারী সেনারা।

প্রতিবাদকারী ওই লোকটি কিভাবে চলমান ট্যাংক থেকে নিজেকে রক্ষা করেন তা ধরা পড়েছে রাস্তার পাশের একটি নিরাপত্তা ক্যামেরায়। ইস্তাম্বুলের ওসকুদার এলাকায় এ ঘটনা ঘটে।
ভিডিও চিত্রে দেখা যায়, এক প্রতিবাদকারী একটি ট্যাংক থামানোর জন্য পাথর ছুঁড়ছেন এবং হাত দিয়ে ইশারা করছেন। কিন্তু সেটি না থামিয়ে তার ওপর দিয়ে চালিয়ে দেয় ট্যাংক চালক। পরক্ষণেই দেখা যায় ওই ব্যক্তি বেঁচে আছেন।
রাস্তা থেকে সরে পড়ার আগেই আরেকটি ট্যাংক আসতে থাকলে সেটাও থামানোর চেষ্টা করেন ওই বিক্ষোভকারী। কিন্তু তার ওপর দিয়ে ট্যাংক চালিয়ে নিয়ে যায় অভ্যুত্থানকারীরা।
ভাগ্যক্রমে এবারও বেঁচে যান ওই গণতন্ত্রপন্থী। কিন্তু একটি হাতে আঘাত পান তিনি। এসময় আশপাশের অন্য বিক্ষোভকারী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের বিছানায় শুয়ে সাবরি উনাল নামের ওই ব্যক্তি দোগান নিউজ এজেন্সিকে বর্ণনা করেন ওই রুদ্ধশ্বাস ঘটনা।
তিনি বলেন, ‘যখন একটি ট্যাংক সামনের দিকে এগিয়ে আসছিল, আমি তার সামনে গিয়ে হাত দিয়ে তা থামানোর ইশারা করি। কিন্তু তারা থামানোর কোনো চেষ্টা করেনি। শেষ মুহূর্তে আমি ট্যাংকের মাঝ বরাবর ফাঁকা অংশে ঝাঁপিয়ে পড়ি আত্মরক্ষার জন্য। কোনো ক্ষত ছাড়াই আমি বের হয়ে আসি।’
সাবরি বলেন, ‘এরপরে রাস্তার মাঝ থেকে সরে আসার চেষ্টা করি। কিন্তু তার আগেই আরেকটি ট্যাংক চলে আসে। এক্ষেত্রেও আগের কৌশল অবলম্বন করি। কিন্তু এবারে হাতের একটি অংশে আঘাত লাগে।’
এর আগে শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে গণতন্ত্রকামী জনগণ। তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রপন্থী সেনা ও পুলিশ সদস্যরা। ফলে ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা।
এ ঘটনায় তিন শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন যাদের মধ্যে ২০৪ জন নিরাপত্তা বাহিনীর গণতন্ত্রপন্থী সদস্য ও বেসামরিক নাগরিক। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন ১৫ শতাধিক।

ভিডিও

0 comments:

Post a Comment