সড়ক ও জনপথ বিভাগে ঈদের ছুটি বাতিল |||
বিশেষ প্রতিবেদকঃ ঈদের ছুটি কাটিয়ে
কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগের
প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সড়ক পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে
কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিয়ে এখন মাথাব্যথা। সে জন্য আমাদের
প্রস্তুত থাকা
দরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী যাঁরা আছেন, তাঁদের ঈদের
দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা পরিবারের সঙ্গে ঈদ করতে
ছুটি মঞ্জুর করা হয়েছে। বাকি সময় ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি সময়
তাঁদের রাস্তায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ সময় গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের জন্য ভোগান্তিতে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
মন্ত্রীর পরিদর্শনকালে গাজীপুরের পুলিশ
সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের
তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
0 comments:
Post a Comment