মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৪ জন গ্রেপ্তার ||
বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া:কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ের সানকমপ্লেক্স থেকে বাংলাদেশি সহ ১৫৪ জন গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার দেশটির মাল্টি-এজেন্সি যৌথ ভাবে এ অভিজান চালায়। গ্রেফতারের সময় ৩২ বছর বয়সের ফিলিপিনি এক মহিলা পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫ তলা থেকে পরে গিয়ে ওখানেই মারা যান।
পুলিশ প্রধান দাতুক আমার সিং ইশার বলেন, যখন মাল্টি-এজেন্সি অভিযান চালায় ঐ কন্ডোতে তখন মেয়েটি ১৫ তলা থেকে পালাতে গিয়ে স্লিপ কেটে পরে গিয়ে ওখানেই মারা যান । অভিযানে ৪৩৫ জনের বৈধ কাগজ চেক করা হয় ৩২ জন মহিলা সহ ১৫৪ জন বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়।যাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে ৬০জন বাংলাদেশি ২২ জন ইন্দোনেশিয়ান, ২৯ জন মিয়ানমারের পুরুষ এবং ৬ জন মহিলা, ১৯ জন নেপালি, ৬ জন পাকিস্তানি, ১ জন ইন্ডিয়ান এবং ২ জন মহিলা সহ ৪ জন ভিয়েতনামিজ নাগরিক। ইমিগ্রেশন পুলিশ সহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থা থেকে ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেয়।
এই অভিযান কুয়ালালামপুর শহরে অব্যাহত থাকবে বলে জানান পুলিশ প্রধান দাতুক আমার সিং।
0 comments:
Post a Comment