সমকাল প্রতিবেদক
রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পদ্মা সেতু বা
মেট্রোরেলের মতো বড় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জাপানি সহযোগিতা সংস্থা জাইকা বাংলাদেশের পাশে আছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সহযোগিতায় উন্নয়ন প্রকল্পের কাজও এগিয়ে চলছে।
এছাড়া পদ্মা সেতুর ৩৬ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত এ সেতুর ১৮টি পাইল বসানো হয়েছে।
গুলশানে হামলায় সাত জাপানি নাগরিকসহ ১৭ বিদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 'এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত ও শোকাহত। তবে ওই ঘটনার কারণে মেট্রোরেলের কাজে ব্যাঘাত ঘটবে না। বাংলাদেশের সঙ্গে জাইকার চলমান কাজগুলো এগিয়ে নিতে জাইকা তথা জাপান সরকার অত্যন্ত আন্তরিক।'
পদ্মা সেতু, মেট্রোরেল রুট-৬, রুট-১ ও রুট-৫ সহ অন্যান্য প্রকল্পে যুক্ত বিদেশিদের নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে এ সময় জানান তিনি।
0 comments:
Post a Comment