advertisement

adverisement

your javascript ads here

Friday, 8 July 2016

মন্ত্রী হয়েও ঈদ করতে পারলাম না- সেতুমন্ত্রী |||

মন্ত্রী হয়েও ঈদ করতে পারলাম না- সেতুমন্ত্রী |||

 স্টাফ রিপোর্টার: মন্ত্রীর ঈদের সঙ্গী ছিলো সড়ক! তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের আগের রাতে সশরীরে রাস্তা দেখে মেঘনা থেকে ঢাকায় ফিরলেন। রাতের ঘুম শেষে সকালে ঈদ। সে সময় আবার ছুটলেন সড়কে। গন্তব্য তার নির্বাচনী এলাকা নোয়াখালী। সেখান থেকে আবার রওনা দিয়ে রাতে চট্টগ্রামে। ভোরে সড়ক দেখতে দেখতে
পৌঁছালেন বান্দরবানে।
এখন সেখান থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেছেন। সড়ক দেখে দেখেই ফিরছেন ঢাকায়- এভাবেই ঈদের আগের দিন, ঈদের দিন এবং পরের দিনও সড়কেই রয়ে গেলেন মন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, ‘ঈদ আর করতে পারলাম না, সড়কেই সময় চলে গেলো’।
আরেকটি বিষয়ে ওবায়দুল কাদের তার পর্যবেক্ষণ জানিয়ে বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের হেলমেটসহ চলাচল বাধ্যতামূলক। এ নিয়ম ঢাকায় প্রায় ৯০ শতাংশ মানা হয়। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজারে এক হাজার জনে একজনও হেলমেট পরেন না। দু’জন নিয়ে চলছেন, এমনটাও খুব রেয়ার। ৯৮ শতাংশ মোটরসাইকেলে তিনজন ওঠেন। এদের অধিকাংশ ইয়াং এবং আরো ইন্টারেস্টিং হলো যে, অধিকাংশই রাজনৈতিক নেতাকর্মী। তারা পুলিশকেও তোয়াক্কা করেন না’।
‘এ নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি। এটা ঠিক হতে একটু সময় লাগবে’ বলেও জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী জানান, বান্দরবানে গিয়ে তিনি সীমান্ত সড়কের ঘোষণা দিয়েছেন। রামগড় থেকে উখিয়া পর্যন্ত ৫ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ৮৩২ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ সেনাবাহিনী আগামী বছর থেকে শুরু করবে।

0 comments:

Post a Comment