advertisement

adverisement

your javascript ads here

Wednesday, 20 July 2016

চাকরি হারাচ্ছেন ১৬০ চিকিৎসক !!

চাকরি হারাচ্ছেন ১৬০ চিকিৎসক !!

 

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬০ চিকিৎসকের সব পাওনা দিয়ে বিদায় করার জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। আজ বুধবার রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের উদ্দেশে এ অফিস আদেশ জারি করেছেন। ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০০ জন মেডিক্যাল অফিসার নিয়োগ দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন মেডিক্যাল অফিসার নিয়োগ দেয়া হবে তার উল্লেখ ছিল না।
এর বিরুদ্ধে তৎকালীন স্বাচিপ মহাসচিব (বর্তমানে স্বাচিপ সভাপতি, বিএমএ মহাসচিব) অধ্যাপক ডা. ইকবাল আর্সলান
উচ্চ আদালতে রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালে হাইকোর্ট মেডিক্যাল অফিসার নিয়োগ ও এর কার্যকারিতা অবৈধ ঘোষণা করেন।
এর বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়টিই বহার রাখেন। রায়ের অনুলিপিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ রেজিস্ট্রার অধ্যাপক হান্নান বিভাগীয় চেয়ারম্যানদের কাছে পাঠানো আদেশে বলেন, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় তাদের সব লেনদেন আগামী সাত দিনের মধ্যে সম্পন্ন করার অনুরোধ করা হলো।
হাইকোর্টে আপিলকারীদের পক্ষে সহকারী অধ্যাপক ডা. এ বি এম ছফিউল্লাহ জানিয়েছেন, আমাদের মধ্যে প্রায় ৫০ জন আছেন যারা নতুন করে নিয়োগ পেয়েছেন। তারা সরকারি চাকরি ছেড়ে পরে এসে স্থায়ী নিয়োগ পেয়েছেন। এর বাইরে রয়েছেন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসক, পরে তারা স্থায়ী হয়েছেন। আপিল বিভাগের রায়ে অ্যাডহকদের কথা বলা হয়েছে না যারা নতুন নিয়োগে স্থায়ী চাকরি করছেন তাদের কথা বলা হয়েছে এটা নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। ডা. ছফিউল্লাহ আরো বলেন, এটা ঠিক যে রায়ে আমরা সুবিচার থেকে বঞ্চিত হয়েছি।

0 comments:

Post a Comment