advertisement

adverisement

your javascript ads here

Friday, 8 July 2016

জেনে নিন বিশ্ব নেতারা কে কত টাকা বেতন পান !

জেনে নিন বিশ্ব নেতারা কে কত টাকা বেতন পান !

নিউজবিডি৭১ডটকম
সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন যে নেতারা তারা নিজেরা কত টাকা বেতন পান এ নিয়ে মানুষের জল্পনার শেষ নেই। তবে তারা যতই ক্ষমতাবান হন না কেন সবাই কিন্তু রাষ্ট্রীয় বেতনভুক্ত মানুষ। আর বেশি ক্ষমতাধর দেশ হলেই যে বেতন বেশি হবে এমনটাও না। এমনই কিছু বিশ্ব নেতারা বার্ষিক আয়ের হিসাব দেয়া হল এখানে।

* বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বেতন: ১৩ লাখ ৮০ হাজার টাকা
* চীনের প্রেসিডেন্ট শি জিনপিং- বেতন: ১৭ লাখ টাকা
* ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- বেতন: ২৩ লাখ ৭৩ হাজার টাকা
* ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ- বেতন: ৯৪ লাখ টাকা
* রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- বেতন: ১ কোটি ৬ লাখ টাকা
* জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে- বেতন: ১ কোটি ৫৮ লাখ টাকা
* ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন- বেতন: ১ কোটি ৬৮ লাখ টাকা
* জাতিসংঘ মহাসচিব বান কি মুন- বেতন: ১ কোটি ৭৭ লাখ টাকা
* জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল- বেতন: ১ কোটি ৮৩ লাখ টাকা
* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা- বেতন: ৩ কোটি ১৩ লাখ টাকা
* সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং- বেতন: ১৩ কোটি ৩১ লাখ টাকা

Related Posts:

0 comments:

Post a Comment