কান ব্যাথা হলে যা করবেন না !
নিউজবিডি৭১ডটকম
জীবাণুর সংক্রমণ বা অন্য কোনো কারণে প্রদাহের ফলে কানে ব্যথা হতে পারে।
কানের আরও কিছু রোগে এবং টনসিল, দাঁত, গলা ও মুখের বিভিন্ন সমস্যায়ও কানে
ব্যথা হতে পারে। আবার কখনো কখনো কান বন্ধ থাকে, পিঁ পিঁ শব্দ হয়। এ রকম
হলে অনেকে নিজে নিজেই কানে খোঁচাখুঁচি করে থাকেন। এতে ক্ষতির আশঙ্কাই বেশি।
জেনে নিন, কানে সমস্যা হলে কী কী করা উচিত নয়—
* কানে ব্যথা বা অস্বস্তি হলে কানে আঙুল,
ম্যাচের কাঠি, ক্লিপ বা এ ধরনের অন্য কোনো জিনিস দিয়ে খোঁচাবেন না। বাইরের
কোনো কিছুই কানে ঢোকানো ঠিক নয়। এতে কানের ভেতরে মারাত্মক ক্ষত তৈরি হতে
পারে।
* কানে কখনোই কটন বাড ঢোকাবেন না। এটি কাঠি এবং ক্লিপের মতোই ক্ষতিকর।
* কানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ড্রপ ব্যবহার করবেন না। না বুঝে এ রকম ড্রপ দিলে পরবর্তী সময়ে জটিলতা হতে পারে।
* মাঝবয়সী বা বয়স্ক মানুষের গলায় কিছু
মারাত্মক রোগের কারণে কানে ব্যথা হতে পারে। তাই কানে ব্যথা হলে তাঁদের
গলনালি ও শ্বাসনালিতে কোনো জটিল সমস্যা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে
হবে।
মোট কথা, কানে ব্যথা বা কোনো অস্বস্তি হলে কারণ নির্ণয় করে চিকিৎসা করাতে হবে। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
0 comments:
Post a Comment