advertisement

adverisement

your javascript ads here

Saturday, 23 July 2016

বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ৪২ টি উক্তি:-

বন্ধুত্ব নিয়ে বিখ্যাত ৪২ টি উক্তি:-

১. আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না।
চার্লি চ্যাপলিন
২. আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩. আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।

-উইলিয়াম শেক্সপিয়ার
৪. একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
-অস্কার ওয়াইল্ড
৫. আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।
-অ্যালবার্ট আইনস্টাইন
৬. আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।
-এমিলি ডিকেনসন
৭. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
-অ্যারিস্টটল
৮. আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
-হেলেন কিলার
৯. সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।
-মার্টিন লুথার কিং
৯. বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
-সক্রেটিস
১০. বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
-স্যামুয়েল জনস্টন
১১. সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।
-জর্জ ওয়াশিংটন
১২. বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা।
-লর্ড
১৩. অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
হেলেন কেলার
১৪. বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
শিবরাম চক্রবর্তী
১৫. কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
সিসেরো
১৬. মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।
হযরত আলী (রাঃ)
১৭. আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া।
শেখ সাদি
১৮. তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে।
নেলসন ম্যান্ডেলা
১৯. আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা।তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই।সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি
স্বর্গীয় নয়?
- হেনরি ডেভিড থিওরো
২০. একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
- ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]
২১. বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
- উইড্রো উইলসন
২২. কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
- রবার্ট লুই স্টিভেন্স
২৩. একজন সত্যিকারের বন্ধু, কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয়না।
…..চার্লস ল্যাম্ভ।
২৪. প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।
…….এমারসন।
২৫. বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।
………..নিটসে।
২৬. গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না।
…….চার্লস হেনরি ওয়েব।
২৭. . ''কোন মানুষই অপ্রয়োজনীয় নয়
যতোক্ষন তার একটিও বন্ধু আছে''।
________রবার্ট লুই স্টিভেন্স
২৮. সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।
……মার্টিন লুথার কিং।
২৯. বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু, বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
…….সক্রেটিস।
৩০. বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
……স্যামুয়েল জনস্টন।
৩১. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর
তুমি বেছে নাও তোমার বন্ধু।
জ্যাক দেলিল , ফরাসী কবি
৩২. আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী, অন্য কোনো ভাবে ততোটা সুখী হতে পারিনা।
…….উইলিয়াম শেক্সপিয়ার।
৩৩. একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
……অস্কা
৩৪. বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।
- এরিস্টটল
৩৫. আহ্, কী ভালোই না লাগে- পুরনো বন্ধুর হাত।
মেরি এঙলেবাইট
৩৬. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু !! ______ জ্যাক দেলিল
৩৭. একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান... - ডাঃ এ পি জে আব্দুল কালাম
৩৮. ''সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু''।
________ জর্জ হা
৩৯. বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে।
- প্লেটো
৪০. যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন।
জীবনানন্দ দাশ
৪১. কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না
উইলিয়াম শেক্সপিয়র
৪২.বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।
নিটসে

0 comments:

Post a Comment